ইনসাইড গ্রাউন্ড

যুক্তরাষ্ট্রের বিপক্ষে বড় সংগ্রহ দক্ষিণ আফ্রিকার

প্রকাশ: ১০:৩৬ পিএম, ১৯ জুন, ২০২৪


Thumbnail

নবম টি-২০ বিশ্বকাপে সুপার এইটের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে লড়ছে স্বাগতিক যুক্তরাষ্ট্র। যেখানে আমেরিকান বোলারদের তুলোধুনো করে রান পাহাড়ে চড়েছে প্রোটিয়ারা।

অ্যান্টিগুয়ার স্যার ভিভ রিচার্ডস স্টেডিয়ামে নির্ধারিত ২০ ওভারে চার উইকেটে ১৯৪ রান সংগ্রহ করেছে দক্ষিণ আফ্রিকা। দলের হয়ে সর্বোচ্চ ৭৪ রানের ইনিংস উপহার দিয়েছেন কুইন্টন ডি কক।

বুধবার টস জিতে দক্ষিণ আফ্রিকাকে ব্যাটিংয়ে পাঠান যুক্তরাষ্ট্র অধিনায়ক অ্যারন জোন্স। দলটির হয়ে ইনিংস উদ্বোধনে নামেন রেজা হেনড্রিকস ও কুইন্টন ডি কক। তবে ভয়ংকর হয়ে ওঠার আগেই এ জুটিতে আঘাত করেছেন সৌরভ।

ইনিংসের তৃতীয় ওভারে অ্যান্ডারসনের ক্যাচ বানিয়ে রেজাকে সাজঘরের পথ দেখান সৌরভ। এরপর ক্রিজে আসেন এইডেন মার্করাম। তার সঙ্গে ১১০ রানের জুটি গড়েন ডি কক। সেই সঙ্গে ব্যক্তিগত অর্ধশতকও তুলে নেন বাঁহাতি এই ব্যাটার।

ভয়ংকর হয়ে ওঠা এ জুটি ভাঙেন হারমীত সিং। ইনিংসের ১৩তম ওভারে ডি কককে শায়ানের ক্যাচ বানান তিনি। আউট হওয়ার আগে ৪০ বলে ৭৪ রানের দুর্দান্ত ইনিংস খেলেন এ প্রোটিয়া ওপেনার।

পরে বাইশ গজে এসেই উইকেট বিলিয়ে দেন ডেভিড মিলার। তার উইকেটও নেন হারমীত। ব্যাট হাতে তাণ্ডব চালিয়েও ফিফটির আক্ষেপ নিয়ে সাজঘরে ফেরেন মার্করাম। নেত্রাভালকারের বলে আউট হওয়ার আগে ৪৬ রান করেন এই ব্যাটার।

শেষের দিকে ত্রিস্টান স্টাবস ও হেনরিখ ক্লাসেনের ৫৩ রানের জুটিতে প্রোটিয়াদের ইনিংস থামে ১৯৪ রানে। ব্যাট হাতে ক্লাসেন ৩৬ ও স্টাবস ২০ রানে অপরাজিত ছিলেন।

যুক্তরাষ্ট্রের হয়ে দুটি করে উইকেট নেন সৌরভ নেত্রাভালকার ও হারমীত সিং।

যুক্তরাষ্ট্র   দক্ষিণ আফ্রিকা   টি-২০ বিশ্বকাপ   সুপার এইট  


মন্তব্য করুন


ইনসাইড গ্রাউন্ড

কোহলি-আক্সারের ব্যাটে ভারতের লড়াই

প্রকাশ: ০৯:২৩ পিএম, ২৯ জুন, ২০২৪


Thumbnail

চলমান টি-২০ বিশ্বকাপের মেগা ফাইনালে মুখোমুখি হয়েছে ভারত ও দক্ষিণ আফ্রিকা। যেখানে আগে ব্যাট করতে নেমে শুরুতেই ৩ উইকেট হারিয়ে চাপে পড়লেও পরবর্তীতে কোহলি-আক্সারের ব্যাটে লড়ছে তারা।

বার্বাডোজের কেনসিংটন ওভালে এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১২ ওভারে তিন উইকেটে ৯৩ রান সংগ্রহ করেছে ভারত।

চলমান আসরে এখন পর্যন্ত অপরাজিত ভারত ও দক্ষিণ আফ্রিকা। শিরোপার মঞ্চে যারা হারবে টুর্নামেন্টে প্রথম হারের সঙ্গে শিরোপাও হাতছাড়া হবে তাদের। স্বাভাবিকভাবেই ম্যাচটিতে যে কেউ কাউকে ছেড়ে কথা বলবে না, তা অনুমেয়।

