ইনসাইড গ্রাউন্ড

"ব্রাজিলের সাথে শেকড়ের সম্পর্ক ছিন্ন করেছে নেইমার"

প্রকাশ: ০৭:৩৮ পিএম, ২৪ নভেম্বর, ২০২২


Thumbnail

অপেক্ষা মাত্র কয়েক ঘন্টার। কাতার বিম্বকাপে নিজেদের প্রথম ম্যাচ খেলতে মাঠে নামবে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। সেলেসাওদের এবারের বিশ্বকাপ দলে তারকার ছড়াছড়ি। তবে দলটির মূল তারকার তকমা যে নেইমারের, তা আলাদা করে না বললেও চলে। তবে বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচের আগে ব্রাজিলের প্রাণভোমরা নেইমার হলেন সমালোচিত। সেটাও যুক্তিসঙ্গত কারণেই। দলের আক্রমণভাগের এই কান্ডারির সমালোচনা করেছেন দলটির সাবেক ফুটবলার জুনিনহো পেরনামবুকানো।

ব্রাজিলের জার্সি গায়ে ১৯৯৯ থেকে ২০০৬ পর্যন্ত ৪০টি ম্যাচ খেলেছেন জুনিনহো। ফ্রি-কিক থেকে গোল করার ক্ষেত্রে তিনি সর্বকালের সেরাদের একজন। নিজের সময়ে ফুটবল পায়ে দাপিয়ে বেড়িয়েছেন মাঠ। ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ানে লেখা কলামে নেইমারকে একহাত নিয়েছেন সাবেক এই মিডফিল্ডার। সেই কলামে নেইমারের সঙ্গে সাধারণ ব্রাজিলিয়ানদের দুরত্ব বাড়ছে বলে অভিমত প্রকাশ করেন তিনি।

জুনিনহোর এমন মন্তব্যের কারণ ব্রাজিলের সবশেষ নির্বাচন। সেখানে তিনি প্রকাশ্যে সমর্থন জানিয়েছিলেন দেশটির তৎকালীন প্রেসিডেন্ট জইর বলসোনারোকে।

আমাজন বন উজাড়, করোনা কালীন সময়ে অব্যবস্থাপনা ও দুর্নীতির অভিযোগে ক্ষমতায় থাকাকালীন সময়েই আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন বলসোনারো। চলতি বছর সেপ্টেম্বরের শেষ দিকে নেইমার নির্বাচনে তাকে সমর্থনের ঘোষণা দেন। পাশাপাশি বিশ্বকাপে প্রথম গোলও বলসোনারোকে উৎসর্গ করবেন বলে জানিয়েছিলেন নেইমার। এমনকি নিজের সবচেয়ে কঠিন সময়ে বলসোনারোকে পাশে পেয়েছেন বলেও মন্তব্য করেছিলেন এই ব্রাজিল তারকা। নির্বাচনে তার হারের পর দুঃখও প্রকাশ করেন নেইমার।

এ বিষয় নিয়েই কলামটি লিখেছেন জুনিনহো। কলামে তিনি লেখেন, সাধারণ ঘর থেকে উঠে আসা সান্তোসের সাবেক এই ফুটবলার শেকড়ের সঙ্গে তার সম্পর্ক ছিন্ন করেছে। ব্রাজিলিয়ানরা দেখেছ কিভাবে তাদের অধিনায়ক ও সবচেয়ে বড় তারকা ৩০ মিলিয়নের বেশি ক্ষুধার্ত ব্রাজিলিয়ান এবং খাদ্য নিয়ে নিরাপত্তাহীনতায় ভোগা ১২০ মিলিয়ন ব্রাজিলিয়ানের ওপর থেকে মুখ ঘুরিয়ে নিয়েছে। যা হতাশাজনক।

ব্রাজিলের হেক্সা শিরোপা মিশনে অন্যতম ভরসার নাম নেইমার। মাঠে তার পারফরম্যান্সের উপর নির্ভর করছে ব্রাজিলের সাফল্যের অনেকটাই। ফুটবল পাগল ব্রাজিলিয়ানরা হয়তো তার খেলা দেখে আনন্দে মেতে উঠবেন ঠিকই, তবে সচেতন নাগরিক হিসেবে তার রাজনৈতিক অবস্থানের দায় তিনি ভোলাবেন কিভাবে? এমন প্রশ্ন ছুড়ে দিয়েছেন জুনিনহো।


