কোর্ট ইনসাইড

ব্যবসায়ী হত্যা মামলায় মাদারগঞ্জ উপজেলার নবনির্বাচিত চেয়ারম্যান কারাগারে

প্রকাশ: ০১:১৯ পিএম, ০২ জুলাই, ২০২৪


Thumbnail

জামালপুরের মাদারগঞ্জে সার ও কীটনাশক ব্যবসায়ী নওশের আলী হত্যা মামলায় উপজেলা পরিষদ চেয়ারম্যান রায়হান রহমতুল্ল্যাহ রিমুর জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণ করেছে আদালত।

 

সোমবার (১ জুলাই) বিকেলে চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাসুদ পারভেজের আদালত এই আদেশ দেন। উপজেলা পরিষদ চেয়ারম্যান হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণের আগের দিন তিনি কারাগারে গেলেন।  

 

বাদী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট ইউসুফ আলী জানান, ‘ব্যবসায়ী নওশের আলী হত্যা মামলার চার্জশীটভুক্ত আসামী মাদারগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান ও মাদারগঞ্জ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রায়হান রহমতুল্ল্যাহ রিমু উচ্চ আদালত থেকে ছয় সপ্তাহের জামিনে ছিলেন। জামিনের সময় শেষ হওয়ায় তিনি আজ নিম্ন আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। আদালত উভয় পক্ষের বক্তব্য শুনে জামিন নামঞ্জুর করে মাদারগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান রায়হান রহমতুল্ল্যাহ রিমুকে কারাগারে প্রেরণের নির্দেশ দিয়েছেন।’

 

চীফ জুডিশিয়াল ম্যজিস্ট্রেট আদালতের অতিরিক্তি পিপি অ্যাডভোকেট মো: আনোয়ার হোসেন বলেন, রায়হান রহমতুল্ল্যাহ রিমু মাদারগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থী হওয়ার পরে রাজনৈতিকভাবে অনেককে হয়রানি করেছেন। এই হত্যাকান্ডের ঘটনাটি ২০২০ সালের, দীর্ঘ তদন্ত প্রক্রিয়ার কারণে মামলাটি বিলম্ব হয়েছে। এই মামলার সাথে তার নির্বাচনী প্রক্রিয়ার কোন সম্পৃক্ততা নেই। এটা স্থানীয় এলাকার সম্পুর্ণ ভিন্ন একটি বিষয়, উপজেলা নির্বাচনে জয়ী হওয়ার পরে হত্যা মামলাটি ভিন্ন খাতে প্রবাহিত করার অপচেষ্টা করেন তিনি। এই বিষয়টি আমলে নিয়ে রায়হান রহমতুল্ল্যাহ রিমুর জামিন আবেদন নামঞ্জুর করেছে আদালত।

 

এই মামলায় আসামী পক্ষে আইনজীবী ছিলেন অ্যাডভোকেট আব্দুস ছালাম। তবে এ ব্যাপারে তার সাথে যোগাযোগ করে কোন বক্তব্য পাওয়া যায়নি।      

 

এদিকে, মাদারগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান রায়হান রহমতুল্ল্যাহ রিমুর জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে প্রেরণের সংবাদ মাদারগঞ্জে পৌছালে তার কর্মী-সমর্থকরা বিক্ষুদ্ধ হয়ে উঠে। উপজেলার বালিজুড়ি বাজার থেকে বাসস্ট্যান্ড এলাকা পর্যন্ত জামালপুর-মাদারগঞ্জ আঞ্চলিক সড়কে গাছের গুড়ি ফেলে অবরোধ করে রাখে কর্মী-সমর্থকরা। উপজেলার বিভিন্ন সড়কে কর্মী-সমর্থকরা রায়হান রহমতুল্ল্যাহ রিমুর মুক্তির দাবীতে বিক্ষোভ মিছিল করে। এই ঘটনায় সকল যানবাহন চলাচল ও দোকানপাট বন্ধ রয়েছে। এ সময় এলাকায় থমথমে অবস্থা বিরাজ করে।  

 

মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান বলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান রায়হান রহমতুল্ল্যাহ রিমুর জামিন নামঞ্জুর হওয়ায় তার কর্মী-সমর্থকরা সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করে। অবরোধ তুলে নিতে তাদের বোঝানো হচ্ছে, পুলিশ সতর্ক অবস্থায় রয়েছে।           

