শরিফুল ইসলামের
ইনজুরিতে পরায় ওয়ান ডে দলে ডাক পেয়েছেন পেসার এবাদত হোসেন। টেস্ট দলে নিয়মিত হলেও সীমিত
ওভারের ক্রিকেটে এখনও অভিষেক তার। জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ওয়ানডেতে ৫ উইকেটে হেরেছে
বাংলাদেশ। এর ফলে সিরিজে ১-০ ব্যবধানে পিছিয়ে গেছে টাইগাররা।
শেষ দুই ম্যাচ
জিতে টাইগাররা সিরিজ জিতবে বলে আশাবাদী এবাদত। দলে ডাক পাওয়ার পর শনিবার মিরপুরে গণমাধ্যমের
সঙ্গে আলাপকালে তিনি বলেন, 'আলহামদুলিল্লাহ, প্রথমেই আল্লাহর কাছে শোকরিয়া জানাই। ওয়ানডেতে
মাঝে ডাক পাওয়াটা একটু সারপ্রাইজিং। খুশি অনেক। যদি ওইখানে সুযোগ পাই সেটা কাজে লাগানোর
চেষ্টা করবো।'
গত কয়েক বছর
ধরেই ওয়ানডে তে দারুণ ক্রিকেট খেলছে বাংলাদেশ। ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ
জিতেছে টাইগাররা। এরপর সাউথ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজের মাটিতেও সিরিজ জিতে আসে তারা।
জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ওয়ানডেতে হারায় বাংলাদেশ খারাপ দল হয়ে যায়নি বলে মনে করেন
তিনি।
এবাদত বলেন,
'অবশ্যই না। ওয়ানডে দল হিসেবে আমরা খুবই ভালো খেলি। দু-একটা ম্যাচ যদি খারাপ হয় আপনার
কাছে কি মনে হয় আমরা দল হিসেবে খারাপ? আমরা আলহামদুলিল্লাহ দল হিসেবে যথেষ্ট ভালো।
পরবর্তী দুটি ম্যাচ আছে, দুটি ম্যাচ জিততে পারলে সিরিজ আমাদের।'
মন্তব্য করুন
ক্যারিয়ারের দারুণ এক সময় কাটাচ্ছেন
পাকিস্তান ক্রিকেট দলের অধিনায়ক বাবর আজম। গেল টি-টোয়েন্টি বিশ্বকাপে সেমিফাইনাল খেলা,
আসরের শুরুতে প্রথম ম্যাচেই ভারতের বিপক্ষে অধরা বিশ্বকাপ ম্যাচ জয়ের স্বাদ পাইয়ে দিয়েছিলেন
তিনি। ব্যক্তিগত পারফর্ম্যান্সেও সমানভাবে আলো কাড়ছেন প্রতিনিয়ত, আছেন আইসিসি র্যাঙ্কিংয়ের
শীর্ষে।
এসবের মধ্যেই আরও এক ইতিহাস
গড়তে চলেছেন তিনি। সর্বকনিষ্ঠ ক্রিকেটার হিসেবে বাবর ভূষিত হত্যে যাচ্ছেন পাকিস্তানের
তৃতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মানে।
স্বাধীনতার ৭৫তম বার্ষিকী পালন
করছে পাকিস্তান। সেই উপলক্ষে ফেডারেল সরকার পাকিস্তান দলের অধিনায়ককে ‘সিতারা-ই-ইমতিয়াজ’
সম্মানে ভূষিত করেছে। মাত্র ২৭ বছর বয়সে এই পুরস্কার পেয়ে এই পুরস্কার পাওয়া পাকিস্তানের
সর্বকনিষ্ঠ ক্রিকেটারও বনে যাচ্ছেন তিনি।
এর আগের এই রেকর্ডটা ছিল সাবেক
অধিনায়ক সরফরাজ আহমেদের। ২০১৮ সালে ৩১ বছর বয়সে এই পুরস্কার পেয়ে এই ইতিহাসটা গড়েছিলেন
তিনি।
তবে ক্রিকেটারদের মধ্যে কেবল
বাবরই পুরস্কার পাচ্ছেন এমন না। নারী দলের অধিনায়ক বিসমাহ মারুফ পাবেন তমগাহ ইমতিয়াজ।
এদিকে প্রাইড অব পারফরম্যান্স পুরস্কার পেতে যাচ্ছেন মাসুদ জান।
পাকিস্তানের প্রেসিডেন্ট ড. আরিফ আলভি দেশের ৭৫তম স্বাধীনতা দিবস উপলক্ষে পাকিস্তানি নাগরিক ও বিদেশি মিলিয়ে ২৫৩ জনকে এই পুরস্কারের ঘোষণা দিয়েছেন। বিভিন্ন ক্ষেত্রে নাগরিকদের শ্রেষ্ঠত্ব ও সাহসিকতার এই পুরস্কার প্রদান করা হয়। নাম ঘোষণা হলেও এখনই এই পুরস্কার হাতে পাচ্ছেন না বাবররা। ২৩ মার্চ পাকিস্তান দিবসে এ পুরস্কার প্রদান করা হবে ঘোষিতদের।