আজ টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। প্রথম ওভারে ১৫ রান যোগ করেন তিনি ও বিরাট কোহলি। তবে দ্বিতীয় ওভারে এসে রোহিতকে আউট করেন কেশভ মহারাজ। একই ওভারে রিশাভ পান্টকেও সাজঘরে ফেরান এ স্পিনার।

সূর্যকুমার যাদব বরাবরই দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ভালো খীন। তবে আজ ব্যর্থ তিনি। তাকে ৩ রানে সাজঘরে ফেরান কাগিসো রাবাদা। শুরুতেই ৩ উইকেট হারিয়ে ব্যাকফুটে চলে যায় ভারত। তবে সেখান থেকে দলের হাল ধরেছেন কোহলি ও আক্সার প্যাটেল।

প্রোটিয়া বোলারদের আক্রমণ সামলে দলকে এগিয়ে নিচ্ছেন কোহলি ও আক্সার। এ দুই ব্যাটার যথাক্রমে ৩৬ ও ২৬ রানে অপরাজিত আছেন।


টি-২০ বিশ্বকাপ   ফাইনাল   ভারত   দক্ষিণ আফ্রিকা  


মন্তব্য করুন


ইনসাইড গ্রাউন্ড

রোহিত-পান্টের পর সাজঘরে সূর্যকুমারও, ব্যাকফুটে ভারত

প্রকাশ: ০৯:০১ পিএম, ২৯ জুন, ২০২৪


Thumbnail

চলমান টি-২০ বিশ্বকাপের ফাইনালে আজ মুখোমুখি হয়েছে ভারত ও দক্ষিণ আফ্রিকা। যেখানে আগে ব্যাট করতে নেমে শুরুতেই ৩ উইকেট হারিয়ে ব্যাকফুটে রোহিত শর্মার দল।

বার্বাডোজের কেনসিংটন ওভালে এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৫ ওভারে তিন উইকেটে ৩৯ রান সংগ্রহ করেছে ভারত।

চলমান আসরে এখন পর্যন্ত অপরাজিত ভারত ও দক্ষিণ আফ্রিকা। শিরোপার মঞ্চে যারা হারবে টুর্নামেন্টে প্রথম হারের সঙ্গে শিরোপাও হাতছাড়া হবে তাদের। স্বাভাবিকভাবেই ম্যাচটিতে যে কেউ কাউকে ছেড়ে কথা বলবে না, তা অনুমেয়।

আজ টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। প্রথম ওভারে ১৫ রান যোগ করেন তিনি ও বিরাট কোহলি। তবে দ্বিতীয় ওভারে এসে রোহিতকে আউট করেন কেশভ মহারাজ। একই ওভারে রিশাভ পান্টকেও সাজঘরে ফেরান এ স্পিনার।

এরপর ক্রিজে আসেন টি-২০ স্পেশালিস্ট সূর্যকুমার যাদব। আজ তিনিও ব্যর্থ হয়েছেন। তাকে ৩ রানে সাজঘরে ফেরান কাগিসো রাবাদা। এ অবস্থায় ব্যাকফুটে ভারত। কোহলির ব্যাটে লড়ার স্বপ্ন দেখছে তারা।

ভারত একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), বিরাট কোহলি, রিশাভ পান্ট, সূর্যকুমার যাদব, শিবম দুবে, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, আর্শদীপ সিং, জাসপ্রিত বুমরাহ।

দক্ষিণ আফ্রিকা একাদশ: কুইন্টন ডি কক, রেজা হেনড্রিকস, এইডেন মার্করাম (অধিনায়ক), হেনরিখ ক্লাসেন, ডেভিড মিলার, ত্রিস্টান স্টাবস, মার্কো জানসেন, কেশভ মহারাজ, কাগিসো রাবাদা ও আনরিখ নরকিয়া।


টি-২০ বিশ্বকাপ   ফাইনাল   ভারত   দক্ষিণ আফ্রিকা  


মন্তব্য করুন


ইনসাইড গ্রাউন্ড

ফাইনালে পর পর দুই উইকেট হারিয়ে চাপে ভারত

প্রকাশ: ০৮:৪৪ পিএম, ২৯ জুন, ২০২৪


Thumbnail

চলমান টি-২০ বিশ্বকাপের ফাইনালে আজ মুখোমুখি হয়েছে ভারত ও দক্ষিণ আফ্রিকা। যেখানে রোহিত-কোহলি উড়ন্ত শুরু করলেও পর পর দুই উইকেট হারিয়ে বেশ চাপে পড়েছে তারা।

