ইনসাইড গ্রাউন্ড

টি-২০ বিশ্বকাপের সুপার এইটে ওঠা দলগুলো পাচ্ছে স্বস্তির খবর

প্রকাশ: ০৪:০৩ পিএম, ১৫ জুন, ২০২৪


Thumbnail

চলমান টি-২০ বিশ্বকাপের নবম আসরের গ্রুপ পর্বের ম্যাচগুলো প্রায় শেষের দিকে। ইতোমধ্যেই নিশ্চিত হয়েছে সুপার এইটের ছয় দল। বাকি তিন দল হিসেবে কারা উঠছেন কোয়ার্টারে তা নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ।

বৈশ্বিক এই আসরের গ্রুপ পর্ব থেকেই নিজেদের দৌড় থামিয়েছে পাকিস্তান, শ্রীলঙ্কা ও নিউজিল্যান্ডের মতো দলগুলো। তবে সুপার এইটে ওঠে বড় চমক দিয়েছে সহযোগী দেশ যুক্তরাষ্ট্র। বেশ কয়েক বছর ধরেই পরাশক্তিদের গলার কাঁটা আফগানিস্তানও দ্বিতীয় রাউন্ডে উঠেছে। এখন পর্যন্ত ছয়টি দল নিশ্চিত করেছে পরের পর্ব, আর বাকি দুটি দল। সবমিলিয়ে ওঠা আটটি দলের জন্য সুখবর দিয়েছে আইসিসি।

সুপার এইটে বাকি দুইটি স্পট দখল করার জোর সম্ভাবনা রয়েছে বাংলাদেশ ও সংক্ষিপ্ত সংস্করণের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইংল্যান্ডের। চলতি টুর্নামেন্টে সেরা আটে থাকা দলগুলো ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে সরাসরি অংশগ্রহণ করবে। ভারত ও শ্রীলঙ্কার মাটিতে বসবে দশম আসরটি। দুই আয়োজক দেশ, টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ের শীর্ষ তিনে (শীর্ষ এক দল ভারতের সুপার এইট ইতোমধ্যে নিশ্চিত হওয়ায়) থাকা দলও সেখানে সরাসরি খেলবে। সবমিলিয়ে এবারের মতোই সেখানেও প্রতিযোগী দল থাকবে ২০টি।

ফলে এবারের আসরে এখন পর্যন্ত সুপার এইট নিশ্চিত হওয়া ৬টি দল ২০২৬ বিশ্বকাপ খেলার যোগ্যতা অর্জন করেছে। যাদের সঙ্গে যুক্ত হবে আরও দুই দল। আয়োজক দেশ হিসেবে ভারত ও শ্রীলঙ্কা আগেই অংশগ্রহণ নিশ্চিত করেছে। তাই এবারের আসরের গ্রুপ পর্ব থেকে বাদ পড়লেও তেমন কোনো ঝামেলায় পড়তে হচ্ছে না লঙ্কানদের। সুপার এইট থেকে অংশ নেবে ৮টি দল।

একইভাবে এবারের আসর থেকে বাদ পড়া পাকিস্তান, নিউজিল্যান্ডকেও (আগামী ৩০ জুনের মধ্যে র‌্যাঙ্কিংয়ের শীর্ষ তিনে থাকে) বাছাইপর্ব পেরিয়ে বিশ্বকাপের মূলপর্বে খেলতে হবে। এ ছাড়া ইউরোপ থেকে ২টি, পূর্ব এশিয়া ও আমেরিকা থেকে একটি করে, এশিয়া বাছাইপর্ব ও আফ্রিকা বাছাইপর্ব থেকে ২টি করে মোট ২০টি দল ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেবে।

এদিকে, সুপার এইটে ওঠার লড়াইয়ে ইংল্যান্ড এগিয়ে থাকলেও, তাদের প্রতিদ্বন্দ্বিতা চলছে স্কটল্যান্ডের সঙ্গে। আবার ডি গ্রুপ থেকে বাংলাদেশ বড় দাবিদার হলেও, নেদারল্যান্ডসের সঙ্গে তাদের প্রতিদ্বন্দ্বিতা। অর্থাৎ এই চার দল থেকে যে দুই দলই সুপার এইটে ‍উঠবে তারা পরবর্তী বিশ্বকাপে সরাসরি এবং বাদ পড়া দল বাছাইপর্ব খেলে আসতে হবে। এখন পর্যন্ত সুপার এইট নিশ্চিত হয়েছে– ‘এ’ গ্রুপ থেকে ভারত ও যুক্তরাষ্ট্র, ‘বি’ গ্রুপ থেকে অস্ট্রেলিয়া, ‘সি’ গ্রুপ থেকে আফগানিস্তান ও ওয়েস্ট ইন্ডিজ এবং ‘ডি’ গ্রুপ থেকে দক্ষিণ আফ্রিকা।


