কালার ইনসাইড

রামোজি ফিল্ম সিটির প্রতিষ্ঠাতা রামোজি রাও আর নেই

প্রকাশ: ০১:৪৯ পিএম, ০৮ জুন, ২০২৪


Thumbnail

ভারতের প্রসিদ্ধ রামোজি ফিল্ম সিটির প্রতিষ্ঠাতা রামোজি রাও আর নেই। বেশ কিছুদিন ধরে শারীরিক অসুস্থতায় ভুগছিলেন তিনি। গত ৫ জুন শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। আজ ভোর ৪.৫০ মিনিটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৭ বছর।

রামোজি রাওয়ের মরদেহ রামোজি ফিল্ম সিটিতে তাঁর বাসভবনে নিয়ে যাওয়া হবে। সাম্প্রতিক সময়ে তিনি উচ্চ রক্তচাপ এবং শ্বাসকষ্টজনিত সমস্যায় ভুগছিলেন। ৫ জুন তাঁকে নানকরামগুড়ার স্টার হাসপাতালে নেওয়া হয়, যেখানে চিকিৎসকরা তাঁর হার্টে একটি স্টেন্ট স্থাপন করেন এবং তাঁকে ভেন্টিলেটরে রাখা হয়েছিল। কয়েক বছর আগে তিনি কোলন ক্যান্সার থেকে সেরে উঠেছিলেন।

১৯৩৬ সালের ১৬ নভেম্বর অন্ধ্রপ্রদেশের কৃষ্ণা জেলার পেদাপারুপুদি গ্রামে কৃষক পরিবারে জন্মগ্রহণ করেন রামোজি রাও। তিনি বিশ্বের বৃহত্তম থিম পার্ক এবং ফিল্ম স্টুডিও রামোজি ফিল্ম সিটির প্রতিষ্ঠাতা। এছাড়াও, মার্গদর্শী চিট ফান্ড, এনাডু নিউজ পেপার, ইটিভি নেটওয়ার্ক, রামাদেবী পাবলিক স্কুল, প্রিয়া ফুডস, কালাঞ্জলি, উষাকিরণ মুভিজ, ময়ূরী ফিল্ম ডিস্ট্রিবিউটরস এবং ডলফিন গ্রুপ অফ হোটেলসের মালিক ছিলেন তিনি।

তেলুগু রাজনীতিতেও তাঁর প্রভাব ছিল ব্যাপক। অনেক রাজ্য এবং জাতীয় নেতার সঙ্গে তাঁর ঘনিষ্ঠ সম্পর্ক ছিল এবং তাঁরা গুরুত্বপূর্ণ পরামর্শের জন্য তাঁর কাছে আসতেন। সাংবাদিকতা, সাহিত্য, সিনেমা এবং শিক্ষার ক্ষেত্রে অসামান্য অবদানের জন্য ২০১৬ সালে ভারত সরকার তাঁকে দেশের দ্বিতীয় সর্বোচ্চ অসামরিক সম্মান পদ্মবিভূষণ দিয়ে সম্মানিত করে। এছাড়াও তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং দুটি ফিল্মফেয়ার পুরস্কার জিতেছিলেন তিনি। 


রামোজি রাও   রামোজি ফিল্ম সিটি   ইটিভি নেটওয়ার্ক  


মন্তব্য করুন


কালার ইনসাইড

‘বর্তমানের কোর্টে বিচার চলে নোটে’ বিটিআরসিকে গানটি সরানোর নির্দেশ

প্রকাশ: ০১:০০ পিএম, ০৮ জুলাই, ২০২৪


Thumbnail

বর্তমানের কোর্টে বিচার চলে নোটে সংক্রান্ত গান সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে অবিলম্বে সরানোর নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