বার্বাডোজের কেনসিংটন ওভালে এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১.৪ ওভারে এক উইকেটে ২৩ রান সংগ্রহ করেছে ভারত।

চলমান আসরে এখন পর্যন্ত অপরাজিত ভারত ও দক্ষিণ আফ্রিকা। শিরোপার মঞ্চে যারা হারবে টুর্নামেন্টে প্রথম হারের সঙ্গে শিরোপাও হাতছাড়া হবে তাদের। স্বাভাবিকভাবেই ম্যাচটিতে যে কেউ কাউকে ছেড়ে কথা বলবে না, তা অনুমেয়।

আজ টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। দলের হয়ে ইনিংস উদ্বোধনে তার সঙ্গে নামেন বিরাট কোহলি। প্রথম ওভারেই ১৫ রান যোগ করেন দুজন। তবে দ্বিতীয় ওভারে এসে রোহিত ও পান্টকে আউট করেছেন কেশভ মহারাজ।

ভারত একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), বিরাট কোহলি, রিশাভ পান্ট, সূর্যকুমার যাদব, শিবম দুবে, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, আর্শদীপ সিং, জাসপ্রিত বুমরাহ।

দক্ষিণ আফ্রিকা একাদশ: কুইন্টন ডি কক, রেজা হেনড্রিকস, এইডেন মার্করাম (অধিনায়ক), হেনরিখ ক্লাসেন, ডেভিড মিলার, ত্রিস্টান স্টাবস, মার্কো জানসেন, কেশভ মহারাজ, কাগিসো রাবাদা ও আনরিখ নরকিয়া।


টি-২০ বিশ্বকাপ   ফাইনাল   ভারত   দক্ষিণ আফ্রিকা  


মন্তব্য করুন


ইনসাইড গ্রাউন্ড

শিরোপার লড়াইয়ে টসে জিতে ব্যাটিংয়ে ভারত

প্রকাশ: ০৮:০৯ পিএম, ২৯ জুন, ২০২৪


Thumbnail

চলমান টি-২০ বিশ্বকাপের ফাইনালে আজ মুখোমুখি হচ্ছে ভারত ও দক্ষিণ আফ্রিকা। শিরোপার স্বাদ গ্রহণের জন্য মুখিয়ে রয়েছে দুই অপরাজিত পরাশক্তি। আর শিরোপার মঞ্চে যারা হারবে টুর্নামেন্টে প্রথম হারের সঙ্গে শিরোপাও হাতছাড়া হবে তাদের। স্বাভাবিকভাবেই ম্যাচটিতে যে কেউই ছেড়ে কথা বলবে না, তা অনুমেয়।

শনিবার বার্বাডোজের কেনসিংটন ওভালে মুখোমুখি হবে ভারত-দক্ষিণ আফ্রিকা। ম্যাচটি শুরু হবে রাত ৮টায়। আর খেলা দেখাবে নাগরিক টিভি ও স্টার স্পোর্টস-১।

এর আগে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। শিরোপার লড়াইয়ে অপরিবর্তিত একাদশ নিয়ে মাঠে নামবে দুদলই।

ভারত একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), বিরাট কোহলি, রিষাভ পান্ট, সূর্যকুমার যাদব, শিবম দুবে, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, আর্শদীপ সিং, জাসপ্রিত বুমরাহ।

দক্ষিণ আফ্রিকা একাদশ: কুইন্টন ডি কক, রেজা হেনড্রিকস, এইডেন মার্করাম (অধিনায়ক), হেনরিখ ক্লাসেন, ডেভিড মিলার, ত্রিস্টান স্টাবস, মার্কো জানসেন, কেশভ মহারাজ, কাগিসো রাবাদা ও আনরিখ নরকিয়া।


টি-২০ বিশ্বকাপ   ফাইনাল   ভারত   দক্ষিণ আফ্রিকা  


মন্তব্য করুন


ইনসাইড গ্রাউন্ড

ফাইনালে ভারত ও দক্ষিণ আফ্রিকার সম্ভাব্য একাদশ

প্রকাশ: ০৭:১৭ পিএম, ২৯ জুন, ২০২৪


Thumbnail

চলমান টি-২০ বিশ্বকাপের বাকি আর মাত্র একটি ম্যাচ। এরপরই পর্দা নামার পাশাপাশি মিলবে নতুন চ্যাম্পিয়নদের দেখা। যেখানে শিরোপার স্বাদ গ্রহণের জন্য মুখিয়ে রয়েছে দুই অপরাজিত পরাশক্তি ভারত ও দক্ষিণ আফ্রিকা।