টি-২০ বিশ্বকাপ   ক্রিকেট   সুপার এইট  


মন্তব্য করুন


ইনসাইড গ্রাউন্ড

ফাইনালে হাসলো কোহলির ব্যাট, ভারতের বড় সংগ্রহ

প্রকাশ: ১০:০৯ পিএম, ২৯ জুন, ২০২৪


Thumbnail

টি-২০ বিশ্বকাপের নবম আসরের মেগা ফাইনালে মুখোমুখি হয়েছে ভারত ও দক্ষিণ আফ্রিকা। যেখানে আগে ব্যাট করে কোহলির অর্ধশতকে ১৭৬ রান সংগ্রহ করেছে ভারত। জিততে হলে দক্ষিণ আফ্রিকার প্রয়োজন ১৭৭ রান।

বার্বাডোজের কেনসিংটন ওভালে আজ টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। প্রথম ওভারে ১৫ রান যোগ করেন তিনি ও বিরাট কোহলি। তবে দ্বিতীয় ওভারে এসে রোহিতকে আউট করেন কেশভ মহারাজ। একই ওভারে রিশাভ পান্টকেও সাজঘরে ফেরান এ স্পিনার।

সূর্যকুমার যাদব বরাবরই দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ভালো খেলেন। তবে আজ ব্যর্থ তিনি। তাকে ৩ রানে সাজঘরে ফেরান কাগিসো রাবাদা। শুরুতেই ৩ উইকেট হারিয়ে ব্যাকফুটে চলে যায় ভারত। সেখান থেকে দলের হাল ধরেন কোহলি ও আক্সার প্যাটেল।

প্রোটিয়া বোলারদের আক্রমণ সামলে দলকে এগিয়ে নিতে থাকেন কোহলি ও আক্সার। দুজনে গড়েন ৭২ রানের জুটি। ফিফটির পথে ছিলেন আক্সার। তবে ডি ককের অবিশ্বাস্য থ্রোতে রান আউট হন তিনি। এর আগে করেন ৪৭ রান।

আক্সার না পারলেও ঠিকই অর্ধশতক পূরণ করেন কোহলি। ৫৯ বলে ৭৬ রানের দুর্দান্ত এক ইনিংস খেলে সাজঘরে ফেরেন তিনি। অন্যপ্রান্তে ২৭ রানের ক্যামিও খেলেন দুবে। প্রোটিয়াদের হয়ে মহারাজ ও নরকিয়া দুটি এবং রাবাদা ও জানসেন একটি করে উইকেট নেন।

ভারত একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), বিরাট কোহলি, রিশাভ পান্ট, সূর্যকুমার যাদব, শিবম দুবে, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, আর্শদীপ সিং, জাসপ্রিত বুমরাহ।

দক্ষিণ আফ্রিকা একাদশ: কুইন্টন ডি কক, রেজা হেনড্রিকস, এইডেন মার্করাম (অধিনায়ক), হেনরিখ ক্লাসেন, ডেভিড মিলার, ত্রিস্টান স্টাবস, মার্কো জানসেন, কেশভ মহারাজ, কাগিসো রাবাদা ও আনরিখ নরকিয়া।


টি-২০ বিশ্বকাপ   ফাইনাল   ভারত   দক্ষিণ আফ্রিকা  


মন্তব্য করুন


ইনসাইড গ্রাউন্ড

কোহলি-আক্সারের ব্যাটে ভারতের লড়াই

প্রকাশ: ০৯:২৩ পিএম, ২৯ জুন, ২০২৪


Thumbnail

চলমান টি-২০ বিশ্বকাপের মেগা ফাইনালে মুখোমুখি হয়েছে ভারত ও দক্ষিণ আফ্রিকা। যেখানে আগে ব্যাট করতে নেমে শুরুতেই ৩ উইকেট হারিয়ে চাপে পড়লেও পরবর্তীতে কোহলি-আক্সারের ব্যাটে লড়ছে তারা।

বার্বাডোজের কেনসিংটন ওভালে এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১২ ওভারে তিন উইকেটে ৯৩ রান সংগ্রহ করেছে ভারত।

