ইনসাইড গ্রাউন্ড

সুপার এইটের সমীকরণ সহজ করতে নামছে বাংলাদেশ

প্রকাশ: ০৫:২৬ পিএম, ১৩ জুন, ২০২৪


Thumbnail

জয় দিয়ে টি-২০ বিশ্বকাপ মিশন শুরু করেছিল বাংলাদেশ দল। তবে আসরে নিজেদের দ্বিতীয় ম্যাচেই দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হেরেছে টাইগাররা। জয়ের ধারায় ফেরার লক্ষ্যে আজ নেদারল্যান্ডসের বিপক্ষে মাঠে নামবে নাজমুল হোসেন শান্তর দল।

বৃহস্পতিবার ওয়েস্ট ইন্ডিজের সেন্ট ভিনসেন্টে গ্রুপ পর্বে নিজেদের তৃতীয় ম্যাচে নেদারল্যান্ডসের মুখোমুখি হবে বাংলাদেশ। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ৮টা ৩০ মিনিটে।

সুপার এইটের আশা বাঁচিয়ে রাখতে হলে ডাচদের বিপক্ষে জয় পেতে হবে বাংলাদেশকে। শ্রীলংকার বিপক্ষে রোমাঞ্চকর ২ উইকেটে জয় দিয়ে বিশ্বকাপ শুরু করেছিল টাইগাররা। কিন্তু নিজেদের দ্বিতীয় ম্যাচে মাত্র ১১৩ রান তাড়া করতে নেমে দক্ষিণ আফ্রিকার কাছে ৪ রানের হারে হৃদয় ভাঙ্গে বাংলাদেশের।

এবারের টুর্নামেন্টে ফর্ম বিবেচনায় ধারণা করা হচ্ছে, নেদারল্যান্ডসের বিপক্ষে কঠিন চ্যালেঞ্জের মুখে পড়বে বাংলাদেশ। যদিও টি-২০ বিশ্বকাপে নেদারল্যান্ডসের চেয়ে এগিয়ে টাইগাররা। টি-২০ বিশ্বকাপের মঞ্চে ডাচদের দু’বার হারিয়েছে লাল-সবুজরা।

২০১৬ সালে ধর্মশালায় এবং ২০২২ সালে হোবার্টে নেদারল্যান্ডসের বিপক্ষে জয় পেয়েছিলো বাংলাদেশ। সব মিলিয়ে চারবারের সাক্ষাতে ডাচদের বিপক্ষে তিন ম্যাচ জিতেছে টাইগাররা।

ভারতে অনুষ্ঠিত ২০২৩  ওয়ানডে বিশ্বকাপে ডাচদের কাছে অবশ্য ৮৭ রানের হারের লজ্জা পেয়েছিলো বাংলাদেশ। ঐ হারের কারণে সমালোচনার মুখে পড়েছিলো টাইগাররা। আবারও অন্য এক বিশ্বকাপে নেদারল্যান্ডসের সঙ্গে দেখা হচ্ছে বাংলাদেশের।

বাংলাদেশ দল: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তাসকিন আহমেদ (সহ-অধিনায়ক), লিটন দাস, সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম, সাকিব আল হাসান, তাওহীদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, জাকের আলি অনিক, তানভীর ইসলাম, মাহেদী হাসান, রিশাদ হোসেন, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম ও তানজিম হাসান সাকিব।

নেদারল্যান্ডস দল: স্কট এডওয়ার্ডস (আধিনায়ক), ম্যাক্স ও’দৌদ, বিক্রম সিং, মাইকেল লেভিট, ওয়েসলি বারেসি, সাইব্র্যান্ড এঙ্গেলব্রেখ্ট, তেজা নিদামানুরু, বাস ডি লিড, লোগান ফন বেক, টিম প্রিংগেল, আরিয়ান দত্ত, ড্যানিয়েল ডোরাম, ফ্রেদেরিক ক্লাসেন, পল ফন মিকেরেন ও ভিভিয়ান কিংমা।


বাংলাদেশ   সুপার এইট   টি-২০ বিশ্বকাপ  


মন্তব্য করুন


ইনসাইড গ্রাউন্ড

কোহলি-আক্সারের ব্যাটে ভারতের লড়াই

প্রকাশ: ০৯:২৩ পিএম, ২৯ জুন, ২০২৪


Thumbnail

চলমান টি-২০ বিশ্বকাপের মেগা ফাইনালে মুখোমুখি হয়েছে ভারত ও দক্ষিণ আফ্রিকা। যেখানে আগে ব্যাট করতে নেমে শুরুতেই ৩ উইকেট হারিয়ে চাপে পড়লেও পরবর্তীতে কোহলি-আক্সারের ব্যাটে লড়ছে তারা।