প্রসঙ্গত, মাদারগঞ্জ উপজেলার বালিজুড়ি বাজারের ঠাকুরবাড়ি মোড়ে গত ২০২০ সালের ২৫ এপ্রিল সন্ধ্যায় জমি নিয়ে পূর্ব শত্রুতার জেরে মাদারগঞ্জ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রায়হান রহমতুল্ল্যাহ রিমুর নেতৃত্বে রায়হান কিবরিয়া রিমন, আবুল হোসেন, রবিউল ইসলাম, বায়েজিদসহ তাদের সন্ত্রাসী বাহিনী সার ও কীটনাশক ব্যবসায়ী নওশের আলীর উপর অতর্কিত হামলা করে। হামলায় নওশের আলী গুরুতর আহত হন, পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এই ঘটনায় নিহত নওশের আলীর বড় ছেলে মো: আব্দুল্লাহ বাদী হয়ে মামলা দায়ের করেন। মামলায় চার্জশীটভুক্ত আসামী মাদারগঞ্জ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রায়হান রহমতুল্ল্যাহ রিমু উচ্চ আদালত থেকে জামিন নিয়ে ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের ৩য় ধাপের নির্বাচনে অংশ নিয়ে মাদারগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন। তিনি গত ২৬ জুন উপজেলা পরিষদ চেয়ারম্যান হিসেবে শপথ গ্রহণ করেন, আগামীকাল আনুষ্ঠানিকভাবে তার দায়িত্ব গ্রহণের কথা ছিল।


ব্যবসায়ী হত্যা   উপজেলা চেয়ারম্যান   কারাগারে  


মন্তব্য করুন


কোর্ট ইনসাইড

এবার কর কমিশনার এনামুলের ৯ তলা বাড়ি ও দুই ফ্ল্যাট জব্দের আদেশ

প্রকাশ: ০৫:৩৭ পিএম, ০৪ জুলাই, ২০২৪


Thumbnail

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সিলেটের কর কমিশনার মোহাম্মদ এনামুল হকের বসুন্ধরায় একটি ৯ তলা বাড়ি ও রাজধানীতে থাকা দুটি ফ্ল্যাট ও তিনটি বাণিজ্যিক স্পেস জব্দ করার আদেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (০৪ জুন) ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ মোহাম্মদ আসসামছ জগলুল হোসেনের আদালত শুনানি শেষে এ আদেশ দেন।

দুদক ও আদালত–সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, কর কমিশনার মোহাম্মদ এনামুল হকের বিরুদ্ধে ৯ কোটি ৭৬ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে গত বছরের ৩১ জুলাই মামলা করে দুদক। বৃহস্পতিবার মোহাম্মদ এনামুল হকের ঢাকার বসুন্ধরার জি-ব্লকে ৯ তলা বাড়ি, বনানী ও কাকরাইলে দুটি ফ্ল্যাট, মোহাম্মদপুরসহ ঢাকায় তিনটি বাণিজ্যিক স্পেস ও গুলশানে কার পার্কিংয়ের জায়গা জব্দ করার আবেদন করা হয়। শুনানি নিয়ে আদালত সেই আবেদন মঞ্জুর করেন।

এর বাইরে এনামুল হকের গাজীপুর ও বাড্ডার জমি জব্দের আদেশ দিয়েছেন আদালত।

এর আগে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সদস্য মো. মতিউর রহমান ও তাঁর স্ত্রী-সন্তানদের নামে থাকা ৮৬৬ শতক জমি ও ঢাকার চারটি ফ্ল্যাট জব্দের (ক্রোক) আদেশ দিয়েছেন আদালত। এ ছাড়া সম্প্রতি এনবিআরের প্রথম সচিব কাজী আবু মাহমুদ ফয়সাল ও তাঁর পরিবারের সদস্যদের সম্পদ জব্দের আদেশ দিয়েছেন আদালত।


এনবিআর   দুদক   আদালত   এনামুল  


মন্তব্য করুন


কোর্ট ইনসাইড

নোবেল জয়ী ইউনূসসহ ৪ জনের জামিনের মেয়াদ বাড়ল

প্রকাশ: ০২:১৫ পিএম, ০৪ জুলাই, ২০২৪


Thumbnail

শ্রম আইন লঙ্ঘনের মামলায় ছয় মাসের দণ্ডপ্রাপ্ত নোবেলজয়ী . মুহাম্মদ ইউনূসসহ চারজনের জামিনের মেয়াদ ১৪ আগস্ট পর্যন্ত বাড়িয়েছেন শ্রম আপিল ট্রাইব্যুনাল। নিয়ে পঞ্চমবারের মতো তাদের জামিনের মেয়াদ বাড়ল।

