কালার ইনসাইড

সরকার অ্যানিমেশন ফিল্ম শিল্প সম্প্রসারণে উদ্যোগ নিয়েছে: পলক

প্রকাশ: ০৯:১৪ এএম, ২৮ জুন, ২০২৪


Thumbnail

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন যে, ২০৩০ সালের মধ্যে বৈশ্বিক অ্যানিমেশন শিল্পের বাজার প্রায় ৬০০ বিলিয়ন ডলারে পৌঁছাবে। এই সুযোগে দেশের তরুণদের সৃজনশীলতাকে কাজে লাগাতে "ফিউচার অ্যানিমেটর্স অ্যান্ড ক্রিয়েটিভ ইকোনমি (ফেস অব স্মার্ট বাংলাদেশ)" প্রকল্প হাতে নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৭ জুন) বঙ্গবন্ধু সামরিক জাদুঘর স্টার সিনেপ্লেক্সে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শৈশব-কৈশোর নিয়ে নির্মিত অ্যানিমেশন ফিল্ম ‘খোকা’-র প্রিমিয়ার শোতে তিনি এসব কথা বলেন। প্রতিমন্ত্রী পলক পথশিশু এবং শিক্ষার্থীদের সঙ্গে ফিল্মটি উপভোগ করেন।

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের ‘মোবাইল গেম ও অ্যাপ্লিকেশনের দক্ষতা উন্নয়ন’ প্রকল্পের উদ্যোগে ১১ পর্বের সিরিজটি অ্যানিমেশন ফিল্ম হিসেবে প্রদর্শিত হয়। প্রায় ৯৬ মিনিটের এই ফিল্মটি বাংলাদেশের ইতিহাসে দীর্ঘতম অ্যানিমেশন ফিল্ম বলে উল্লেখ করেন নির্মাতারা। সিরিজটি উপভোগের পর প্রতিমন্ত্রী পলক বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের স্বাধীন বাংলাদেশ উপহার দিয়েছেন এবং সোনার বাংলা গড়ার ভিত্তি স্থাপন করেছেন। তার শৈশব-কৈশোরকে আমরা অ্যানিমেশনের মাধ্যমে শিশু-কিশোরদের কাছে উপস্থাপন করেছি।

তিনি আরও বলেন, মোবাইল গেম ও অ্যাপ্লিকেশন প্রকল্পের আওতায় প্রায় ২৮ হাজার মোবাইল অ্যাপ এবং গেম ডেভেলপার তৈরি করা হয়েছে। দেশের ৩২টি বিশ্ববিদ্যালয় ও পলিটেকনিক ইনস্টিটিউটে মোবাইল অ্যাপস এবং গেমিং ল্যাব, ৮টি বিশ্ববিদ্যালয়ে অ্যাপ-গেম টেস্টিং সেন্টার এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি আধুনিক শেখ রাসেল অ্যানিমেশন স্টুডিও স্থাপন করা হয়েছে। ফ্রান্সের সঙ্গে যৌথভাবে "সং অব ঝিনুক" এবং "দ্য স্ট্রাগল" নামে দুটি অ্যানিমেশন মুভি তৈরি হবে, যা পরিবেশ, জলবায়ু সংকট এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার সংগ্রামী জীবনকে তুলে ধরবে।

অ্যানিমেটেড সিরিজটি দেশের জনগণ ও নতুন প্রজন্মকে মানবিক হতে এবং দেশপ্রেমে উদ্বুদ্ধ করতে বিশেষ ভূমিকা রাখবে। দেশীয় অ্যানিমেটরদের দ্বারা নির্মিত হওয়ায় সব বয়সের দর্শকরা সহজেই বঙ্গবন্ধুর শৈশব-কৈশোরের জীবনী সম্পর্কে জানতে পারবেন।

‘মোবাইল গেম ও অ্যাপ্লিকেশনের দক্ষতা উন্নয়ন’ প্রকল্পের পরিচালক মোহাম্মদ আনোয়ার হোসেনের তত্ত্বাবধানে সিরিজটি পরিচালনা করেছেন প্রোল্যান্সার স্টুডিওর সোহেল মোহাম্মদ রানা। প্রযোজক ছিলেন এম ই চৌধুরী শামীম, নির্বাহী প্রযোজক শেখ অলিদুর রহমান হীরা ও দিলারা আফরোজ খান রুপা।

বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত নাট্যকার মাসুম রেজা, রতন সিদ্দিকি, আহমেদ সাদ রিজভী, শেখ সাদি, মিথুন হাসান প্রমুখ এই সিরিজের সংলাপ রচনা করেছেন। ভয়েস ডিরেকশনের দায়িত্বে ছিলেন রফিকুল সেলিম এবং লিড ক্যারেক্টার ডিজাইনার ছিলেন যাওয়াদ মাহমুদ। সিরিজটি টিম অ্যাসোসিয়েট, মার্স সলিউশন, ম্যাজিক ইমেজ এবং প্রোল্যান্সার স্টুডিও দ্বারা নির্মিত।


জুনাইদ আহমেদ পলক   প্রতিমন্ত্রী   অ্যানিমেশন  


মন্তব্য করুন


কালার ইনসাইড

হিমুর মৃত্যুর ঘটনায় মামলার তদন্ত প্রতিবেদন দাখিল পেঁছালো

প্রকাশ: ০৭:৪৯ পিএম, ০২ জুলাই, ২০২৪


Thumbnail

ছোট পর্দার অভিনেত্রী হুমায়রা হিমুর মৃত্যু নিয়ে নানা চাঞ্চল্যকর তথ্য প্রকাশ পেয়েছে এবং তার এক বন্ধুকে আটক করা হয়েছে। হুমায়রা হিমুর মৃত্যুর ঘটনায় আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে করা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ পিছিয়ে আগামী ১ আগস্ট নির্ধারণ করেছেন আদালত।

সোমবার (১ জুলাই) শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নুরুল হুদা চৌধুরীর আদালত এই তারিখ নির্ধারণ করেন। এদিন মামলাটি তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ছিল, কিন্তু পুলিশ তা দাখিল করতে পারেনি। এজন্য বিচারক নতুন তারিখ নির্ধারণ করেন।

মামলার অভিযোগ থেকে জানা যায়, ঘটনার দিন হিমুর বাসায় তার প্রেমিক মোহাম্মদ জিয়াউদ্দিন ওরফে রুফি (৩৬) এবং মেকআপম্যান মিহির ছিলেন। মিহির হিমুর বাসাতেই থাকতেন এবং রুফি ছয় মাস ধরে নিয়মিতভাবে সেখানে যাতায়াত করতেন এবং মাঝে মাঝে রাত্রীযাপন করতেন।

অভিযোগে উল্লেখ করা হয়, গত ১ নভেম্বর হিমু রুফির মোবাইল নম্বর ও ভিগো আইডি ব্লক করে দেন, যা নিয়ে তাদের মধ্যে ঝামেলা হয়। ২ নভেম্বর বিকাল ৩টার দিকে রুফি বাসায় এসে কলিং বেল বাজালে মিহির মেইন দরজা খুলে দেন এবং রুফি বাসায় প্রবেশ করেন। মিহির তার রুমে চলে যান। ৫টার দিকে রুফি মিহির রুমে এসে চিৎকার করে জানান হিমু আত্মহত্যা করেছে।

পরে মিহির জিজ্ঞাসা করলে রুফি জানান তিনি বাথরুমে ছিলেন। এসময় হিমু সিলিং ফ্যানের হুকের সঙ্গে রশি লাগিয়ে আত্মহত্যা করেন। মিহির হিমুর রুমে গিয়ে তাকে ফাঁস নেওয়া অবস্থায় পান এবং রুমে দুটি কাঁচের গ্লাস ভাঙা অবস্থায় দেখতে পান। তাৎক্ষণিক তারা দুজন হিমুকে নামিয়ে উত্তরা আধুনিক মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। রুফি হিমুর মোবাইল ফোন দুটি নিয়ে কৌশলে চলে যান।

গত বছরের ২ নভেম্বর ছোট পর্দার অভিনেত্রী হুমায়রা হিমু মৃত্যুবরণ করেন। রাজধানীর উত্তরায় নিজ বাসায় আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হয়। 

হিমুর মৃত্যুর ঘটনায় তার খালা নাহিদ আক্তার ২ নভেম্বর রাতে জিয়াউদ্দিন ওরফে রুফিকে আসামি করে মামলা করেন। মামলার পর রুফিকে গ্রেফতার করে পুলিশ।


