কালার ইনসাইড

বাংলাদেশ বেতার ও টেলিভিশনে নামেমাত্র শিল্পী সম্মানী, ওঠেনা যাতায়াত খরচ

প্রকাশ: ০৩:৪৩ পিএম, ২৬ জুন, ২০২৪


Thumbnail

হুরমতি বড় ধরনের অপরাধ করেছেন। পয়সা গরম করে তাঁর কপালে ছ্যাঁকা দেওয়া হবে। টেলিভিশনের পর্দায় এই দৃশ্যে যেসব দর্শকের চোখ, তাঁরা ভয়ে শক্ত হয়ে বসে আছেন। বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) প্রচারিত শহীদুল্লা কায়সার রচিত ‘সংশপ্তক’ নাটকের এই দৃশ্যের কথা অনেকেরই স্মৃতিতে আছে। এই নাটক যখন বিটিভিতে প্রচারিত হতো, তখন রাস্তাঘাটে মানুষ কমে যেত। মানুষের চোখ থাকত বিটিভির পর্দায়।

আবার মাঠের কৃষক দুপুরের অবসরে রেডিওর চাবি ঘুরিয়ে বাংলাদেশ বেতারে শুনতেন ‘দুই পয়সার আলতা’ সিনেমার ‘এই দুনিয়া এখন তো আর সেই দুনিয়া নাই’-এর মতো জনপ্রিয় সব গান।

তবে বিটিভি ও বেতার-এই দুই রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের সেই ‘সুবর্ণ সময়’ এখন আর নেই। বিটিভি ও বেতারের প্রতি দর্শক-শ্রোতার আগ্রহ কমছে। আগ্রহ কমছে শিল্পীদেরও। তাঁরা বলছেন, এই দুই মাধ্যমে নেই মর্যাদাপূর্ণ শিল্পীসম্মানী।

বিটিভি ও বেতারে সবশেষ শিল্পীসম্মানী নির্ধারণ হয় ২০১৬ সালের শেষ দিকে। মাধ্যম দুটির তালিকাভুক্ত শিল্পীরা বলছেন, এই সময়কালে সবকিছুর দাম অনেক বেড়েছে। কিন্তু শিল্পীদের সম্মানী বাড়েনি। তার ওপর শিল্পীসম্মানী থেকে ১০ শতাংশ উৎসে কর কাটা হচ্ছে।

‘যাতায়াত খরচও হয় না’

বিটিভির নাট্যানুষ্ঠান (অভিনয়) বিভাগে শিল্পীর নানা শ্রেণি ভাগ আছে। ‘বিশেষ প্রধান’ চরিত্রের শিল্পীর জন্য নির্ধারিত সম্মানী সবচেয়ে বেশি, প্রতি মিনিট ১৮৯ টাকা। অন্যদিকে সবচেয়ে কম সম্মানী ‘গ’ শ্রেণির গৌণচরিত্রের শিল্পীর, প্রতি মিনিট মাত্র ২৪ টাকা। আর ‘গ’ শ্রেণির পার্শ্বচরিত্রের শিল্পীর সম্মানী প্রতি মিনিট ৪৭ টাকা। একটি নাটকে এই দুই শ্রেণির শিল্পী অভিনয় করতে পারেন ‘নামমাত্র’।

বিটিভির সংগীত বিভাগে (উচ্চাঙ্গসংগীত) একজন ‘খ’ শ্রেণির শিল্পীর সম্মানী প্রতি মিনিট ১৮৯ টাকা। ‘বিশেষ’ শ্রেণির শিল্পীর সম্মানী প্রতি মিনিট ৩৩০ টাকা।

বিটিভির জন্য একটি গান রচনা করে ‘বিশেষ’ শ্রেণির একজন গীতিকার পান ৭৮৮ টাকা। আর ‘খ’ শ্রেণির গীতিকার পান ৫৫১ টাকা। প্রতিটি গান প্রতিবার সম্প্রচারের জন্য ‘বিশেষ’ শ্রেণির একজন গীতিকার রয়্যালটি পান ৩১৫ টাকা। ‘খ’ শ্রেণির গীতিকার পান ১৫৮ টাকা।