সোমবার ( জুলাই) বিষয়ে শুনানি করে হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ গানটি ইউটিউব থেকে সরাতে বিটিআরসিকে নির্দেশ দেন। সেই সঙ্গে হাইকোর্ট একটি রুলও জারি করেছেন। আরিফুর রহমান মুরাদ নামের এক ব্যক্তির রিট আবেদনের শুনানি নিয়ে আদালত আদেশ দিয়েছেন।

গত ঈদের সময় সবচেয়ে আলোচিত গান হয়ে উঠেছিলনানা নাতি সামাজিক যোগাযোগ মাধ্যমে গানটি ভাইরাল হয়। কারণ নানা নাতি চরিত্র দুটির ভেতর দিয়ে অনেক না বলা কথা বলেছেন গানটির লেখক গায়ক আলী হাসান। এতে সহশিল্পী হিসেবে নানার ভূমিকায় দেখা গেছে আরেক আলোচিত কবি অভিনেতা মারজুক রাসেলকে।

সেই গানটির জন্য এর আগে লিগ্যাল নোটিশ দেয়া হয় গানটির লেখক আলী হাসানকে। কারণ তিনি গানের একটি লাইনে বলেছেন, ‘বর্তমানের কোর্টে বিচার চলে নোটে’! লাইনটির কারণে আদালত অবমাননার অভিযোগ উঠেছে গানটির বিরুদ্ধে। যার পরিপ্রেক্ষিতে গায়ক আলী হাসানকে লিগ্যাল নোটিশ দেন শেরপুর জেলা জজ আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) অ্যাডভোকেট ফাহিম হাসনাঈন।

১৯ জুন (বুধবার) রেজিস্ট্রি ডাকযোগে লিগ্যাল নোটিশটি পাঠানো হয়। নোটিশে ১৫ দিনের মধ্যে গানে আদালত অবমাননাকারীবর্তমানের কোর্টে বিচার চলে নোটেলাইনটি বাদ দেয়াসহ অনলাইনে লাইভে এসে জনসাধারণের কাছে ক্ষমা চাইতে বলা হয়। অন্যথায় তার বিরুদ্ধে মামলা করার কথাও বলা হয় ওই নোটিশে।


বিটিআরসি   হাইকোর্ট   শুনানি  


মন্তব্য করুন


কালার ইনসাইড

টাইটানিক সিনেমার প্রযোজক মারা গেছেন

প্রকাশ: ১০:১৫ এএম, ০৮ জুলাই, ২০২৪


Thumbnail

চলচ্চিত্র দুনিয়ায় আবারও একটি দুঃসংবাদ। বর্ষীয়ান প্রযোজক জন ল্যান্ডিউ মারা গেছেন। যিনি বিজ্ঞান কল্পকাহিনি মূলক চলচ্চিত্র ‘অ্যাভাটার’ এবং ‘টাইটানিক’ -এর মতো দুর্দান্ত হলিউড চলচ্চিত্র নির্মাণ করেছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৩ বছর।

অস্কারজয়ী এই চলচ্চিত্র নির্মাতার মৃত্যুর খবর প্রকাশ্যে আসতেই গোটা ইন্ডাস্ট্রিতে নেমে এসেছে শোকের ছায়া। তার মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন বিখ্যাত পরিচালক জেমস ক্যামেরন। প্রযোজকের ছেলে জেমি ল্যান্ডিউ এক বিবৃতিতে বলেছেন, তার বাবা আর পৃথিবীতে নেই। 

টাইটানিক ও অ্যাভাটার সিনেমার অস্কারবিজয়ী প্রযোজক জন ল্যান্ডাউ মারা গেছেন। মৃত্যুর সময়  তার বয়স হয়েছিল ৬৩ বছর।

তিনি প্রখ্যাত পরিচালক জেমস ক্যামেরনের সঙ্গে জুটি বেঁধে সর্বকালের সবচেয়ে বড় তিনটি ব্লকবাস্টার ছবি নির্মাণ করেছিলেন তিনি।  

