ইনসাইড বাংলাদেশ

পদ্মা সেতু: শেখ হাসিনার সবচেয়ে সাহসী সিদ্ধান্ত

প্রকাশ: ০৫:০০ পিএম, ০৪ জুলাই, ২০২৪


Thumbnail

আনুষ্ঠানিকভাবে পদ্মা সেতু প্রকল্পের সমাপ্তি হয়েছে সদ্য বিদায়ী অর্থবছরে। ৩০ জুন পদ্মা সেতু প্রকল্পের মেয়াদ শেষ হয়েছে। আগামীকাল পদ্মা সেতু প্রকল্পের আনুষ্ঠানিকভাবে সমাপনী অনুষ্ঠান করবে সরকার। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবে।

পদ্মা সেতু কেবল একটি সেতু নয়, একটি অহংকার একটি গৌরবের প্রতীক। পদ্মা সেতু প্রমাণ করেছে বাংলাদেশ পারে। বাংলাদেশ মাথা নত করে না। পদ্মা সেতু বাংলাদেশের বিরুদ্ধে অন্যায়-অবিচারের জবাব। পদ্মা সেতু বাংলাদেশের বিরুদ্ধে দুর্নীতির মিথ্যা-ভিত্তিহীন অভিযোগের জবাব। পদ্মা সেতু বাংলাদেশের আত্মমর্যাদা এবং অহংকারের প্রতীক। আর এটি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সবচেয়ে সাহসী সিদ্ধান্তগুলোর মধ্যে একটি।

আরও পড়ুন: পদ্মা সেতুর সমাপনী অনুষ্ঠান শুক্রবার

পদ্মা সেতু প্রকল্প গ্রহণ করা হয়েছিল আসলে বিশ্বব্যাংক, এডিবি এবং জাইকার অর্থায়নের পরিকল্পনা থেকেই। এই বিপুল পরিমাণ অর্থ বাংলাদেশ তাদের নিজ তহবিল থেকে দিতে পারবে এমন কথা কেউ স্বপ্নেও ভাবেনি। কিন্তু যখন বিশ্বব্যাংক, এডিবি এবং জাইকা তথাকথিত দুর্নীতির অভিযোগে পদ্মা সেতুতে অর্থায়ন বন্ধের সিদ্ধান্ত নেয় তখন এটি ছিলো সরকারের জন্য বিশেষ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য বহুমুখী চাপের। 

প্রথমত, এর ফলে সরকারের বিরুদ্ধে একটি দুর্নীতির সীল লাগানো হতো আন্তর্জাতিক পর্যায় থেকে। এবং এটি সরকারকে দেশে বিদেশে একটি বিব্রতকর পরিস্থিতির মধ্যে ফেলত। দ্বিতীয়ত, এই সেতু আর হতো না। ফলে আওয়ামী লীগ বিশেষ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশেষ করে দক্ষিণাঞ্চলের মানুষের কাছে যে অঙ্গীকার করেছিলেন সে অঙ্গীকার অপূর্ণ থেকে যেত। তৃতীয়ত, এর মধ্য দিয়ে বিরোধী রাজনৈতিক দলগুলো সরকারের বিরুদ্ধে অপপ্রচার এবং সমালোচনার সুযোগ পেত। চতুর্থত, এর মাধ্যমে বাংলাদেশকে আবার নতজানু কূটনীতির দিকে মনোনিবেশ করতে হতো। দাতারা যে কথা বলবে সেই কথা মতো সবকিছু করতে হতে। পঞ্চমত, বঙ্গবন্ধু পরিবারের সুনামহানি করার মতো একটি গভীর ষড়যন্ত্রের বাস্তবায়ন হতো।

কিন্তু আওয়ামী লীগ সভাপতি সেই সব ষড়যন্ত্র রুখে দিয়েছিলেন। দীর্ঘ রাজনৈতিক জীবনে শেখ হাসিনা অনেক সাহসী সিদ্ধান্ত নিয়েছেন। অনেক প্রতিকূল পরিস্থিতি মোকাবেলা করেছেন। তবে আমাদের বিবেচনায় নিজ অর্থায়নে পদ্মা সেতু করার সিদ্ধান্তটি তাঁর রাজনৈতিক জীবনের সবচেয়ে সাহসী সিদ্ধান্ত। এই সিদ্ধান্ত বাংলাদেশের রাজনীতির হিসেবে নিকেশ পাল্টে দিয়েছে। 

আজকে শেখ হাসিনা অত্যন্ত দৃঢ়। তিনি যে বিদেশি চাপের কাছে নতি স্বীকার করেন না। আন্তর্জাতিক বিভিন্ন অস্বস্তিকে তিনি নিমেষেই প্রত্যাখ্যান করেন। সব চাপ সহ্য করার যে এক বীরোচিত দক্ষতা তিনি অর্জন করেছেন তার অন্যতম কারণ পদ্মা সেতু। 