বার্বাডোজের কেনসিংটন ওভালে এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১২ ওভারে তিন উইকেটে ৯৩ রান সংগ্রহ করেছে ভারত।

চলমান আসরে এখন পর্যন্ত অপরাজিত ভারত ও দক্ষিণ আফ্রিকা। শিরোপার মঞ্চে যারা হারবে টুর্নামেন্টে প্রথম হারের সঙ্গে শিরোপাও হাতছাড়া হবে তাদের। স্বাভাবিকভাবেই ম্যাচটিতে যে কেউ কাউকে ছেড়ে কথা বলবে না, তা অনুমেয়।

আজ টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। প্রথম ওভারে ১৫ রান যোগ করেন তিনি ও বিরাট কোহলি। তবে দ্বিতীয় ওভারে এসে রোহিতকে আউট করেন কেশভ মহারাজ। একই ওভারে রিশাভ পান্টকেও সাজঘরে ফেরান এ স্পিনার।

সূর্যকুমার যাদব বরাবরই দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ভালো খীন। তবে আজ ব্যর্থ তিনি। তাকে ৩ রানে সাজঘরে ফেরান কাগিসো রাবাদা। শুরুতেই ৩ উইকেট হারিয়ে ব্যাকফুটে চলে যায় ভারত। তবে সেখান থেকে দলের হাল ধরেছেন কোহলি ও আক্সার প্যাটেল।

প্রোটিয়া বোলারদের আক্রমণ সামলে দলকে এগিয়ে নিচ্ছেন কোহলি ও আক্সার। এ দুই ব্যাটার যথাক্রমে ৩৬ ও ২৬ রানে অপরাজিত আছেন।


টি-২০ বিশ্বকাপ   ফাইনাল   ভারত   দক্ষিণ আফ্রিকা  


মন্তব্য করুন


ইনসাইড গ্রাউন্ড

রোহিত-পান্টের পর সাজঘরে সূর্যকুমারও, ব্যাকফুটে ভারত

প্রকাশ: ০৯:০১ পিএম, ২৯ জুন, ২০২৪


Thumbnail

চলমান টি-২০ বিশ্বকাপের ফাইনালে আজ মুখোমুখি হয়েছে ভারত ও দক্ষিণ আফ্রিকা। যেখানে আগে ব্যাট করতে নেমে শুরুতেই ৩ উইকেট হারিয়ে ব্যাকফুটে রোহিত শর্মার দল।

বার্বাডোজের কেনসিংটন ওভালে এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৫ ওভারে তিন উইকেটে ৩৯ রান সংগ্রহ করেছে ভারত।

চলমান আসরে এখন পর্যন্ত অপরাজিত ভারত ও দক্ষিণ আফ্রিকা। শিরোপার মঞ্চে যারা হারবে টুর্নামেন্টে প্রথম হারের সঙ্গে শিরোপাও হাতছাড়া হবে তাদের। স্বাভাবিকভাবেই ম্যাচটিতে যে কেউ কাউকে ছেড়ে কথা বলবে না, তা অনুমেয়।

আজ টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। প্রথম ওভারে ১৫ রান যোগ করেন তিনি ও বিরাট কোহলি। তবে দ্বিতীয় ওভারে এসে রোহিতকে আউট করেন কেশভ মহারাজ। একই ওভারে রিশাভ পান্টকেও সাজঘরে ফেরান এ স্পিনার।

এরপর ক্রিজে আসেন টি-২০ স্পেশালিস্ট সূর্যকুমার যাদব। আজ তিনিও ব্যর্থ হয়েছেন। তাকে ৩ রানে সাজঘরে ফেরান কাগিসো রাবাদা। এ অবস্থায় ব্যাকফুটে ভারত। কোহলির ব্যাটে লড়ার স্বপ্ন দেখছে তারা।

ভারত একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), বিরাট কোহলি, রিশাভ পান্ট, সূর্যকুমার যাদব, শিবম দুবে, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, আর্শদীপ সিং, জাসপ্রিত বুমরাহ।

দক্ষিণ আফ্রিকা একাদশ: কুইন্টন ডি কক, রেজা হেনড্রিকস, এইডেন মার্করাম (অধিনায়ক), হেনরিখ ক্লাসেন, ডেভিড মিলার, ত্রিস্টান স্টাবস, মার্কো জানসেন, কেশভ মহারাজ, কাগিসো রাবাদা ও আনরিখ নরকিয়া।