ল্যান্ডার-ক্যামেরন জুটি বেঁধে তিনটি অস্কার মনোনয়ন এবং ১৯৯৭ সালে 'টাইটানিক' দিয়ে সেরা ছবির অস্কার জেতেন জন ল্যান্ডা ৷ ল্যান্ডা ও ক্যামেরনের পার্টনারশিপ 'অ্যাভাটার' এবং এর সিক্যুয়েল 'অ্যাভাটার: দ্য ওয়ে অফ ওয়াটার' সহ সিনেমার ইতিহাসের অন্যতম বড় ব্লকবাস্টার উপহার দিয়েছে দর্শকদের ৷ 

ল্যান্ডাউ হলিউডের প্রযোজক এলি এবং এডি ল্যান্ডাউ-এর সন্তান। তিনি অল্প সময়ের জন্য টোয়েন্টিন্থ সেঞ্চুরি ফক্স চলচ্চিত্র প্রযোজনা সংস্থায় একজন নির্বাহী হিসেবে কাজ করেছেন। 'দ্য লাস্ট অফ দ্য মোহিকানস' এবং 'ডাই হার্ড টু' সহ বেশকইয়েকটি চলচ্চিত্রে তিনি তত্ত্বাবধান করেছিলেন।

ল্যান্ডউয়ের মৃত্যুর খবরের পরে, ক্যামেরন হলিউড বলেছেন, একজন মহান প্রযোজক এবং একজন মহান মানুষ আমাদের ছেড়ে চলে গেলেন। জন ল্যান্ডাউ সিনেমার ব্যাপারে স্বপ্নচারী ছিলেন। তিনি বিশ্বাস করতেন চলচ্চিত্র হল মানব শিল্পের চূড়ান্ত রূপ এবং চলচ্চিত্র নির্মাণ করতে হলে প্রথমে নিজেকে মানুষ হতে হবে। 


টাইটানিক   সিনেমা   প্রযোজক   অস্কারবিজয়ী   জন ল্যান্ডাউ  


মন্তব্য করুন


কালার ইনসাইড

শিকাগোর হোটেলে আগুন আতঙ্কে বাংলাদেশ ও ভারতের শিল্পীরা

প্রকাশ: ০৪:১৯ পিএম, ০৭ জুলাই, ২০২৪


Thumbnail

যুক্তরাষ্ট্রের শিকাগোর একটি পাঁচতারা  হোটেলে ছিলেন বাংলাদেশ ও ভারতের কয়েকজন শিল্পী। স্থানীয় সময় শনিবার ভোর সাড়ে চারটায় হঠাৎ আগুন লাগার সংকেতে মুহূর্তেই আতঙ্ক ছড়িয়ে পরে। হোটেলের সবাই যার যার মতো করে নিরাপদে সরে যাওয়ার চেষ্টা শুরু করেন। ঘটনাটিকে রীতিমতো ভয়াবহ আতঙ্কের বলে জানিয়েছেন চঞ্চল চৌধুরী। 

নর্থ আমেরিকার বঙ্গ সম্মেলনে যোগ দিতে বাংলাদেশ থেকে সংগীতশিল্পী অদিতি মহসীন ও অভিনয়শিল্পী চঞ্চল চৌধুরী যুক্তরাষ্ট্রের শিকাগোয় যান। স্থানীয় সময় ৪, ৫ ও ৬ জুলাই তিন দিনব্যাপী এই সম্মেলন অনুষ্ঠিত হয়। এ সম্মেলনে ভারত থেকে স্বস্তিকা মুখার্জি, পরমব্রত চট্টোপাধ্যায়, শ্রাবন্তী চট্টোপাধ্যায়, সোহিনী সরকার, সৌরসেনী মৈত্র, অম্বরীশ ভট্টাচার্য, অর্জুন চক্রবর্তী, অনির্বাণ ভট্টাচার্য, তনুশ্রী চক্রবর্তী, কৌশিক গঙ্গোপাধ্যায়, উজান গঙ্গোপাধ্যায়, সুদেষ্ণা রায়, অরিন্দম শীল, ব্যান্ড ফসিলস, সোমলতা, ইমন চক্রবর্তী ছিলেন। সবাই সেখানকার হায়াত রিজেন্সি হোটেলে উঠেছিলেন। তিন দিনের এই সম্মেলনে ভালোই সময় কাটছিল তাদের। কিন্তু গভীর রাতে হঠাৎ আগুন আতঙ্কে ভীত হয়ে পড়েন সবাই।                     