বৃহস্পতিবার (৪ জুলাই) শ্রম আপিল ট্রাইব্যুনালের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) সিনিয়র জেলা দায়রা জজ এম আউয়াল আদেশ দেন।

এসময় . মুহাম্মদ ইউনূসসহ অন্য তিন বিবাদী গ্রামীণ টেলিকমের এমডি মো. আশরাফুল হাসান, পরিচালক নুরজাহান বেগম মো. শাহজাহান উপস্থিত ছিলেন। এছাড়াও কয়েকজন বিদেশি পর্যবেক্ষক আদালতে উপস্থিত ছিলেন।

এর আগে, গত ২৩ মে . মুহাম্মদ ইউনূসসহ চারজনকে স্থায়ী জামিন না দিয়ে জুলাই পর্যন্ত তাদের জামিনের মেয়াদ বাড়ান শ্রম আপিল ট্রাইব্যুনালের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) সিনিয়র জেলা দায়রা জজ এম আউয়াল।

উল্লেখ্য, চলতি বছরের জানুয়ারি ঢাকার তৃতীয় শ্রম আদালত . ইউনূসসহ চারজনকে ছয় মাস করে কারাদণ্ড দেন। একই সঙ্গে প্রত্যেককে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। এই রায় ঘোষণার পর উচ্চ আদালতে আপিলের শর্তে . ইউনূসসহ চারজনকে অন্তর্বর্তীকালীন জামিন দেন আদালত।


ইউনূস   জামিন   মেয়াদ   বাড়ল  


মন্তব্য করুন


কোর্ট ইনসাইড

ছাগলকাণ্ড: মতিউরের চার ফ্ল্যাট ও ৮৬৬ শতাংশ জমি জব্দ

প্রকাশ: ০১:১৮ পিএম, ০৪ জুলাই, ২০২৪


Thumbnail

ছাগলকাণ্ডে আলোচিত জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) মতিউর রহমানের চারটি ফ্ল্যাট ৮৬৬ শতাংশ জমি জব্দের আদেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার ( জুলাই) ঢাকা মহানগর দায়রা জজ মোহাম্মদ আসসামছ জগলুল হোসেনের আদালত দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে আদেশ দেন। 

দুদকের আইনজীবী মীর আহমেদ আলী সালাম সংবাদ মাধ্যমকে  তথ্য জানিয়েছেন।

চারটি ফ্ল্যাটের মধ্যে মতিউরের স্ত্রী লায়লা কানিজের নামে বসুন্ধরায় তিনটি ফ্ল্যাট শাম্মী আখতার শিভলীর নামে জিগাতলায় একটি ফ্ল্যাট রয়েছে।

জব্দ হওয়া সম্পত্তির মধ্যে মতিউরের নামে ১১৪ শতাংশ জমি, তার স্ত্রী লায়লা কানিজের নামে ৫২২ শতাংশ জমি, ছেলে আহমেদ তৌফিকুর রহমান অর্ণবের নামে ২৭৫ শতাংশ জমি রয়েছে। ছাড়া মেয়ে ফারজানা রহমান ইস্পিতার নামে বসুন্ধরায় পাঁচ কাঠা প্লট এবং শাম্মী আখতার শিভলীর নামেও পাঁচ কাঠা প্লট রয়েছে।



মন্তব্য করুন


কোর্ট ইনসাইড

মুক্তিযোদ্ধা কোটা পুনর্বহালের রায় আপাতত বহাল

প্রকাশ: ১০:৪৭ এএম, ০৪ জুলাই, ২০২৪


Thumbnail

সরকারি চাকরির প্রথম ও দ্বিতীয় শ্রেণিতে মুক্তিযোদ্ধা কোটা পদ্ধতি বাতিলের সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করে হাইকোর্টের রায় আপাতত বহাল রেখেছেন আপিল বিভাগ।  বিষয়ে আজ বৃহস্পতিবার ( জুলাই) আপিল বিভাগে শুনানি হওয়ার কথা থাকলেও তা হয়নি। 

বৃহস্পতিবার প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে ছয় বিচারপতির আপিল বেঞ্চ এ আদেশ দেন। শুনানিতে আপিল বিভাগ রাষ্ট্রপক্ষের উদ্দেশে বলেন, আপাতত হাইকোর্টের রায় যেভাবে আছে, সেভাবে থাকুক। রায় প্রকাশ হলে আপনারা নিয়মিত আপিল দায়ের করেন। আমরা শুনব।