চলমান আসরে এখন পর্যন্ত অপরাজিত ভারত ও দক্ষিণ আফ্রিকা। শিরোপার মঞ্চে যারা হারবে টুর্নামেন্টে প্রথম হারের সঙ্গে শিরোপাও হাতছাড়া হবে তাদের। স্বাভাবিকভাবেই ম্যাচটিতে যে কেউ কাউকে ছেড়ে কথা বলবে না, তা অনুমেয়।

আজ টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। প্রথম ওভারে ১৫ রান যোগ করেন তিনি ও বিরাট কোহলি। তবে দ্বিতীয় ওভারে এসে রোহিতকে আউট করেন কেশভ মহারাজ। একই ওভারে রিশাভ পান্টকেও সাজঘরে ফেরান এ স্পিনার।

সূর্যকুমার যাদব বরাবরই দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ভালো খীন। তবে আজ ব্যর্থ তিনি। তাকে ৩ রানে সাজঘরে ফেরান কাগিসো রাবাদা। শুরুতেই ৩ উইকেট হারিয়ে ব্যাকফুটে চলে যায় ভারত। তবে সেখান থেকে দলের হাল ধরেছেন কোহলি ও আক্সার প্যাটেল।

প্রোটিয়া বোলারদের আক্রমণ সামলে দলকে এগিয়ে নিচ্ছেন কোহলি ও আক্সার। এ দুই ব্যাটার যথাক্রমে ৩৬ ও ২৬ রানে অপরাজিত আছেন।


টি-২০ বিশ্বকাপ   ফাইনাল   ভারত   দক্ষিণ আফ্রিকা  


মন্তব্য করুন


ইনসাইড গ্রাউন্ড

রোহিত-পান্টের পর সাজঘরে সূর্যকুমারও, ব্যাকফুটে ভারত

প্রকাশ: ০৯:০১ পিএম, ২৯ জুন, ২০২৪


Thumbnail

চলমান টি-২০ বিশ্বকাপের ফাইনালে আজ মুখোমুখি হয়েছে ভারত ও দক্ষিণ আফ্রিকা। যেখানে আগে ব্যাট করতে নেমে শুরুতেই ৩ উইকেট হারিয়ে ব্যাকফুটে রোহিত শর্মার দল।

বার্বাডোজের কেনসিংটন ওভালে এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৫ ওভারে তিন উইকেটে ৩৯ রান সংগ্রহ করেছে ভারত।

চলমান আসরে এখন পর্যন্ত অপরাজিত ভারত ও দক্ষিণ আফ্রিকা। শিরোপার মঞ্চে যারা হারবে টুর্নামেন্টে প্রথম হারের সঙ্গে শিরোপাও হাতছাড়া হবে তাদের। স্বাভাবিকভাবেই ম্যাচটিতে যে কেউ কাউকে ছেড়ে কথা বলবে না, তা অনুমেয়।

আজ টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। প্রথম ওভারে ১৫ রান যোগ করেন তিনি ও বিরাট কোহলি। তবে দ্বিতীয় ওভারে এসে রোহিতকে আউট করেন কেশভ মহারাজ। একই ওভারে রিশাভ পান্টকেও সাজঘরে ফেরান এ স্পিনার।

এরপর ক্রিজে আসেন টি-২০ স্পেশালিস্ট সূর্যকুমার যাদব। আজ তিনিও ব্যর্থ হয়েছেন। তাকে ৩ রানে সাজঘরে ফেরান কাগিসো রাবাদা। এ অবস্থায় ব্যাকফুটে ভারত। কোহলির ব্যাটে লড়ার স্বপ্ন দেখছে তারা।

ভারত একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), বিরাট কোহলি, রিশাভ পান্ট, সূর্যকুমার যাদব, শিবম দুবে, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, আর্শদীপ সিং, জাসপ্রিত বুমরাহ।

দক্ষিণ আফ্রিকা একাদশ: কুইন্টন ডি কক, রেজা হেনড্রিকস, এইডেন মার্করাম (অধিনায়ক), হেনরিখ ক্লাসেন, ডেভিড মিলার, ত্রিস্টান স্টাবস, মার্কো জানসেন, কেশভ মহারাজ, কাগিসো রাবাদা ও আনরিখ নরকিয়া।