এটি ছিল বঙ্গ সম্মেলনের ৪৪তম আসর। তিন দিনের সম্মেলন এরই মধ্যে শেষ হয়েছে। চঞ্চল ঘটনার বর্ণনা দিয়ে বললেন, ‘ভোরবেলা হোটেলের প্রতিটি রুমের অ্যালার্ম বেজে গেল। কেউ হয়তো রুমে সিগারেট খেয়েছিল। ওইটা নিয়ে। কলকাতা ও ঢাকা থেকে একটা বিশাল টিম আসছি। সবাই শুধু পাসপোর্ট নিয়ে বের হতে পারলেই বেঁচে যায়। লাগেজ রেখে নিচে নেমে পড়ি। লিফট বন্ধ হয়ে গেল। পরে সিঁড়ি দিয়ে নামতে হয়। এই অ্যালার্ম ২০ মিনিটের মতো বাজতে থাকল। তারপর থামল। এর মধ্যে সবাই লবিতে জড়ো হলো। পরে অ্যালার্ম যখন থামল, তখন সবাই আবার সিঁড়ি বেয়ে যার যার রুমে যায়। পরে জানতে পেরেছি, এটা কারিগরি ত্রুটি ছিল, কোনো একটা কারণে বেজে ওঠে। সাধারণত হোটেলে ধূমপান করলে এভাবে বেজে ওঠে। পুরোপুরি টেকনিক্যাল সমস্যা। অত রাতে রিসিপশনেও কাউকে পেলাম না। যখন অ্যালার্ম বন্ধ হয়ে গেল, যার যার মতো করে যার যার রুমে চলে গেলাম আরকি।’

ভারতীয় সংবাদমাধ্যমকে অরিন্দম শীল জানান, গরম পোশাক গায়ে না জড়িয়েই পাঁচতলার হোটেল রুম থেকে নিচে নামেন তিনি। শ্রাবন্তী চট্টোপাধ্যায় থেকে সোহিনী সবাই প্রাণ বাঁচানোর দৌড় দেন।


শিকাগো   আগুন   বাংলাদেশ   ভারত   যুক্তরাষ্ট্র   চঞ্চল চৌধুরী   স্বস্তিকা মুখার্জি   পরমব্রত চট্টোপাধ্যায়   শ্রাবন্তী চট্টোপাধ্যায়   সোহিনী সরকার   সৌরসেনী মৈত্র   অম্বরীশ ভট্টাচার্য  


মন্তব্য করুন


কালার ইনসাইড

এক সপ্তাহে ৭০০ কোটির রেকর্ড 'কল্কি'র

প্রকাশ: ০১:০৯ পিএম, ০৬ জুলাই, ২০২৪


Thumbnail

প্রভাস এবং দীপিকা পাডুকোন অভিনীত 'কল্কি' ২৮৯৮ এডি মুক্তির পর থেকেই বক্স অফিসে ঝড় তুলেছে। প্রথম দুই সিজনের অসাধারণ সাফল্যের পর এই ছবি মুক্তির সাত দিনের মধ্যেই ৭০০ কোটি রুপি আয় করে ফেলেছে। চলচ্চিত্র সংশ্লিষ্টরা মনে করছেন, নাগ অশ্বিন পরিচালিত এই ছবি ভবিষ্যতে আরও অনেক রেকর্ড গড়বে। সিনেমাপ্রেমীরা এর দ্বিতীয় পর্বের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন।