বাংলাদেশ বেতারের ‘বিশেষ’ শ্রেণির শিল্পী একটি গানের জন্য ১ হাজার ৩৫০ টাকা, দুটি গানের জন্য ২ হাজার টাকা সম্মানী পান। ‘ক’ শ্রেণির শিল্পী গানপ্রতি পান ১ হাজার ১৫০ টাকা, ‘খ’ শ্রেণির ৯০০ টাকা, ‘গ’ শ্রেণির ৬৫০ টাকা।

বেতারের ‘ক’ শ্রেণির তালিকাভুক্ত শিল্পী ময়মনসিংহের আবুল কালাম আজাদ। তিনি প্রথম আলোকে বলেন, ‘ক’ শ্রেণির একজন শিল্পী তিন মাসে সাধারণত একবার গান গাওয়ার সুযোগ পান। ‘খ’ আর ‘গ’ শ্রেণির ক্ষেত্রে তা হয়তো বছরে একবার। শিল্পীসম্মানী হিসেবে যে টাকা পাওয়া যায়, তাতে যাতায়াতের খরচও হয় না, শিল্পচর্চার ব্যয় নির্বাহ তো দূরের কথা। আর জীবিকা নির্বাহের তো প্রশ্নই আসে না।

ডাক না পাওয়ার অভিযোগ

নাম প্রকাশ না করার শর্তে বেতারের কয়েকজন তালিকাভুক্ত শিল্পী অভিযোগ করে বলেন, ঘুরেফিরে পরিচালক-প্রযোজকদের পছন্দের শিল্পীরাই অনুষ্ঠানে ডাক পান। তালিকাভুক্ত হলেও অনেক শিল্পী কখনো পরিবেশনের সুযোগই পান না। তা শিল্পী নির্বাচনপ্রক্রিয়া নিয়েও প্রশ্ন আছে।

বাংলাদেশ বেতারের মহাপরিচালক রবীন্দ্রশ্রী বড়ুয়া সংবাদ মাধ্যমকে বলেন, এমন ঘটে থাকলে অভিযোগটি নির্দিষ্ট হতে হবে। বেতারের অনেকগুলো কেন্দ্র আছে। কখনোই আমন্ত্রণ পাননি-এমন শিল্পী যদি থাকে, তাহলে তিনি যে কেন্দ্রের, সেখানকার পরিচালককে বিষয়টি অবহিত করতে হবে।

আবার এমন নজিরও আছে, অভিমানে কোনো শিল্পী নিজের তালিকাভুক্তির পরিচয় দিতে চান না। যেমন বিটিভির তালিকাভুক্ত শিল্পী অজয় মিত্র। তিনি চলতি বছরের ফেব্রুয়ারিতে তাঁর ফেসবুকে একটি পোস্ট দেন। এতে তিনি লিখেছেন, ‘বিটিভির তালিকাভুক্ত সংগীত পরিচালক পরিচিতিটি ফেসবুক থেকে মুছে দিলাম, পরিচয়টি দিতেও লজ্জা বোধ হয়।’

জনপ্রিয়তা কমার কথা মানে কর্তৃপক্ষ

বিটিভি ও বেতারের জনপ্রিয়তা যে আগের মতো নেই, সে কথার সঙ্গে দ্বিমত করেনি প্রতিষ্ঠান দুটির ঊর্ধ্বতন কর্মকর্তারা। তবে তাঁদের দাবি, এর পেছনের কারণ বিশ্বজুড়ে প্রযুক্তির বিস্তার, মানুষের শোনা ও দেখার রুচির পরিবর্তন।

অন্যদিকে বিটিভির মহাপরিচালক মো. জাহাঙ্গীর আলম সংবাদ মাধ্যমকে বলেন, রাষ্ট্রীয় গণমাধ্যমে অনেক রকম কাজের সুযোগ যেমন আছে, তেমনি সীমাবদ্ধতাও রয়েছে। যেমন জনপ্রিয়তার চেয়ে জনগুরুত্বপূর্ণ বিষয়ে অনুষ্ঠান নির্মাণ বা তথ্য প্রকাশে বেশি মনোযোগ দিতে হয়। একসময় দেশে শুধু একটি চ্যানেল (বিটিভি) ছিল। এখন মানুষের সামনে অনেক রকম সুযোগ। তবে বিটিভি ভালো কাজ করার চেষ্টা করছে।