টি-২০ বিশ্বকাপ   ফাইনাল   ভারত   দক্ষিণ আফ্রিকা  


মন্তব্য করুন


ইনসাইড গ্রাউন্ড

ফাইনালে পর পর দুই উইকেট হারিয়ে চাপে ভারত

প্রকাশ: ০৮:৪৪ পিএম, ২৯ জুন, ২০২৪


Thumbnail

চলমান টি-২০ বিশ্বকাপের ফাইনালে আজ মুখোমুখি হয়েছে ভারত ও দক্ষিণ আফ্রিকা। যেখানে রোহিত-কোহলি উড়ন্ত শুরু করলেও পর পর দুই উইকেট হারিয়ে বেশ চাপে পড়েছে তারা।

বার্বাডোজের কেনসিংটন ওভালে এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১.৪ ওভারে এক উইকেটে ২৩ রান সংগ্রহ করেছে ভারত।

চলমান আসরে এখন পর্যন্ত অপরাজিত ভারত ও দক্ষিণ আফ্রিকা। শিরোপার মঞ্চে যারা হারবে টুর্নামেন্টে প্রথম হারের সঙ্গে শিরোপাও হাতছাড়া হবে তাদের। স্বাভাবিকভাবেই ম্যাচটিতে যে কেউ কাউকে ছেড়ে কথা বলবে না, তা অনুমেয়।

আজ টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। দলের হয়ে ইনিংস উদ্বোধনে তার সঙ্গে নামেন বিরাট কোহলি। প্রথম ওভারেই ১৫ রান যোগ করেন দুজন। তবে দ্বিতীয় ওভারে এসে রোহিত ও পান্টকে আউট করেছেন কেশভ মহারাজ।

ভারত একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), বিরাট কোহলি, রিশাভ পান্ট, সূর্যকুমার যাদব, শিবম দুবে, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, আর্শদীপ সিং, জাসপ্রিত বুমরাহ।

দক্ষিণ আফ্রিকা একাদশ: কুইন্টন ডি কক, রেজা হেনড্রিকস, এইডেন মার্করাম (অধিনায়ক), হেনরিখ ক্লাসেন, ডেভিড মিলার, ত্রিস্টান স্টাবস, মার্কো জানসেন, কেশভ মহারাজ, কাগিসো রাবাদা ও আনরিখ নরকিয়া।


টি-২০ বিশ্বকাপ   ফাইনাল   ভারত   দক্ষিণ আফ্রিকা  


মন্তব্য করুন


ইনসাইড গ্রাউন্ড

শিরোপার লড়াইয়ে টসে জিতে ব্যাটিংয়ে ভারত

প্রকাশ: ০৮:০৯ পিএম, ২৯ জুন, ২০২৪


Thumbnail

চলমান টি-২০ বিশ্বকাপের ফাইনালে আজ মুখোমুখি হচ্ছে ভারত ও দক্ষিণ আফ্রিকা। শিরোপার স্বাদ গ্রহণের জন্য মুখিয়ে রয়েছে দুই অপরাজিত পরাশক্তি। আর শিরোপার মঞ্চে যারা হারবে টুর্নামেন্টে প্রথম হারের সঙ্গে শিরোপাও হাতছাড়া হবে তাদের। স্বাভাবিকভাবেই ম্যাচটিতে যে কেউই ছেড়ে কথা বলবে না, তা অনুমেয়।

শনিবার বার্বাডোজের কেনসিংটন ওভালে মুখোমুখি হবে ভারত-দক্ষিণ আফ্রিকা। ম্যাচটি শুরু হবে রাত ৮টায়। আর খেলা দেখাবে নাগরিক টিভি ও স্টার স্পোর্টস-১।

এর আগে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। শিরোপার লড়াইয়ে অপরিবর্তিত একাদশ নিয়ে মাঠে নামবে দুদলই।

ভারত একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), বিরাট কোহলি, রিষাভ পান্ট, সূর্যকুমার যাদব, শিবম দুবে, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, আর্শদীপ সিং, জাসপ্রিত বুমরাহ।

দক্ষিণ আফ্রিকা একাদশ: কুইন্টন ডি কক, রেজা হেনড্রিকস, এইডেন মার্করাম (অধিনায়ক), হেনরিখ ক্লাসেন, ডেভিড মিলার, ত্রিস্টান স্টাবস, মার্কো জানসেন, কেশভ মহারাজ, কাগিসো রাবাদা ও আনরিখ নরকিয়া।