ভারতের বাইরে, আন্তর্জাতিক বাজারেও 'কল্কি' সাফল্যের দাপট দেখাচ্ছে। বৈশ্বিক বক্স অফিসে 'কল্কি' এ বছর সর্বোচ্চ আয়কারী ছবি হিসেবে শীর্ষে অবস্থান করছে। এর পরেই রয়েছে 'হনুমান' এবং হৃতিক রোশন-দীপিকা পাডুকোন অভিনীত 'ফাইটার'।

হিন্দি বেল্টে এখনও কিছুটা পিছিয়ে থাকা 'কল্কি' এখন পর্যন্ত ১৬২.৮ কোটি রুপি আয় করেছে। এ বছরের সর্বাধিক আয়কারী হিন্দি ছবির তালিকায় এটি বর্তমানে চতুর্থ স্থানে রয়েছে। এর আগে রয়েছে 'ফাইটার', 'শয়তান', এবং 'ক্রু'। 'কল্কি' হিন্দি ছাড়াও তামিল, তেলেগু, মালয়ালাম এবং কন্নড় ভাষায় মুক্তি পেয়েছে।

নির্মাতাদের মতে, 'কল্কি'র চূড়ান্ত সাফল্যের মূল উপাদান হল ভিএফএক্স। প্রযুক্তিগত দিক থেকে এই ছবি হলিউডের ছবির সাথে পাল্লা দিতে পারে। অমিতাভ বচ্চনের 'অশ্বথামা' চরিত্রের শক্তিশালী অভিনয় দর্শকদের মুগ্ধ করেছে, আর প্রভাসও তাঁর সেরাটা দিয়েছেন। দীপিকা পাডুকোনের 'সুমতী' চরিত্রের মায়াবী উপস্থিতি দর্শকদের মন ছুঁয়ে গেছে। কমল হাসান 'সুপ্রিম ইয়াস্কিন' চরিত্রে খলনায়কের ভূমিকায় স্বল্প উপস্থিতিতেই প্রভাব ফেলেছেন।

কমল হাসান জানান, 'কল্কি'র দ্বিতীয় পর্বে তাঁর চরিত্রটি আরও বড় হবে। তিনি বলেন, "এই ছবিতে আমি ছোট একটি চরিত্রে অভিনয় করেছি, কিন্তু সিকুয়েলে আমার ভূমিকা অনেক বড় হবে।"

পরিচালক নাগ অশ্বিন জানান, 'কল্কি'র দ্বিতীয় পর্ব সম্পূর্ণ হতে তিন বছর সময় লাগবে। প্রযোজক অশ্বিন দত্ত জানান, দ্বিতীয় পর্বের ৬০ শতাংশ শুটিং সম্পন্ন হয়েছে, তবে গুরুত্বপূর্ণ দৃশ্যগুলোর শুটিং এখনও বাকি।

'কল্কি'তে ম্রুণাল ঠাকুর, বিজয় দেবারাকোন্ডা, দুলকর সালমান, এস এস রাজামৌলি, এবং রাম গোপাল ভার্মাকে ক্যামিও চরিত্রে দেখা গেছে। ফ্যানদের প্রশ্ন, তারা কি 'কল্কি টু'তে দুলকর সালমান ও বিজয় দেবারাকোন্ডাকে দেখতে পাবেন? নাগ অশ্বিন বলেন, "দুলকর সালমান ও বিজয় দেবারাকোন্ডার ভ্রমণ এই পর্যন্ত সীমিত ছিল। তবে দুলকর সালমানের চরিত্রের জন্য কোনও বিশেষ ধারণা এলে তাঁকে আবারও দেখা যেতে পারে।"


কল্কি ২৮৯৮ এডি   প্রভাস   দীপিকা   অমিতাভ বচ্চন   কমল হাসান   শাশ্বত চট্টোপাধ্যায়   বলিউড  