শিল্পীসম্মানী বাড়ানোর উদ্যোগ

শিল্পীসম্মানী বাড়ানোর জন্য একটি কমিটি গঠন করে প্রস্তাবনা তৈরি করা হয়েছে বলে জানান বাংলাদেশ বেতারের মহাপরিচালক রবীন্দ্রশ্রী বড়ুয়া। বেতারের একটি সূত্র জানায়, প্রস্তাবনাটি মন্ত্রণালয়ে পাঠানো হবে।

বিটিভির মহাপরিচালক মো. জাহাঙ্গীর আলম বলেন, শিল্পীসম্মানী ৫০ শতাংশ বাড়ানোর জন্য ২০২৩ সালে ঢাকা কেন্দ্রের পক্ষ থেকে কর্তৃপক্ষের কাছে আবেদন করা হয়। তবে এ বিষয়ে আরও কিছু কাজ বাকি আছে। শিল্পীদের সঙ্গে কথা বলে তাঁদের মতামত জানতে হবে। শিল্পীসম্মানী বাড়ানোর প্রস্তাবনা আগামী মাসে (জুলাই) মন্ত্রণালয়ে পাঠানোর পরিকল্পনা আছে।

(তথ্যসূত্র: প্রথমআলো, ২৬ জুন ২০২৪)


বাংলাদেশ টেলিভিশন   বাংলাদেশ বেতার   শিল্পী সমিতি  


মন্তব্য করুন


কালার ইনসাইড

আইএসআই এর ঘনিষ্ঠ প্রোমোটারের আয়োজনে অংশগ্রহণ নিয়ে সমালোচিত মাধুরী

প্রকাশ: ০৪:০০ পিএম, ২৯ জুন, ২০২৪


Thumbnail

জঙ্গি সম্পৃক্ততার অভিযোগে নিষিদ্ধ পাকিস্তানি ব্যবসায়ী রেহান সিদ্দিকির আমন্ত্রণে সাড়া দিয়ে বলিউড তারকা মাধুরী দীক্ষিত ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন। রেহান সিদ্দিকির আয়োজিত একটি অনুষ্ঠানে অতিথি শিল্পী হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে মাধুরীর।

রেহান সিদ্দিকির আইএসআইয়ের সাথে যোগসূত্র থাকার কারণে তিনি ভারতে নিষিদ্ধ। এই প্রেক্ষিতে, মাধুরীর তাঁর সাথে কাজ করার সিদ্ধান্ত বিতর্কের সৃষ্টি করেছে। মাশাবালা ইন্ডিয়ার একটি প্রতিবেদনে বলা হয়েছে, নিষিদ্ধ রেহান বর্তমানে হিউস্টনে বসবাস করছেন এবং সেখানেই একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেছেন। চলতি বছরের আগস্ট মাসে টেক্সাসের হিউস্টন শহরে এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে, যেখানে মাধুরীর উপস্থিত থাকার কথা।

রাজনৈতিক ভাষ্যকার এবং কলামনিস্ট সুনন্দা বশিষ্ঠ এই খবর শেয়ার করে তীব্র নিন্দা জানিয়েছেন। তিনি অনুষ্ঠানের পোস্টার শেয়ার করে লিখেছেন,

“দেখে হতবাক হচ্ছি যে পাকিস্তানি প্রোমোটার, যাকে ভারতীয় গোয়েন্দা সংস্থা খুঁজছে, এবং যাকে ভারতে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে, সেই ব্যক্তির আয়োজনে মাধুরী কেন অংশ নিচ্ছেন? অভিনেত্রী নিজে বা তাঁর পরিবারের কেউ কি এই বিষয়ে আলোকপাত করবেন? আশা করি তিনি ওই অনুষ্ঠানে যোগ দেবেন না।”