টি-২০ বিশ্বকাপ   ফাইনাল   ভারত   দক্ষিণ আফ্রিকা  


মন্তব্য করুন


ইনসাইড গ্রাউন্ড

ফাইনালে ভারত ও দক্ষিণ আফ্রিকার সম্ভাব্য একাদশ

প্রকাশ: ০৭:১৭ পিএম, ২৯ জুন, ২০২৪


Thumbnail

চলমান টি-২০ বিশ্বকাপের বাকি আর মাত্র একটি ম্যাচ। এরপরই পর্দা নামার পাশাপাশি মিলবে নতুন চ্যাম্পিয়নদের দেখা। যেখানে শিরোপার স্বাদ গ্রহণের জন্য মুখিয়ে রয়েছে দুই অপরাজিত পরাশক্তি ভারত ও দক্ষিণ আফ্রিকা।

আর মাত্র কয়েক ঘণ্টা পরেই সেই মাহেন্দ্রক্ষণ, যখন শুরু হবে শিরোপা জয়ের লড়াই। বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টা শুরু হবে ম্যাচটি। টুর্নামেন্টে এখনও পর্যন্ত অপরাজিত রয়েছে এই দুই দলই। তাই বলার অপেক্ষা রাখে না যে, আজ কেউই কাউকে ছেড়ে কথা বলবে না। লড়াইটাও জমবে ভালো।

ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে বার্বাডোজের কিংস্টোন ওভালে। তাই এখন আলোচনার মূল বিষয় কেমন হতে পারে দুই দলের একাদশ। টানা ম্যাচ জিতলেও ফাইনাল নিয়ে বেশ সতর্ক দুই দল। এই ভেন্যুতে সবশেষ ম্যাচে আফগানদের ১১৫ রানে রুখে দিয়েছিল বাংলাদেশ।

কিন্তু জবাব দিতে নেমে ১০৫ রানেই গুঁটিয়ে যায় টাইগাররা। তার আগের ম্যাচে যুক্তরাষ্ট্র ১১৫ রানে অলআউট হলেও বড় জয় পায় ইংলিশরা। তবে ফাইনাল ম্যাচে ফ্ল্যাট উইকেটেই খেলা হওয়ার সম্ভাবনা বেশি। তাই একাদশেও পরিবর্তন আসতে পারে।

গত দুই ম্যাচ দুই পেসার নিয়ে খেলেছে ভারত। গায়নায় স্পিনের সুবিধা নিতে অক্ষর প্যাটেলকে খেলা হয়। ম্যাচসেরাও হন তিনি। তবে ফাইনালে যদি এক পেসার বাড়াতে চান তাহলে জায়গা হারাতে পারেন অক্ষর। তা ছাড়া বাকি দশটি জায়গা অপরিবর্তিত থাকার সম্ভাবনায় বেশি।

বিরাট কোহলির অফ ফর্মে থাকলেও তাকে নিয়ে তাড়াচাড়া করতে চান না কোচ রাহুল দ্রাবিড় এবং অধিনায়ক রোহিত শর্মা। কোহলির অভিজ্ঞার উপর ভরসা রাখছেন তারা।

অন্যদিকে সেমিফাইনালের অপরিবর্তিত একাদশ নিয়ে মাঠে নামতে পারে দক্ষিণ আফ্রিকা। ভারতের জাদেজা-কুলদ্বীপ থাকায় একজন বাড়তি পেসার নেওয়ার সুযোগ থাকলেও প্রোটিয়াদের হাতে সেই সুযোগ নেই। কারণ, দক্ষিণ আফ্রিকার দুই স্পিনার কেশব মহারাজ এবং তাব্রাইজ শামসিই মূল ভারসা।

প্রোটিয়াদের পেস ইউনিটে এনরিখ নয়কিয়ার সঙ্গে আগুন ঝরাবেন কাগিসো রাবাদা এবং মার্কো জানসেন।

ভারতের সম্ভাব্য একাদশ :
রোহিত শর্মা (অধিনায়ক), বিরাট কোহলি, ঋষভ পন্থ (উইকেটরক্ষক), সূর্যকুমার যাদব, শিভম দুবে, হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল/ মোহম্মদ সিরাজ, রবীন্দ্র জাদেজা, অর্শদীপ সিং, কুলদীপ যাদব ও জাসপ্রিত বুমরাহ।

দক্ষিণ আফ্রিকা সম্ভাব্য একাদশ : কুইন্টন ডি কক, রেজা হেন্ডরিক্স, এইডেন মার্করান, হেইনরিখ ক্লাসেন, ডেভিড মিলার, ত্রিস্টান স্টাবস, মার্কো জানসেন, কেশব মহারাজ, কাগিসো রাবাদা, এনরিখ নরকিয়া ও তাব্রাইজ শামসি।


টি-২০ বিশ্বকাপ   ফাইনাল   ভারত   দক্ষিণ আফ্রিকা  


মন্তব্য করুন


বিজ্ঞাপন