এসময় পূর্ণাঙ্গ রায় পাওয়ার পর কোটা নিয়ে নিয়মিত আপিল করার নির্দেশ দেন সর্বোচ্চ আদালত। একইসাথে রাজপথে আন্দোলন করে সুপ্রিমকোর্টের রায় পরিবর্তন করা যায় কি না সেটিও জানতে চান প্রধান বিচারপতি ওবায়দুল হাসান।

এর আগে, গত জুন প্রথম দ্বিতীয় শ্রেণির সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধা কোটা পদ্ধতি বাতিলের সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করে হাইকোর্টের রায় স্থগিত না করে আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে শুনানির জন্য পাঠিয়ে দেন চেম্বার আদালত। ওইদিন আদালতে রিটের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী মোতাহার হোসেন সাজু। রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল এম আমিন উদ্দিন।

এরপরই দেশের সব বিশ্ববিদ্যালয়ে শুরু হয় পুনরায় কোটা বিরোধী আন্দোলন। শিক্ষার্থীদের আন্দোলন চলমান রয়েছে।

এর আগে, গত জুন প্রথম দ্বিতীয় শ্রেণির সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধা কোটা পদ্ধতি বাতিলের সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করেন হাইকোর্ট। আর ২০১৮ সালের অক্টোবর সরকারি চাকরিতে প্রথম দ্বিতীয় শ্রেণির পদে সরাসরি নিয়োগে বিদ্যমান কোটা পদ্ধতি তুলে দিয়ে মন্ত্রিসভার সিদ্ধান্ত বাস্তবায়নে পরিপত্র জারি করা হয়েছিল।



মন্তব্য করুন


কোর্ট ইনসাইড

মুক্তিযোদ্ধা কোটা স্থগিতে রাষ্ট্রপক্ষের আবেদনের শুনানি আজ

প্রকাশ: ১০:১৯ এএম, ০৪ জুলাই, ২০২৪


Thumbnail

সরকারি চাকরিতে প্রথম দ্বিতীয় শ্রেণিতে মুক্তিযোদ্ধা কোটা বাতিল করে জারি করা পরিপত্র অবৈধ ঘোষণা করে হাইকোর্টের রায় স্থগিত চেয়ে আবেদনের ওপর আজ (বৃহস্পতিবার) শুনানি হতে পারে। হাইকোর্টের রায় স্থগিতে রাষ্ট্রপক্ষের আবেদনটি প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন আপিল বিভাগের কার্যতালিকায় নম্বর ক্রমিকে রয়েছে।

এর আগে আপিল বিভাগের চেম্বার আদালত গত জুন আবেদনটি শুনানির জন্য নিয়মিত বেঞ্চে পাঠান।

মুক্তিযোদ্ধার সন্তানদের এক রিটে জারি করা রুলের চূড়ান্ত শুনানি শেষে গত জুন কোটা পুনর্বহাল করে বিচারপতি কে এম কামরুল কাদের বিচারপতি খিজির হায়াতের হাইকোর্ট বেঞ্চ রায় দেন। আদালতে রিটের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী মো. মুনসুরুল হক চৌধুরী। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল শেখ সাইফুজ্জামান জামান।

নবম গ্রেড (পূর্বতন প্রথম শ্রেণি) ১০ম থেকে ১৩তম গ্রেডের (পূর্বতন দ্বিতীয় শ্রেণি) পদে সরাসরি নিয়োগের ক্ষেত্রে বিদ্যমান কোটা পদ্ধতি বাতিল করে ২০১৮ সালে সরকার পরিপত্র জারি করে। ২০১৮ সালের অক্টোবর জারি করা এমন পরিপত্র চ্যালেঞ্জ করে ২০২১ সালে রিট দায়ের করেন অহিদুল ইসলামসহ সাত শিক্ষার্থী। একই বছরের ডিসেম্বর হাইকোর্ট রুল জারি করেন। ওই রুলের চূড়ান্ত শুনানি শেষে চলতি বছরের জুন রায় দেন হাইকোর্ট।

রায়ের পর জ্যেষ্ঠ আইনজীবী মোমুনসুরুল হক চৌধুরী জানান, পুরো কোটা বাতিল না করে কেবল নবম থেকে ১৩তম গ্রেডের কোটা বাতিল করেছিল। এটা অবৈধ বাতিল ঘোষণা করেছেন হাইকোর্ট। এখন থেকে এসব গ্রেডে মুক্তিযোদ্ধা কোটায় তাদের সন্তানদের নিয়োগে আর কোনো বাধা নেই।


মুক্তিযোদ্ধা   কোটা   স্থগিত   রাষ্ট্র   পক্ষ   আবেদন   শুনানি   আজ  


মন্তব্য করুন


বিজ্ঞাপন