মন্তব্য করুন


কালার ইনসাইড

গাজার শিশুদের জন্য ২০ লাখ মার্কিন ডলার দিলেন নিকোলা কফলান

প্রকাশ: ১১:৪৪ এএম, ০৬ জুলাই, ২০২৪


Thumbnail

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে চলছে ইসরাইলি বাহিনীর নিষ্ঠুর হামলা। এ হামলায় এ পর্যন্ত ৩৮ হাজারের বেশি ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন, যার মধ্যে প্রায় ৭০ শতাংশই নারী ও শিশু। আহত হয়েছেন ৮৭ হাজারের বেশি মানুষ। এই সংঘাতে প্রায় ২০ হাজার শিশু এতিম হয়ে গেছে। গাজার এসব অসহায় শিশুদের সাহায্যের জন্য বিশ্বের অনেক তারকা এগিয়ে এসেছেন। এবার নেটফ্লিক্সের জনপ্রিয় সিরিজ ‘ব্রিজারটন’-এ পেনেলোপ ফেদারিংটন চরিত্রে অভিনয় করে বিশ্বজুড়ে পরিচিত পাওয়া আইরিশ অভিনেত্রী নিকোলা কফলানও তাদের সহায়তায় এগিয়ে এসেছেন।

নিকোলা কফলান সামাজিক মাধ্যমে প্রচারণার মাধ্যমে ফিলিস্তিনের শিশুদের জন্য ২০ লাখ মার্কিন ডলার সংগ্রহ করেছেন এবং তা অনুদান হিসেবে দিয়েছেন।

পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডনের প্রতিবেদনে বলা হয়েছে, নিকোলা কফলান এই ২০ লাখ মার্কিন ডলার প্যালেস্টাইন চিলড্রেনস রিলিফ ফান্ডে (পিসিআরএফ) দান করেছেন। এই উদ্যোগের জন্য সংস্থাটি তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে।

সংস্থাটি এক্স হ্যান্ডেলে (সাবেক টুইটার) এক বিবৃতিতে জানিয়েছে, 'ব্রিজারটন' তারকা নিকোলা কফলানকে অসাধারণভাবে ২০ লাখ মার্কিন ডলার সংগ্রহ এবং তা সরবরাহের জন্য ধন্যবাদ। ত্রাণ, পুনরুদ্ধারের প্রচেষ্টা এবং শান্তির সমর্থনে, বাস্তুচ্যুত শিশু ও দরিদ্র পরিবারগুলোর জন্য মানবিক সহায়তা এবং চিকিৎসা ত্রাণ প্রদানের জন্য তাকে ধন্যবাদ।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, এই আইরিশ অভিনেত্রীর প্রচেষ্টা শুধু তহবিল সংগ্রহেই সীমাবদ্ধ নয়, বরং ফিলিস্তিনের পরিস্থিতি সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করতেও সাহায্য করেছে। এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন,

‘আমি আমার স্বপ্নের কাজ করছি এবং বিশ্ব ভ্রমণে যাচ্ছি। তবে বর্তমানে গাজার দক্ষিণের ছোট শহর রাফাতে কী ঘটছে, সেই সম্পর্কেও যথেষ্ট সচেতন আমি।’

নিকোলা কফলানকে বিভিন্ন সময় ফটোশ্যুটে এবং ‘ব্রিজারটন’-এর প্রচারণার সময় যুদ্ধবিরতি ও শিল্পীদের নিরাপত্তার প্রতীক ব্যাজ পরা অবস্থায় দেখা গেছে। জানা গেছে, নিকোলা কফলানের বাবা মধ্যপ্রাচ্যে জাতিসংঘের শান্তিরক্ষা বাহিনীর সদস্য ছিলেন এবং তার পরিবার ৭০-এর দশকের শেষ দিকে জেরুজালেমে বসবাস করত। এই কারণেই অঞ্চলটির প্রতি তার গভীর টান রয়েছে।


ব্রিজারটন   গাজা   ফিলিস্তিন  


মন্তব্য করুন


বিজ্ঞাপন