হুমায়রা হিমু   আত্মহত্যা   গ্রেফতার   পুলিশ  


মন্তব্য করুন


কালার ইনসাইড

আজ 'চিরসবুজ' জয়া আহসানের জন্মদিন

প্রকাশ: ০৫:৫০ পিএম, ০১ জুলাই, ২০২৪


Thumbnail

আজ চিরসবুজ তারকা জয়া আহসানের জন্মদিন। দুই বাংলায় একের পর এক সফল সিনেমায় অভিনয় করে প্রতিনিয়ত নিজেকে ছাড়িয়ে যাচ্ছেন তিনি। নির্মাতা, প্রযোজক এবং দর্শকের কাছেও জনপ্রিয়তার শীর্ষে জয়া আহসান। নিজের এই বিশেষ দিনে ‘কলঙ্ক’ মোছার প্রতিশ্রুতি দিয়েছেন জয়া। সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও শেয়ার করে এমনটাই জানিয়েছেন তিনি।

তবে কোন ‘কলঙ্ক’ মোছার কথা বলছেন জয়া-এমন প্রশ্ন অনেকের মনে। সৌকর্য ঘোষাল পরিচালিত ‘ওসিডি’ সিনেমা দেখলেই বোঝা যাবে পুরো ঘটনা। মূলত, জয়া তার জন্মদিনে এই সিনেমার ফার্স্টলুক টিজার শেয়ার করেছেন। ক্যাপশনে লিখেছেন, "চাঁদের কলঙ্ক কি পরিষ্কার হয়? জীবনের কলঙ্ক? সমাজের কলঙ্ক? উত্তর নিয়ে আসছে #ওসিডি এবার প্রাণপণে সরাবে জঞ্জাল!"

জয়া আহসানের জন্মদিন উপলক্ষে টালিউডে তার প্রথম সিনেমার পরিচালক অরিন্দম শীল আনন্দবাজারে লিখেছেন। সেখানে তিনি তুলে ধরেছেন জয়ার শিল্পী হিসেবে দায়বদ্ধতার একটি ঘটনার কথা। যখন জয়া কলকাতায় ‘আবর্ত’ সিনেমার শুটিং করছিলেন, তখন দেশে তার বাবার মৃত্যু হয়। নির্মাতা অরিন্দম শীল তখন জয়াকে ঢাকায় ফিরে যেতে বললেও, শ্যুটিং শেষ করে ফিরতে চেয়েছিলেন জয়া।

অরিন্দম শীলের ভাষ্য, "জয়া প্রসঙ্গে একটি ঘটনা না বললেই নয়। 'আবর্ত' সিনেমার শেষ দিনের শুটিং। লোকেশনের ফ্ল্যাটটি আমার বন্ধু হর্ষ নেওটিয়ার। লাঞ্চ ব্রেকের পর কাজ শুরু হবে। হঠাৎ আমার একজন সহকারী এসে বললেন, 'দাদা, জলদি আসুন। জয়াদি খুব কান্নাকাটি করছেন!' আমি ছুটে যেতেই দেখলাম, জয়ার দুচোখ বেয়ে জল পড়ছে। করুণ মুখে বলল, 'দাদা, বাবা আর নেই!' আমি সঙ্গে সঙ্গে ওকে ঢাকায় ফিরে যেতে বললাম, কিন্তু জয়া বলল, 'দাদা, আজকে শুটিং শেষ করতে না পারলে তো অনেক ক্ষতি হয়ে যাবে। আমি সিনটা করি।' আমি ওর কথা শুনে হতবাক! কী বলব, বুঝতে পারছি না। কিছুক্ষণ চুপ থেকে আমি ওকে তা-ও কাজ করতে বারণ করেছিলাম। তৎক্ষণাৎ ওর ঢাকা ফেরার ব্যবস্থা করলাম। হর্ষকে জানাতেই ও বলল, বাড়িটা রাখাই থাকবে। সবকিছু মিটিয়ে জয়া কলকাতায় আসার পর আমরা ছবির শুটিং শেষ করেছিলাম। এই হচ্ছে জয়া আহসান।"