টি-২০ বিশ্বকাপ   ফাইনাল   ভারত   দক্ষিণ আফ্রিকা  


মন্তব্য করুন


ইনসাইড গ্রাউন্ড

ফাইনালে পর পর দুই উইকেট হারিয়ে চাপে ভারত

প্রকাশ: ০৮:৪৪ পিএম, ২৯ জুন, ২০২৪


Thumbnail

চলমান টি-২০ বিশ্বকাপের ফাইনালে আজ মুখোমুখি হয়েছে ভারত ও দক্ষিণ আফ্রিকা। যেখানে রোহিত-কোহলি উড়ন্ত শুরু করলেও পর পর দুই উইকেট হারিয়ে বেশ চাপে পড়েছে তারা।

বার্বাডোজের কেনসিংটন ওভালে এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১.৪ ওভারে এক উইকেটে ২৩ রান সংগ্রহ করেছে ভারত।

চলমান আসরে এখন পর্যন্ত অপরাজিত ভারত ও দক্ষিণ আফ্রিকা। শিরোপার মঞ্চে যারা হারবে টুর্নামেন্টে প্রথম হারের সঙ্গে শিরোপাও হাতছাড়া হবে তাদের। স্বাভাবিকভাবেই ম্যাচটিতে যে কেউ কাউকে ছেড়ে কথা বলবে না, তা অনুমেয়।

আজ টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। দলের হয়ে ইনিংস উদ্বোধনে তার সঙ্গে নামেন বিরাট কোহলি। প্রথম ওভারেই ১৫ রান যোগ করেন দুজন। তবে দ্বিতীয় ওভারে এসে রোহিত ও পান্টকে আউট করেছেন কেশভ মহারাজ।

ভারত একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), বিরাট কোহলি, রিশাভ পান্ট, সূর্যকুমার যাদব, শিবম দুবে, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, আর্শদীপ সিং, জাসপ্রিত বুমরাহ।

দক্ষিণ আফ্রিকা একাদশ: কুইন্টন ডি কক, রেজা হেনড্রিকস, এইডেন মার্করাম (অধিনায়ক), হেনরিখ ক্লাসেন, ডেভিড মিলার, ত্রিস্টান স্টাবস, মার্কো জানসেন, কেশভ মহারাজ, কাগিসো রাবাদা ও আনরিখ নরকিয়া।


টি-২০ বিশ্বকাপ   ফাইনাল   ভারত   দক্ষিণ আফ্রিকা  


মন্তব্য করুন


ইনসাইড গ্রাউন্ড

শিরোপার লড়াইয়ে টসে জিতে ব্যাটিংয়ে ভারত

প্রকাশ: ০৮:০৯ পিএম, ২৯ জুন, ২০২৪


Thumbnail

চলমান টি-২০ বিশ্বকাপের ফাইনালে আজ মুখোমুখি হচ্ছে ভারত ও দক্ষিণ আফ্রিকা। শিরোপার স্বাদ গ্রহণের জন্য মুখিয়ে রয়েছে দুই অপরাজিত পরাশক্তি। আর শিরোপার মঞ্চে যারা হারবে টুর্নামেন্টে প্রথম হারের সঙ্গে শিরোপাও হাতছাড়া হবে তাদের। স্বাভাবিকভাবেই ম্যাচটিতে যে কেউই ছেড়ে কথা বলবে না, তা অনুমেয়।

শনিবার বার্বাডোজের কেনসিংটন ওভালে মুখোমুখি হবে ভারত-দক্ষিণ আফ্রিকা। ম্যাচটি শুরু হবে রাত ৮টায়। আর খেলা দেখাবে নাগরিক টিভি ও স্টার স্পোর্টস-১।

এর আগে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। শিরোপার লড়াইয়ে অপরিবর্তিত একাদশ নিয়ে মাঠে নামবে দুদলই।

ভারত একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), বিরাট কোহলি, রিষাভ পান্ট, সূর্যকুমার যাদব, শিবম দুবে, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, আর্শদীপ সিং, জাসপ্রিত বুমরাহ।

দক্ষিণ আফ্রিকা একাদশ: কুইন্টন ডি কক, রেজা হেনড্রিকস, এইডেন মার্করাম (অধিনায়ক), হেনরিখ ক্লাসেন, ডেভিড মিলার, ত্রিস্টান স্টাবস, মার্কো জানসেন, কেশভ মহারাজ, কাগিসো রাবাদা ও আনরিখ নরকিয়া।


টি-২০ বিশ্বকাপ   ফাইনাল   ভারত   দক্ষিণ আফ্রিকা  


মন্তব্য করুন


বিজ্ঞাপন