পদ্মা সেতু নিজ অর্থায়নে করার কারণেই শেখ হাসিনা শুধু বাংলাদেশে নয়, বিশ্বে একটি ভিন্ন পরিচয়ে পরিণত হয়েছেন। শেখ হাসিনার ব্যক্তিত্ব তাঁর রাজনৈতিক প্রজ্ঞা, তাঁর সাহস এবং দীপ্ততা সারাবিশ্বে আরেকবার প্রমাণিত হয়েছে। পদ্মা সেতুর মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পুরো বিশ্বকে একটি বার্তা সুস্পষ্টভাবে দিয়েছেন। তাহলো বাংলাদেশকে অন্যায়ভাবে কেউ যদি কালিমা লিপ্ত করতে চায় তাহলে বাংলাদেশ তার জবাব দেয়। পদ্মা সেতু অনেক প্রশ্নের উত্তর। আর একারণেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর রাজনৈতিক জীবনে যতগুলো সিদ্ধান্ত নিয়েছে তার মধ্যে এই সিদ্ধান্তটি অন্যতম গুরুত্বপূর্ণ। কারণ পদ্মা সেতু কেবল একটি সেতু নয়, বাংলাদেশের রাজনীতির হিসেব নিকেশ পাল্টে দিয়েছে এই সেতু। পদ্মা সেতু আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশকে দিয়েছে ভিন্ন মর্যাদা।


পদ্মা সেতু   প্রধানমন্ত্রী   শেখ হাসিনা   আনুষ্ঠানিক সমাপ্তি  


মন্তব্য করুন


ইনসাইড বাংলাদেশ

কোটা বাতিলের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

প্রকাশ: ০৬:৪৭ পিএম, ০৭ জুলাই, ২০২৪


Thumbnail

সারা দেশব্যাপী চলছে সরকারি চাকরিতে কোটা পদ্ধতি বাতিল ও মেধাভিত্তিক নিয়োগের পরিপত্র বহালের দাবিতে আন্দোলন। এবার সেই কোটাবিরোধী আন্দোলনেরই অংশ হিসেবে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কোটবাড়ি এলাকা অবরোধ করেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষার্থীরা।

রোববার বিকেল ৩টা থেকে পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী  'বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন' ব্যানারে শিক্ষার্থীরা মহাসড়ক অবরোধ করে। এতে, মহাসড়কে আলেখার চর থেকে পদুয়ার বাজার পর্যন্ত প্রায় ৬ কিলোমিটার যানজট দেখা দিয়েছে।

বিক্ষোভ সমাবেশে শিক্ষার্থীরা কোটা পদ্ধতি পুরোপুরি বাতিল না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা মহাসড়কে অবরোধস্থলে উপস্থিত থেকে পরিস্থিতি স্বাভাবিক রাখার চেষ্টা করে।

এর আগে, দুপুরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান কর্মসূচি পালন করে শিক্ষার্থীরা। সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল নিয়ে মহাসড়কে এসে অবস্থান নেয় তারা। কুমিল্লার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে শিক্ষার্থীরা ব্যানার নিয়ে এসে অবরোধে যোগ দেয়।

এ বিষয়ে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর কাজী ওমর সিদ্দিকী জানান, 'বিকেল ৩টা থেকে ছাত্র-ছাত্রীদের অবরোধ চলছে। বিশ্ববিদ্যালয়ের প্রশাসন তাদের সঙ্গে কথা বলছে।'

কুমিল্লা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুফতি আলমগীর হোসেন বলেন, 'শিক্ষার্থীদের অবরোধের কারণে আলেখার চর থেকে পদুয়ার বাজার পর্যন্ত ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দুই পাশে রাস্তা বন্ধ হয়ে আছে। ওই ৫-৬ কিলোমিটারে কোনো যানবাহন চলছে না।'


কোটাবিরোধী আন্দোলন   ছাত্র আন্দোলন   ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক   অবরোধ  


মন্তব্য করুন


ইনসাইড বাংলাদেশ

বগুড়ায় রথযাত্রায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৫ জনের মৃত্যু, আহত অন্তত অর্ধশত

প্রকাশ: ০৬:৩৯ পিএম, ০৭ জুলাই, ২০২৪


Thumbnail

বগুড়ায় রথযাত্রায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পাঁচ জনের মৃত্যু হয়েছে। ঘটনায় আহত হয়েছে অর্ধশত। এরমধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। 