সুনন্দা বশিষ্ঠের সেই পোস্ট দ্রুতই ভাইরাল হয়েছে এবং নেটিজেনদের একাংশ মাধুরীর বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন। সকলেই এক বাক্যে মাধুরীকে রেহান সিদ্দিকির ওই অনুষ্ঠান বয়কট করার আহ্বান জানিয়েছেন। যদিও এ বিষয়ে মাধুরী এখনও পর্যন্ত কোনো প্রতিক্রিয়া জানাননি।


মাধুরী দীক্ষিত   বলিউড   আইএসআই   ব্যবসায়ী  


মন্তব্য করুন


কালার ইনসাইড

মুক্তি পেল স্পিন-অফ প্রিক্যুয়েল ‘এ কোয়াইট প্লেস: ডে ওয়ান’

প্রকাশ: ০১:৫৩ পিএম, ২৯ জুন, ২০২৪


Thumbnail

আলোচিত আমেরিকান পোস্ট-অ্যাপোক্যালিপ্টিক হরর মিডিয়া ফ্র্যাঞ্চাইজি ‘এ কোয়াইট প্লেস’। ২০১৮ সালে মুক্তি পায় এর প্রথম সিনেমা। পরে সিক্যুয়েল ‘এ কোয়াইট প্লেস পার্ট টু’ মুক্তি পায় ২০২০ সালে। দুটি সিনেমাই পরিচালনা করেন জন ক্রাসিনস্কি।

 চার বছর পর এবার মুক্তি পেয়েছে  স্পিন-অফ প্রিক্যুয়েল ‘এ কোয়াইট প্লেস: ডে ওয়ান’। মাইকেল সারনোস্কি পরিচালিত সিনেমাটি আন্তর্জাতিকভাবে মুক্তি পেয়েছে ২৮ জুন। একই দিনে বাংলাদেশের স্টার সিনেপ্লেক্সেও মুক্তি পেয়েছে এটি।

 ২০২০ সালের নভেম্বরে ঘোষণা করা হয়েছিল যে একটি স্পিন-অফ প্রিক্যুয়েল মুভি তৈরি হচ্ছে, যেখানে জেফ নিকোলস জন ক্রাসিনস্কির একটি গল্পের ওপর ভিত্তি করে লেখক ও পরিচালক হিসেবে কাজ করবেন। প্লাটিনাম ডিউনস এবং সানডে নাইট প্রোডাকশনের যৌথ প্রযোজনা এটি।  

২০২১ সালের মে মাসে, ক্র্যাসিনস্কি ঘোষণা করেন যে নিকোলসের স্ক্রিপ্ট সম্পূর্ণ এবং স্টুডিওতে জমা দেওয়া হয়েছে। অক্টোবর নাগাদ নিকোলস যৌক্তিক কারণ উল্লেখ করে পরিচালক পদ থেকে সরে দাঁড়ান। ২০২২ সালের জানুয়ারিতে মাইকেল সারনোস্কি পরিচালক এবং লেখক হিসেবে স্বাক্ষর করে সম্পৃক্ত হন। 


সিনেমা   চলচ্চিত্র   হলিউড   মুক্তি  


মন্তব্য করুন


কালার ইনসাইড

'কল্কি'তে কে কত টাকা পারিশ্রমিক নিলেন?

প্রকাশ: ১০:১২ এএম, ২৯ জুন, ২০২৪


Thumbnail

নাগ অশ্বিন পরিচালিত 'কল্কি ২৮৯৮ এডি' অবশেষে মুক্তি পেয়েছে, যা চলতি বছরের অন্যতম বড় বাজেটের সিনেমা হিসেবে বিবেচিত। এই সিনেমায় প্রভাস, দীপিকা পাড়ুকোন ও অমিতাভ বচ্চন বড় অঙ্কের পারিশ্রমিক নিয়ে অভিনয় করেছেন। প্রভাস, যিনি 'ভৈরব' চরিত্রে অভিনয় করেছেন, পেয়েছেন ৮০ কোটি টাকা পারিশ্রমিক। দীপিকা পাড়ুকোন অভিনয় করেছেন একটি অন্তঃসত্ত্বা মহিলার চরিত্রে, যার গর্ভে জন্ম নেবে বিষ্ণুর দশম অবতার কল্কি, যিনি কলিযুগের অবসান ঘটাবেন। এই চরিত্রে অভিনয়ের জন্য দীপিকা পেয়েছেন ২০ কোটি টাকা, এটি তার প্রথম তেলুগু সিনেমা।