জয়ার জন্য শুভকামনা জানিয়ে অরিন্দম লিখেছেন, "জয়াকে নিয়ে আমি খুবই গর্বিত। অভিনেত্রী হিসেবে ও বারবার আমাদের চমকে দিয়েছে। আরও অনেকটা পথ ওকে অতিক্রম করতে হবে। জন্মদিনে আমার কামনা, জয়া যেন তার পারিবারিক জীবনে সুখে-শান্তিতে থাকে। ভবিষ্যতে যেন ও আরও ভালো কাজ করে, সেটাই চাই। ওর সঙ্গে খুব দ্রুত একটা নতুন কাজ শুরু করার অপেক্ষায় রয়েছি।"

জয়ার অর্জনের ঝুঁলিতে রয়েছে এপার-ওপার বাংলার একঝাঁক পুরস্কার। এ পর্যন্ত তিনি পাঁচবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার, দুবার বাচসাস পুরস্কার, সাতবার মেরিল-প্রথম আলো পুরস্কার, তিনবার ভারতের ফিল্মফেয়ার এবং একবার টেলি সিনে পুরস্কার অর্জন করেছেন। এছাড়াও অসংখ্যবার পেয়েছেন মনোনয়ন।


জয়া আহসান   জন্মদিন   টালিউড   চিত্রনায়িকা  


মন্তব্য করুন


কালার ইনসাইড

চিত্রনায়িকা ববির বিরুদ্ধে হত্যাচেষ্টা ও চুরির মামলা

প্রকাশ: ০৩:৩৫ পিএম, ০১ জুলাই, ২০২৪


Thumbnail

চিত্রনায়িকা ইয়ামিন হক ববির বিরুদ্ধে চুরি ও হত্যার উদ্দেশ্যে মারপিট করার অভিযোগে মামলা করেছেন মুহাম্মাদ সাকিব উদ্দোজা। গত ২৩ জুন, শুক্রবার দুপুরে গুলশান থানায় এই মামলাটি দায়ের করা হয়, যার নম্বর ১৩/১৬৪। গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাজহারুল ইসলাম মামলার সত্যতা নিশ্চিত করেছেন। মামলার প্রথম আসামি মির্জা আবুল বাশার (৩৪) এবং দ্বিতীয় আসামি হিসেবে উল্লেখ করা হয়েছে ববিকে।

এ বিষয়ে তদন্ত করছেন গুলশান থানার উপপরিদর্শক আনোয়ার হোসাইন। তিনি জানান, ‘২৩ জুন মামলাটি হয়েছে। এরপরই ১৩ নম্বর মামলার বাদীর আসামিরা পাল্টা মামলা করেছেন। দুটি মামলাই বর্তমানে তদন্তাধীন রয়েছে। তদন্তের স্বার্থে এখনই কিছু বলা যাচ্ছে না।’

মামলার অভিযোগে উল্লেখ করা হয়েছে, ‘হত্যার উদ্দেশ্যে মারপিট করে সাধারণ ও গুরুতর জখম, চুরি, ক্ষতিসাধন ও ভয়ভীতি প্রদর্শনের অপরাধ।’

মামলার বাদী ওয়াইএন সেন্টারের এজিএম মুহাম্মাদ সাকিব উদ্দোজা জানান, তাঁদের কাছ থেকে রেস্টুরেন্ট ভাড়া নেন আমান নামের একজন। এটার অবস্থান গুলশান ২–এর ১১৩ নম্বর সড়কে। আমান অর্থনৈতিকভাবে পুষিয়ে উঠতে পারছিলেন না। পরে ব্যবসায় তৃতীয় পক্ষ হিসেবে যুক্ত করেন আবুল বাশার ও চিত্রনায়িকা ববিকে। রেস্টুরেন্টের জিনিসপত্র তাঁরা কিনে নিয়েছেন, সেভাবেই চুক্তি করেন বলে জানান সাকিব।

চুক্তি অনুযায়ী, আমানকে ৫৫ লাখ টাকা দেওয়ার কথা ছিল। ববি ও বাশার প্রথমে ১৫ লাখ, পরে ১০ লাখ টাকার চেক প্রদান করেন, যা পরে ডিজঅনার হয়। এ নিয়েই দ্বন্দ্বের সূত্রপাত।

সাকিব উদ্দোজা আরও জানান, আমান একসময় তাঁদের তৃতীয় পক্ষের কাছে ভাড়া নিতে বলেন এবং কয়েক মাসের ভাড়া বকেয়া থাকা সত্ত্বেও মে মাসের ভাড়া দেন। কিন্তু একই রসিদ দিয়ে আরও একটি বিল তৈরি করা হয়, যেখানে লেখা ছিল,