রোববার ( জুলাই) বিকাল সোয়া ৫টার দিকে শহরের সেউজগাড়ী আমতলী মোড় এলাকায় ঘটনা ঘটে।  এ ঘটনায় নিহতরা হলেন- অলোক, আতশী, নরেশ, রনজিতা এবং মোহাম্মদ আলী হাসপাতালে আরও এক অজ্ঞাত নারীর মৃত্যু হয়েছে। 

ঘটনায় গুরুতর আহতরা বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। 

ঘটনার খবরে জেলা পুলিশ সুপার (অতিরিক্ত ডিআইজি পদোন্নতিপ্রাপ্ত) সুদীপ কুমার চক্রবর্ত্তীসদর উপজেলা শুভাশিস পোদ্দার লিটন হাসপাতালে এসেছেন।


রথযাত্রা   বিদ্যুৎস্পৃষ্ট   মৃত্যু  


মন্তব্য করুন


ইনসাইড বাংলাদেশ

কোটা বাতিলের দাবিতে ইডেন কলেজ ছাত্রীদের নীলক্ষেত মোড় অবরোধ

প্রকাশ: ০৬:০৯ পিএম, ০৭ জুলাই, ২০২৪


Thumbnail

কোটা বহাল রাখার প্রতিবাদে রাজধানীর নীলক্ষেত মোড় অবরোধ করে রেখেছেন ইডেন মহিলা কলেজের ছাত্রীরা। রোববার (৭ জুলাই) দুপুরে কলেজ ক্যাম্পাস থেকে একটি মিছিল নিয়ে অবস্থান নীলক্ষেতে মোড়ে এসে অবস্থান শিক্ষার্থীরা।

এদিকে অবরোধের ফলে আজিমপুর থেকে মিরপুর সড়কের সব গাড়ি চলাচল বন্ধ হয়ে গেছে।

এসময় আন্দোলনকারীদের ‘কোটা প্রথা বাতিল চাই’; ‘আঠারোর পরিপত্র পুনর্বহাল করতে হবে’; ‘রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায়’; ‘৫২ এর হাতিয়ার গর্জে উঠো আরেকবার’; ‘ছাত্র সমাজের একশন ডাইরেক্ট একশন’; ‘বঙ্গবন্ধুর বাংলায় বৈষম্যের ঠাই নাই’; ‘মেধা যার, চাকরি তার’; ‘সারা বাংলায় খবর দে কোটাপ্রথা কবর দে’; ‘মুক্তিযুদ্ধের বাংলায় বৈষম্যের ঠাঁই নাই’; ‘জেগেছে রে জেগেছে ছাত্রসমাজ জেগেছে’; ‘সংবিধানের মূলকথা সুযোগের সমতা’; ‘লেগেছে রে লেগেছে রক্তে আগুন লেগেছে’; ‘৭১ এর হাতিয়ার গর্জে উঠো আরেকবার’; ‘কোটা না মেধা, মেধা মেধা’; ‘আপস না সংগ্রাম, সংগ্রাম সংগ্রাম’ ইত্যাদি সংবলিত স্লোগান দিতে দেখা যায়।

শিক্ষার্থীদের ৪ দফা দাবিসমূহ:

১)  ২০১৮ সালে ঘোষিত সরকারি চাকরিতে কোটা পদ্ধতি বাতিল মেধা ভিত্তিক নিয়োগের পরিপত্র বহাল রাখা।

২) পরিপত্র বহাল সাপেক্ষে কমিশন গঠনপূর্বক দ্রুত সময়ের মধ্যে সরকারি চাকরির সমস্ত গ্রেডে অযৌক্তিক বৈষম্যমূলক কোটা বাদ দেওয়া (সুবিধা বঞ্চিত প্রতিবন্ধী ব্যতীত)

৩) সরকারি চাকরির নিয়োগ পরীক্ষায় কোটা সুবিধা একাধিকবার ব্যবহার করা যাবে না এবং কোটায় যোগ্য প্রার্থী না পাওয়া গেলে শূন্যপদগুলোতে মেধা অনুযায়ী নিয়োগ দেওয়া।

৪) দুর্নীতিমুক্ত, নিরপেক্ষ মেধাভিত্তিক আমলাতন্ত্র নিশ্চিত করতে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা।


প্রসঙ্গত, প্রথম দ্বিতীয় শ্রেণির সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধা কোটাসহ কোটা পদ্ধতি বাতিলের সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করেছেন হাইকোর্ট। বিষয়ে জারি করা রুল যথাযথ ঘোষণা করে বুধবার ( জুন) বিচারপতি কে এম কামরুল কাদের বিচারপতি খিজির হায়াতের হাইকোর্ট বেঞ্চ রায় ঘোষণা করেন।