কাতার বিশ্বকাপ   ব্রাজিল   নেইমার   জুনিনহো  


মন্তব্য করুন


ইনসাইড গ্রাউন্ড

স্পেনের সাথে পয়েন্ট ভাগাভাগি করলো জার্মানি

প্রকাশ: ০৩:১১ এএম, ২৮ নভেম্বর, ২০২২


Thumbnail

ভিন্ন দুই সমীকরণ সামনে রেখে বিশ্বকাপের হাই ভোল্টেজ ম্যাচে মুখোমুখি হয়েছিল স্পেন ও জার্মানি। 'ই' গ্রুপের গুরুত্বপূর্ণ ম্যাচে জয় তুলে নিয়ে পরের রাউন্ড নিশ্চিতের হাতছানি ছিলো স্পেনের সামনে। আর ম্যাচটি বিশ্বকাপে টিকে থাকার লড়াইয়ে পরিণত হয়েছিল জার্মানির জন্য। আল বাইত স্টেডিয়ামে দুই দলের ম্যাচটি শেষ হয়েছে ১-১ গোলের সমতায়।

কিক অফের পর থেকে দুই দলের লড়াই শুরু হয় বলের দখল নিয়ে। আক্রমণাত্নক ফুটবল খেলে শুরু থেকেই চাপ সৃষ্টির চেষ্টা চালায়। ম্যাচের ৭ মিনিটেই এগিয়ে যেতে পারতো স্পেন। দানি ওলমোর নেয়া শট হাতে লাগিয়ে দেন নয়্যার। তার হাতে লাগার পর উপরের পোষ্টে লাগ বল। সেখানেই শেষ হয়নি পরে সাইয পোষ্টে লেগে বল বাইরে চলে গেলে সে যাত্রায় বেঁচে যায় জার্মানি।

১৪ মিনিটে সুযোগ পেয়েছিলো জার্মানিও। তবে অফসাইডে ছিলেন গোরেৎস্কা। ২২ মিনিটে জর্দি আলবার শট বাম পোষ্ট ঘেঁষে বাইরে চলে যায়। ২৫ মিনিটে উনাই সিমনের ভুল পাস থেকে বল পোন জিনাব্রি। তার শটটিও পোষ্টের খানিক বাইরে দিয়ে চলে গেলে এগিয়ে যাওয়ার সুযোগ হারায় জার্মানি।

আক্রমণ-প্রতি আক্রমণে চলতে থাকে খেলা। ২৫ মিনিটে সুযোগ পায় জিনাব্রি। দুই মিনিট পর ভালো সম্ভাবনা তৈরি করেছিলো স্পেন। কাজে লাগাতে ব্যর্থ হন ফেরান তোরেস। ৩৬ মিনিটে আরো একটি সহজ সুযোগ নষ্ট করেন তোরেস। ডি-বক্সে ফাঁকা জায়গায় বল পেয়েও পোষ্টের উপর দিয়ে পাঠান।

৪০ মিনিটে কর্ণার থেকে হেডে গোল করে জার্মানিকে এগিয়ে দেন রুডিগার। তবে অফসাইডের ফাঁদে পড়ায় তা বাতিল ঘোষণা করেন ডাচ রেফারি ডেসমন্ড। লিড নিতে ব্যর্থ হয় জার্মানি।  নির্ধারিত সময়ে কোন গোল না হলে সমতায় শেষ হয় দুই দলের প্রথমার্ধ্ব।

দ্বিতীয়ার্ধেও গোলের আশায় মরিয়া হয়ে খেলতে থাকে দুই দল। তবে গোছানো আক্রমণ করতে পারছিলো কোন দলই। ম্যাচের ৫৪ মিনিটে ফেরান তোরেসকে উঠিয়ে আলভারো মোরাতাকে মাঠে নামান স্প্যানিশ কোচ এনরিকে। ৫৬ মিনিটে কিমিচের নেয়া শট কর্নারের বিনিময়ে রুখে দেন উনাই সিমোন।