অমিতাভ বচ্চন 'অশ্বত্থমা' চরিত্রে অভিনয় করেছেন এবং তার পারিশ্রমিকও ২০ কোটি টাকা। কমল হাসানও একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন এবং তার পারিশ্রমিকও ২০ কোটি টাকা। এই সিনেমার নির্মাণ ব্যয় ৬০০ কোটি টাকা, যা এটিকে দেশের সবচেয়ে ব্যয়বহুল সিনেমা করে তুলেছে। মুক্তির আগেই সমগ্র ভারতে মোট ১৯ লাখ টিকিট বিক্রি হয়েছে এবং অগ্রিম বুকিং থেকেই 'কল্কি ২৮৯৮ এডি' ৫০ কোটি টাকার ব্যবসা করেছে।


কল্কি ২৮৯৮ এডি   প্রভাস   দীপিকা   অমিতাভ বচ্চন   কমল হাসান  


মন্তব্য করুন


কালার ইনসাইড

১৪ দেশে মুক্তি পেলো 'তুফান'

প্রকাশ: ০৯:৪১ এএম, ২৯ জুন, ২০২৪


Thumbnail

প্রথম দিন থেকেই দেশজুড়ে আলোড়ন তুলেছে শাকিব খানের ঈদের ছবি 'তুফান'। ছবিটি বাংলা চলচ্চিত্রের মানকে নতুন উচ্চতায় নিয়ে যাবে বলে আগেই অনুমান করা হয়েছিল এবং ধীরে ধীরে তা সত্যি হচ্ছে। একের পর এক রেকর্ড গড়ে চলেছে এই সিনেমা। মুক্তির ১০ দিন পরও রায়হান রাফী পরিচালিত 'তুফান' এর প্রদর্শনী ক্রমাগত বাড়ছে।

পরিচালক রায়হান রাফীর তথ্য অনুযায়ী, প্রথম সপ্তাহে 'তুফান' ২০ কোটি টাকার ব্যবসা করেছে এবং ১০ দিনে প্রায় ২৫ কোটি টাকার টিকেট বিক্রি হয়েছে।

দেশের বাইরে 'তুফান' নিয়ে দর্শকদের আগ্রহ তুঙ্গে। দেশের সফলতার পর এবার আন্তর্জাতিকভাবে রেকর্ড গড়ার লক্ষ্যে রয়েছে ছবিটি। অস্ট্রেলিয়ায় মুক্তির ১০ দিন আগেই ২ হাজারেরও বেশি টিকিট বিক্রি হয়েছে। এছাড়াও আরও ১৩টি দেশের দর্শকেরা 'তুফান' দেখতে অপেক্ষা করছেন। বৃহস্পতিবার সামাজিক মাধ্যমে রায়হান রাফী জানান, ২৮ জুন থেকে চার মহাদেশের ১৪টি দেশে একযোগে মুক্তি পাচ্ছে 'তুফান', যার মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়া, বেলজিয়াম, সুইডেন, স্পেন, ফ্রান্স, পর্তুগাল, নেদারল্যান্ডস, ওমান, সংযুক্ত আরব আমিরাত, কাতার ও বাহরাইন। এসব দেশের ১০০টিরও বেশি থিয়েটারে প্রদর্শিত হবে ছবিটি।

'তুফান' সিনেমাটি একজন গ্যাংস্টারের গল্প নিয়ে নির্মিত, যা নব্বই দশকের পটভূমিতে তৈরি। সেই সময়ের এক নামকরা গ্যাংস্টারের কাহিনি নিয়ে এগিয়েছে 'তুফান' এর কাহিনি।