নীলক্ষেত মোড়   অবরোধ   ইডেন কলেজ   শিক্ষার্থী   কোটা আন্দোলন  


মন্তব্য করুন


ইনসাইড বাংলাদেশ

এইচএসসির প্রশ্নপত্র দেখে উত্তর সরবরাহ, আটক ২ শিক্ষক

প্রকাশ: ০৫:৫৩ পিএম, ০৭ জুলাই, ২০২৪


Thumbnail

দিনাজপুরের ঘোড়াঘাটে চলমান এইচএসসি সমমানের পরীক্ষার প্রশ্নপত্র দেখে উত্তর সংগ্রহ এবং সরবরাহ করার সময় দুজন মাদরাসা শিক্ষককে আটক করেছে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রফিকুল ইসলাম।

আজ রোববার ( জুলাই) সকাল সাড়ে ১১টার সময় উপজেলার নম্বর সিংড়া ইউনিয়নের কশিগাড়ী জামে মসজিদ থেকে তাদেরকে আটক করা হয়। সময় ৯টি মোটরসাইকেল ৪টি মোবাইল ফোন জব্দ করে পুলিশ।

আটক দুই শিক্ষক হলেন, কৃষ্ণরামপুর ফাজিল মাদরাসার সহকারী অধ্যক্ষ সুলতান হোসেন (৫২) এবং দেওগাঁ ফাজিল মাদরাসার সহকারী শিক্ষক রেজাউল করিম (৪০) 

অভিযান সূত্রে জানা যায়, আজ ইংরেজি দ্বিতীয় পত্রের পরীক্ষার প্রশ্ন হোয়াটসঅ্যাপের মাধ্যমে আটক শিক্ষকদের কাছে এসেছিল। এরপর সেই প্রশ্নের সমাধান খুঁজে বের করে তারা আবারও হোয়াটসঅ্যাপের মাধ্যমে তা পাঠিয়ে দিতেন।

ওই দুই শিক্ষককে যে মসজিদ থেকে আটক করা হয়েছে, তার পাশেই রামেশ্বরপুর ফাজিল মাদরাসা কেন্দ্রে পরীক্ষা চলছিল। আটক শিক্ষকরা ওই কেন্দ্রে পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীদের মাঝে হোয়াটসঅ্যাপ ব্যবহার করে উত্তরপত্র সরবরাহ করতেন। 

এবিষয়ে ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রফিকুল ইসলাম বলেন, ‘আটক দুই শিক্ষকসহ পলাতক কয়েকজন পরীক্ষা শুরু হবার পর মুঠোফোনে কোনোভাবে পরীক্ষার প্রশ্নপত্রের ছবি পেয়েছিলেন। সেই ছবি দেখে তারা উত্তরপত্র তৈরি করছিলেন। এমন সময় গোপন সংবাদের বিভিন্ন খবর পেয়ে তাদেরকে আটক করা হয়।


এইচএসসি পরীক্ষা   প্রশ্নপত্র   উত্তর ফাঁস  


মন্তব্য করুন


ইনসাইড বাংলাদেশ

পরীক্ষার হলে এইচএসসি পরীক্ষার্থীর আত্মহত্যার চেষ্টা!

প্রকাশ: ০৪:৫৫ পিএম, ০৭ জুলাই, ২০২৪


Thumbnail

বরিশালে এইচএসসি পরীক্ষার হলেই আত্মহত্যার চেষ্টা করেছে এক পরীক্ষার্থী।

রোববার (৭ জুলাই) বরিশালের অমৃত লাল দে কলেজে পরীক্ষ কেন্দ্রে এ ঘটনা ঘটে। ও পরীক্ষার্থীর নাম সুমা আক্তার (১৭)। তিনি সরকারি বরিশাল কলেজের বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী।

জানা যায়, পরীক্ষা দেয়ার সময়ই সুমা আক্তার হঠাৎ অসুস্থ হয়ে পড়ে এবং বমি করতে শুরু করে। কলেজ কর্তৃপক্ষ সকাল তাকে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

এ ব্যাপারে শেবাচিম মেডিসিন বিভাগের দায়িত্বরত চিকিৎসক ডা. অতনু বলেন, ‌‘ওই শিক্ষার্থী কীটনাশক জাতীয় বিষপান করে। তাকে হাসপাতালে ভর্তি করার পর চিকিৎসা করা হয়েছে। তাকে পর্যবেক্ষণে রাখা হয়েছে।’ তবে কেন সে কীটনাশক পান করেছে তার কারণ জানাতে পারেননি স্বজনরা।’


এইচএসসি পরীক্ষা   ফরম পূরণ  


মন্তব্য করুন


বিজ্ঞাপন