৬২ মিনিটে স্পেনকে এগিয়ে দেন মোরাতা। বদলি হিসেবে নামার ৮ মিনিটের মধ্যে গোল করে স্প্যানিশদের স্বস্তি এনে দেন এই ফরোয়ার্ড। বাম পাশ থেকে জর্দি আলবার দারুণ এক পাস থেকে নয়্যারের মাথার উপর দিয়ে বল জালে জড়ান তিনি। চলতি বিশ্বকাপে এটি মোরাতার দ্বিতীয় গোল। ৬৫ মিনিটে ব্যবধান দ্বিগুণ করার সুযোগ ছিলো অ্যাসেনসিও'র সামনে। তবে তার নেয়া শট চলে যায় পোষ্টের অনেক উপর দিয়ে চলে যায়। পরের মিনিটে একাদশে জোড়া পরিবর্তন আনে স্পেন। অ্যাসেনসিও-গাভির বদলি হিসেবে মাঠে নামেন কোকে এবং নিকো উইলিয়ামস। ৭০ মিনিটে দলে তিনটি পরবর্তন আনেন হান্সি ফ্লিক। এ ম্যাচ দিয়ে বিশ্বকাপে নিজের প্রথম ম্যাচ খেলতে নামেন লেরয় সানে।

৭৩ মিনিটে গোলরক্ষককে একা পেয়েও গোল করতে পারেন নি জামাল মুসিয়ালা। পা দিয়ে ঠেকিয়ে দেন মুসিয়ালার শট। সমতায় ফেরার সুযোগ হারায় জার্মানি। ফিরতি বল পেয়ে সেটাও কাজে লাগাতে পারেনি জিনাব্রি। তবে ৮৩ মিনিটে জার্মানিকে স্বস্তি এনে দেন বিশ্বকাপে নিজের প্রথম ম্যাচ খেলতে নামা ফুলক্রুগ। মুসিয়ালার কাছ থেক বল পেয়ে বুরেট গতির শটে জালে জড়ান তিনি। সমতায় ফেরে চারবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। কয়েক মিনিট পর ব্যবধান বাড়ানোর সুযোগ পেয়েও তা নষ্ট করে জার্মানি। তবে অতিরিক্ত সময়ের শেষ মিনিটে বাম প্রান্ত থেকে লেরয় সানে পরিষ্কার সুযোগ পেলেও গোল লাইন থেক তা ক্লিয়ার করে দেন রদ্রি। এতে ১-১ গোলে ড্রয়ে নিয়ে মাঠ ছাড়ে দুই দল।

এর ফলে দুই ম্যাচ শেষে ৪ পয়েন্ট নিয়ে টেবিল টপার স্পেন। আর সমান সংখ্যক ম্যাচ থেকে এক পয়েন্ট নিয়ে সবার নিচে জার্মানি।


কাতার বিশ্বকাপ   স্পেন   জার্মানি   আল বাইত স্টেডিয়াম  


মন্তব্য করুন


ইনসাইড গ্রাউন্ড

মোরাতার গোলে প্রথম সাফল্য স্পেনের

প্রকাশ: ০২:২৭ এএম, ২৮ নভেম্বর, ২০২২


Thumbnail

দ্বিতীয়ার্ধেও গোলের আশায় মরিয়া হয়ে খেলতে থাকে দুই দল। তবে গোছানো আক্রমণ করতে পারছিলো কোন দলই। ম্যাচের ৫৪ মিনিটে ফেরান তোরেসকে উঠিয়ে আলভারো মোরাতাকে মাঠে নামান স্প্যানিশ কোচ এনরিকে। ৫৬ মিনিটে কিমিচের নেয়া শট কর্নারের বিনিময়ে রুখে দেন উনাই সিমোন।

৬২ মিনিটে স্পেনকে এগিয়ে দেন মোরাতা। বদলি হিসেবে নামার ৮ মিনিটের মধ্যে গোল করে স্প্যানিশদের স্বস্তি এনে দেন এই ফরোয়ার্ড। বাম পাশ থেকে জর্দি আলবার দারুণ এক পাস থেকে নয়্যারের মাথার উপর দিয়ে বল জালে জড়ান তিনি। চলতি বিশ্বকাপে এটি মোরাতার দ্বিতীয় গোল। ৬৫ মিনিটে ব্যবধান দ্বিগুণ করার সুযোগ ছিলো অ্যাসেনসিও'র সামনে। তবে তার নেয়া শট চলে যায় পোষ্টের অনেক উপর দিয়ে চলে যায়। পরের মিনিটে একাদশে জোড়া পরিবর্তন আনে স্পেন। অ্যাসেনসিও-গাভির বদলি হিসেবে মাঠে নামেন কোকে এবং নিকো উইলিয়ামস।