ক্রিকেট পাকিস্তান সম্মাননা বাবার আজম
মন্তব্য করুন
বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের সঙ্গে আলোচনায় বসে চলমান বিতর্কের অবসান করে নেতৃত্বের ভার পেয়েছেন সাকিব আল হাসান। টেস্টের পর সাকিব বাংলাদেশের টি-টোয়েন্টিরও অধিনায়ক হয়েছেন। তার নেতৃত্বে এশিয়া কাপ, নিউজিল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ এবং টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলবে বাংলাদেশ।
টি-টোয়েন্টি অধিনায়ক হিসেবে বিসিবির পছন্দের তালিকায় ছিলেন সাকিব, মাহমুদুল্লাহ, সোহান ও লিটন। লিটন আগেই মানা করে দেওয়ায় তালিকাটা তিনজনে নেমে আসে। সেখানেও আরেক বিপত্তি। বিসিবির প্রথম পছন্দ সাকিব জড়িয়ে যান বেটিং কোম্পানির সঙ্গে।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের পর থেকে ছুটিতে ছিলেন সাকিব। ছিলেন না উইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজে ও জিম্বাবুয়ে সফরেও। প্রায় মাস খানেক বিরতির পর রবিবার (১৪ আগস্ট) মাঠে ফেরেন সাকিব।
মাঠে ফেরার প্রথম দিন জিম-রানিং করেই কাটিয়েছেন টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক। এক প্রান্ত থেকে আরেক প্রান্তে দৌড়ে আসতেই যেন ক্লান্ত হয়ে যাচ্ছিলেন সাকিব। একটু জিরিয়ে নিয়ে আবার দৌড়েছেন।
বেশ কদিন বিরতির কারণে শরীরের এমন অবস্থা, তা স্পষ্ট বোঝা যাচ্ছে। ক্লান্তি কাটিয়ে উঠতেই গতকাল জিম-রানিং করেন প্রায় দুই ঘণ্টা। ধীরে ধীরে ফিরবেন ব্যাটিং-বোলিং অনুশীলনে। কারণ এশিয়া কাপের আর দেরি নেই। ২৭ আগস্ট থেকে আরব আমিরাতে শুরু হবে এবারের এশিয়া কাপ। ৩০ আগস্ট আফগানিস্তানের বিপক্ষে সাকিবের নেতৃত্বে প্রথম ম্যাচে খেলবে বাংলাদেশ।
মন্তব্য করুন
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজের আগে ধাক্কা খেল নিউজিল্যান্ড। অভিজ্ঞ পেসার ম্যাট হেনরিকে এই সিরিজে পাচ্ছে না তারা। চোটের কারণে ছিটকে পড়েছেন তিনি পুরো সিরিজ থেকেই।
নিউজিল্যান্ড ক্রিকেট রবিবার (১৪ আগস্ট) জানায়, পাঁজরের চোটে ভুগছেন হেনরি। তার জায়গায় ওয়ানডে সিরিজের জন্য দলে যোগ করা হয়েছে বেন সিয়ার্সকে। গত সপ্তাহে অনুশীলনের সময় পাঁজরের বাঁ পাশে ব্যথা অনুভব করেন হেনরি। উন্নতি না হওয়ায় তাকে নিয়ে এই সিদ্ধান্ত নিয়েছে কিউই বোর্ড।
নিউজিল্যান্ডের
প্রধান কোচ গ্যারি স্টেড অবশ্য জানিয়েছেন, গুরুতর নয় হেনরির চোট। সতর্কতার অংশ হিসেবে
নেওয়া হয়েছে এই পদক্ষেপ। তাকে দেশে পাঠিয়ে দেওয়া হচ্ছে। দলে থাকলেও ক্যারিবিয়ায় চলমান
টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুই ম্যাচে ছিলেন না হেনরি।
গত জুলাইয়ে
আয়ারল্যান্ড সফরে সবশেষ ওয়ানডে খেলেন হেনরি। তিন ম্যাচের সিরিজে ৭ উইকেট নেন ৩০ বছর
বয়সী এই পেসার। এখন পর্যন্ত ৬০ ওয়ানডে খেলে তার উইকেট ১১০টি। আন্তর্জাতিক ক্রিকেটে
এরই মধ্যে পথচলা শুরু করা সিয়ার্স এখনও অপেক্ষায় ওয়ানডে অভিষেকের। নিউজিল্যান্ডের হয়ে
এখন পর্যন্ত ৬ টি-টোয়েন্টি খেলে ২৪ বছর বয়সী এই পেসারের উইকেট ৬টি।
মন্তব্য করুন
মন্তব্য করুন
মন্তব্য করুন