আর মাত্র কয়েক ঘণ্টা পরেই সেই মাহেন্দ্রক্ষণ, যখন শুরু হবে শিরোপা জয়ের লড়াই। বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টা শুরু হবে ম্যাচটি। টুর্নামেন্টে এখনও পর্যন্ত অপরাজিত রয়েছে এই দুই দলই। তাই বলার অপেক্ষা রাখে না যে, আজ কেউই কাউকে ছেড়ে কথা বলবে না। লড়াইটাও জমবে ভালো।

ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে বার্বাডোজের কিংস্টোন ওভালে। তাই এখন আলোচনার মূল বিষয় কেমন হতে পারে দুই দলের একাদশ। টানা ম্যাচ জিতলেও ফাইনাল নিয়ে বেশ সতর্ক দুই দল। এই ভেন্যুতে সবশেষ ম্যাচে আফগানদের ১১৫ রানে রুখে দিয়েছিল বাংলাদেশ।

কিন্তু জবাব দিতে নেমে ১০৫ রানেই গুঁটিয়ে যায় টাইগাররা। তার আগের ম্যাচে যুক্তরাষ্ট্র ১১৫ রানে অলআউট হলেও বড় জয় পায় ইংলিশরা। তবে ফাইনাল ম্যাচে ফ্ল্যাট উইকেটেই খেলা হওয়ার সম্ভাবনা বেশি। তাই একাদশেও পরিবর্তন আসতে পারে।

গত দুই ম্যাচ দুই পেসার নিয়ে খেলেছে ভারত। গায়নায় স্পিনের সুবিধা নিতে অক্ষর প্যাটেলকে খেলা হয়। ম্যাচসেরাও হন তিনি। তবে ফাইনালে যদি এক পেসার বাড়াতে চান তাহলে জায়গা হারাতে পারেন অক্ষর। তা ছাড়া বাকি দশটি জায়গা অপরিবর্তিত থাকার সম্ভাবনায় বেশি।

বিরাট কোহলির অফ ফর্মে থাকলেও তাকে নিয়ে তাড়াচাড়া করতে চান না কোচ রাহুল দ্রাবিড় এবং অধিনায়ক রোহিত শর্মা। কোহলির অভিজ্ঞার উপর ভরসা রাখছেন তারা।

অন্যদিকে সেমিফাইনালের অপরিবর্তিত একাদশ নিয়ে মাঠে নামতে পারে দক্ষিণ আফ্রিকা। ভারতের জাদেজা-কুলদ্বীপ থাকায় একজন বাড়তি পেসার নেওয়ার সুযোগ থাকলেও প্রোটিয়াদের হাতে সেই সুযোগ নেই। কারণ, দক্ষিণ আফ্রিকার দুই স্পিনার কেশব মহারাজ এবং তাব্রাইজ শামসিই মূল ভারসা।

প্রোটিয়াদের পেস ইউনিটে এনরিখ নয়কিয়ার সঙ্গে আগুন ঝরাবেন কাগিসো রাবাদা এবং মার্কো জানসেন।

ভারতের সম্ভাব্য একাদশ :
রোহিত শর্মা (অধিনায়ক), বিরাট কোহলি, ঋষভ পন্থ (উইকেটরক্ষক), সূর্যকুমার যাদব, শিভম দুবে, হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল/ মোহম্মদ সিরাজ, রবীন্দ্র জাদেজা, অর্শদীপ সিং, কুলদীপ যাদব ও জাসপ্রিত বুমরাহ।

দক্ষিণ আফ্রিকা সম্ভাব্য একাদশ : কুইন্টন ডি কক, রেজা হেন্ডরিক্স, এইডেন মার্করান, হেইনরিখ ক্লাসেন, ডেভিড মিলার, ত্রিস্টান স্টাবস, মার্কো জানসেন, কেশব মহারাজ, কাগিসো রাবাদা, এনরিখ নরকিয়া ও তাব্রাইজ শামসি।


টি-২০ বিশ্বকাপ   ফাইনাল   ভারত   দক্ষিণ আফ্রিকা  


মন্তব্য করুন


বিজ্ঞাপন