কাতার বিশ্বকাপ   স্পেন   জার্মানি   আল বাইত স্টেডিয়াম  


মন্তব্য করুন


ইনসাইড গ্রাউন্ড

সমতায় শেষ স্পেন-জার্মানির প্রথমার্ধ্ব

প্রকাশ: ০১:৪৮ এএম, ২৮ নভেম্বর, ২০২২


Thumbnail

কিক অফের পর থেকে দুই দলের লড়াই শুরু হয় বলের দখল নিয়ে। আক্রমণাত্নক ফুটবল খেলে শুরু থেকেই চাপ সৃষ্টির চেষ্টা চালায়। ম্যাচের ৭ মিনিটেই এগিয়ে যেতে পারতো স্পেন। দানি ওলমোর নেয়া শট হাতে লাগিয়ে দেন নয়্যার। তার হাতে লাগার পর উপরের পোষ্টে লাগ বল। সেখানেই শেষ হয়নি পরে সাইয পোষ্টে লেগে বল বাইরে চলে গেলে সে যাত্রায় বেঁচে যায় জার্মানি।

১৪ মিনিটে সুযোগ পেয়েছিলো জার্মানিও। তবে অফসাইডে ছিলেন গোরেৎস্কা। ২২ মিনিটে জর্দি আলবার শট বাম পোষ্ট ঘেঁষে বাইরে চলে যায়। ২৫ মিনিটে উনাই সিমনের ভুল পাস থেকে বল পোন জিনাব্রি। তার শটটিও পোষ্টের খানিক বাইরে দিয়ে চলে গেলে এগিয়ে যাওয়ার সুযোগ হারায় জার্মানি।

আক্রমণ-প্রতি আক্রমণে চলতে থাকে খেলা। ২৫ মিনিটে সুযোগ পায় জিনাব্রি। দুই মিনিট পর ভালো সম্ভাবনা তৈরি করেছিলো স্পেন। কাজে লাগাতে ব্যর্থ হন ফেরান তোরেস। ৩৬ মিনিটে আরো একটি সহজ সুযোগ নষ্ট করেন তোরেস। ডি-বক্সে ফাঁকা জায়গায় বল পেয়েও পোষ্টের উপর দিয়ে পাঠান।

৪০ মিনিটে কর্ণার থেকে হেডে গোল করে জার্মানিকে এগিয়ে দেন রুডিগার। তবে অফসাইডের ফাঁদে পড়ায় তা বাতিল ঘোষণা করেন ডাচ রেফারি ডেসমন্ড। লিড নিতে ব্যর্থ হয় জার্মানি। 

নির্ধারিত সময়ে কোন গোল না হলে সমতায় শেষ হয় দুই দলের প্রথমার্ধ্ব।


কাতার বিশ্বকাপ   স্পেন   জার্মানি   আল বাইত স্টেডিয়াম  


মন্তব্য করুন


ইনসাইড গ্রাউন্ড

হাই ভোল্টেজ ম্যাচে মুখোমুখি স্পেন-জার্মানি

প্রকাশ: ০১:০৪ এএম, ২৮ নভেম্বর, ২০২২


Thumbnail

বিশ্বকাপের হাই ভোল্টেজ ম্যাচে মাঠে নেমেছে স্পেন ও জার্মানি। আল বাইত স্টেডিয়ামে 'ই' গ্রুপের গুরুত্বপূর্ণ ম্যাচে জয় তুলে নিয়ে পরের রাউন্ডের পথটা পরিষ্কার করে রাখতে চায় স্পেন। প্রথম ম্যাচে কোস্টা রিকাকে ৭-০ গোলে হারিয়ে নিজেদের কাজটা সেরে রেখেছে পেদ্রি-গাভিরা। আর জাপানের কাছে ২-১ গোলে হেরে ব্যাকফুটে জার্মানি। বিশ্বকাপে টিকে থাকতে এ ম্যাচে জয় ছাড়া বিকল্প নেই জার্মানির।

দুই দলের একাদশ ও ফর্মেশন:

স্পেন একাদশ:

উনাই সিমন, রদ্রি, জর্দি আলবা, দানি কারভাহাল, এমেরিক লাপোর্ত, সার্জিও বুসকেতস, গাভি, পেদ্রি, মার্কো অ্যাসেনসিও, ফেরান তোরেস, দানি ওলমো

ফর্মেশন: ৪-১-২-৩

কোচ: লুইস এনরিকে।

জার্মান একাদশ:

ম্যানুয়েল নয়্যার, অ্যান্তোনিও রুডিগার, ডেভিড রাউম, থিলো খেরার, নিকলাস সুলে, জশুয়া কিমিচ, লিওন গোরেৎস্কা, সার্জ জিনাব্রি, জামাল মুসিয়ালা, ইকায় গুন্ডোগান, থমাস মুলার।

ফর্মেশন: ৪-২-৩-১

কোচ: হান্সি ফ্লিক


কাতার বিশ্বকাপ   স্পেন   জার্মানি   আল বাইত স্টেডিয়াম  


মন্তব্য করুন


ইনসাইড গ্রাউন্ড

প্রথম ম্যাচে ড্র করা ক্রোয়েটরা এবার দিলেন এক হালি

প্রকাশ: ১২:২১ এএম, ২৭ নভেম্বর, ২০২২


Thumbnail

বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডে যেতে হলে কানাডার বিপক্ষে ম্যাচ জয়ের কোন বিকল্প নেই ক্রোশিয়ার সামনে। এমন সমীকরণ সামনে রেখে খলিফা ইন্টার ন্যাশনাল স্টেডিয়ামে রাত দশটায় কানাডার বিপক্ষে খেলতে নামে ক্রামারিচ লিভায়াররা। কিন্তু ম্যাচের শুরুতেই ক্রোশিয়ার জালে বল পাঠান কানাডার আলফনসো ডেভিড। গোলটি করতে সময়নেন মাত্র ১ মিনিট ৭ সেকেন্ড।  গোল খাওয়া্য  যেনো আগ্রাসী ফুটবল খেলতে শুরু করে ক্রোশিয়ার মিডফিল্ডাররা।  এর ফল পেতে দেরি হলো না ক্রোশিয়ার। ক্রোশিয়ার পক্ষে লিভায়ার  ২৬ মিনিটের গোলটি অফসাইডে বাতিল হলেও ৩৫ মিনিটে তিনি আবার ও গোল করার সুযোগ পান। কিন্তু কানাডার গোলরক্ষক বোরযান লিভায়ার করা দুর্দান্ত শটটি রুখে দেন। এর ঠিক এক মিনিট পরেই সতীর্থ পেরেসিচের দারুণ ক্রসে কাতার বিশ্বকাপে নিজেদের প্রথম গোলের দেখা পান ক্রামারিচ। এর সঙ্গে দলকে পেরান সমতায়।  এ নিয়ে টানা তৃতীয় বিশ্বকাপে ক্রোশিয়ার হয়ে গোল করার রেকর্ড গড়েন ক্রামারিচ। বিরতিতে যাওয়ার ঠিক এক মিনিটে  লিভায়ার ডান পায়ের দুর্দান্ত  শটে ২-১ এ লিড নেয় দলটি।

বিরতি থেকে ফিরে এসে আর ও শক্তিশালী রুপ নেয় ক্রোশিয়া ম্যাচের একক আধিপত্য বিস্তার শুরু করে লুকা মদ্রিচরা।কানাডাকে তখন ছন্নছাড়া দেখাচ্ছিলো। একের পর এক আক্রমণে কোনঠাসা করে দেয় কানাডার রক্ষনভাগ।  ক্রোশিয়ার হয়ে টানা তিন বিশ্বকাপে গোল করা ক্রামারিচ আজকের নিজের দ্বিতীয় গোলটি করেন ৭০ মিনিটে।  কানাডার আক্রমণ ভাগের খেলোয়াড়দের অসহায়ত্ত্ব যেনো প্রকট হতে শুরু করে। এ সুযোগ আবার ও কাজে লাগান ক্রোশিয়ার বদলি খেলোয়াড়  মাজির ম্যাচের চতুর্থ আর শেষ গোলটি করেন এ বদলি খেলোয়াড়। দুই পাস একোরিসি সমান হলেও শট অন টার্গেট ম্যাচের বাবধান গড়ে তোলে। ক্রোশিয়া যেখানে শট অন টার্গেট নিয়েছে ১০ টি কানাডা সেখানে নিয়েছে মাত্র ২ টি।  দুই দল সমান সংখ্যক হলুদ কার্ড ২ টি করে খেলেও ক্রোশিয়া ফাউল করেছে ১৩টি। যেখানে কানাডার ফাউল মাত্র ৫টি।

৪-১ ব্যবধানের বিশাল জয়ে গ্রুপের শীর্ষে উঠে এলো ক্রোশিয়া।  


   


কাতার বিশ্বকাপ   কানাডা   ক্রোশিয়া।  


মন্তব্য করুন


বিজ্ঞাপন