রায়হান রাফি পরিচালিত 'তুফান' সিনেমায় শাকিব খানকে দ্বৈত চরিত্রে দেখা গেছে। এছাড়া নায়কের বিপরীতে অভিনয় করেছেন ভারতের মিমি চক্রবর্তী এবং বাংলাদেশের নাবিলা। আরও অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, ফজলুর রহমান বাবু, গাজী রাকায়েত, সালাহউদ্দিন লাভলু, গাউসুল আলম শাওন প্রমুখ।

'তুফান' ছবিটি প্রযোজনা করেছে আলফা-আই স্টুডিওজ লিমিটেড; ডিজিটাল পার্টনার হিসেবে রয়েছে চরকি এবং ইন্টারন্যাশনাল ডিস্ট্রিবিউটর হিসেবে আছে এসভিএফ।


তুফান   শাকিব খান   রায়হান রাফি   মিমি   নাবিলা   চঞ্চল চৌধুরী   ফজলুর রহমান বাবু  


মন্তব্য করুন


কালার ইনসাইড

মুক্তির প্রথম দিনেই 'আরআরআর' এর রেকর্ড ভেঙে দিলো ‘কল্কি’

প্রকাশ: ০১:৪৩ পিএম, ২৮ জুন, ২০২৪


Thumbnail

মুক্তির আগেই ব্যাপক আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল দক্ষিণী সিনেমা ‘কল্কি’। এবার সেই আলোচনার যথার্থ প্রমাণ পাওয়া গেল। চলচ্চিত্র বিশেষজ্ঞদের পূর্বাভাস অনুযায়ী, এই সিনেমাটি ৪০০ কোটি টাকার ব্যবসা করবে বলে জানা গিয়েছিল।

প্রথম দিনের আয়ের হিসাবে সব রেকর্ড ভেঙে দিল প্রভাস ও দীপিকা অভিনীত এই দক্ষিণী সিনেমা। মেগা বাজেটের এই সিনেমায় অভিনয় করেছেন কমল হাসান, অমিতাভ বচ্চন এবং বাংলার শাশ্বত চট্টোপাধ্যায়ও। আগাম বুকিংয়ে ৫৫ কোটি টাকার ব্যবসা করে বক্স অফিসে ঝড় তোলার ইঙ্গিত দিয়েছিল ‘কল্কি’। আর মুক্তির প্রথম দিনেই শুধু সকাল পর্যন্ত ৩৩ কোটি টাকা আয় করে চমক দেখিয়েছে এই সিনেমা।

চলচ্চিত্র বিশেষজ্ঞদের মতে, প্রথম সপ্তাহে প্রভাস ও দীপিকার এই সিনেমার বিজয়রথ অব্যাহত থাকবে। একটি সূত্রে জানা গেছে, প্রথম সপ্তাহে বিশ্বের বক্স অফিসে ২০০ কোটি টাকা আয় করতে পারে ‘কল্কি’। এর মধ্যে শুধুমাত্র ভারত থেকেই ১২০-১৪০ কোটি টাকার ব্যবসা করবে বলে ধারণা করা হচ্ছে। এই বছরের শুরুর দিনের আয়ের হিসাবে কোনো সিনেমা এত দ্রুত এত আয় করেনি।

আগাম বুকিং অনুযায়ী দক্ষিণ ভারতের বিশেষ করে তেলুগু সিনেবাজারে সবচেয়ে বেশি ব্যবসা করেছে ‘কল্কি’। তবে দিল্লি ও মুম্বাইতে টিকিট বিক্রির গতি কিছুটা ধীর।

বিদেশেও দারুণ সাফল্য পেয়েছে ‘কল্কি’। উত্তর আমেরিকায় প্রিমিয়ার শোতে ‘আরআরআর’-এর ৩ মিলিয়ন ডলার আয়কে ছাপিয়ে গেছে ‘কাল্কি’র ৩.৮ মিলিয়ন ডলারের আয়।


কল্কি ২৮৯৮ এডি   প্রভাস   দীপিকা   অমিতাভ বচ্চন   কমল হাসান   শাশ্বত চট্টোপাধ্যায়   বলিউড  


মন্তব্য করুন


বিজ্ঞাপন