‘ওয়াইএনসি কর্তৃপক্ষ আরও সাত লাখ টাকা বুঝে পেয়েছে।’ যা ছিল মিথ্যা। এ নিয়ে বিরোধ চরমে পৌঁছালে সাকিব থানায় অভিযোগ ও ১৩ জুন জিডি করেন।

রেস্টুরেন্ট তালাবন্ধ করার পর বাশার উত্তেজিত হয়ে জনতার হাতে পিটুনি খেয়েছিলেন। পরে আবার এসে গেট ভেঙে ভেতরে প্রবেশ করে ম্যানেজার জয়নালসহ অন্যদের ভয়ভীতি দেখান। সাকিবের দাবি, বাশার তাঁর নাকে ঘুষি মারেন, যার ফলে ছয় ঘণ্টা রক্তপাত হয়। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং মামলা দায়ের হয়।

সাকিব উদ্দোজা আরো বলেন, ‘আমরা দুজনের নামে মামলা করেছি। তাঁরা আমাদের মালিকসহ সব কর্মীর নামে মামলা করেছেন। এ ছাড়া অজ্ঞাতনামা আরও ১০ জন। এ ঘটনার পর আমরা বসি। ঘটনার কোনো মীমাংসা হয় না। এর মধ্যেই গত শুক্রবার বাশার আবার তালা ভেঙে অনেক মালামাল নিয়ে যান। আমাদের হুমকি দিয়ে যান। পরে আমরাই এই খারাপ মানুষের হাত থেকে রক্ষার জন্য থানায় বসার পরিকল্পনা করেছি।’

ববির পক্ষ থেকে মো. আব্বাস বাদী হয়ে মামলা দায়ের করেন ভবনের মালিক শাহিনা ইয়াসমিন, তাঁর সন্তান জাওয়ান আল মামুনসহ ৭ জন ও অজ্ঞাতনামা ১০ থেকে ১২ জনের বিরুদ্ধে। মামলার এজাহারে উল্লেখ করা হয়,

‘পরস্পর যোগসাজশে হত্যার উদ্দেশ্যে মারপিট করে গুরুতর জখম করা হয়েছে। ৫৫ লাখ টাকার মালামাল চুরি করা হয়েছে। একটি ঘড়ি চুরি হয়েছে, যার দাম চার লাখ টাকা। এছাড়া নগদ ১ লাখ ৪৫ হাজার টাকা, দেড় ভরি স্বর্ণের চেইন ও একটি আইফোন চুরি হয়েছে। যা উদ্ধার হয়নি।’

এ বিষয়ে আবুল বাশার বলেন, ‘রেস্টুরেন্ট করার জন্য আমরা চুক্তিবদ্ধ হই। মূলত এটা ববির রেস্টুরেন্ট হওয়ার কথা ছিল, আমি ছিলাম অপারেশন পার্টনার। মে মাসের ভাড়াও দিয়েছি। আমাদের ইনভেস্টমেন্ট ৮০ থেকে ৯০ লাখ টাকার মতো হয়ে গেছে। আমরা মালিকপক্ষের কাছে বৈধতার কাগজ চাই। তাঁরা তা না দেওয়ায় ঝামেলা শুরু হয়।’

ঘটনার ফুটেজে দেখা যায়, ভবন থেকে আবুল বাশারকে মারধর করা হয়। বাশার জানান, ‘আমি ছিলাম একা, তাঁরা ১৫ থেকে ২০ জন ছিলেন।’

গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাজহারুল ইসলাম জানান, ‘থানায় দুই পক্ষের মধ্যে বৈঠক হয়েছে। মালিক ও ভাড়াটের মধ্যে বিরোধ আছে। তারা মামলা করেছে। দুই পক্ষই জামিনে আছে। তাদের মধ্যস্থতা করে দেওয়ার কোনো ইচ্ছা আমাদের নেই। যদি তাঁরা নিজেরা মিউচুয়াল করতে চায়, তাহলে তা তাদের ব্যাপার।’

  


ববি   চিত্রনায়িকা   হত্যা   চুরি   মামলা  


মন্তব্য করুন


কালার ইনসাইড

ভিকি জাহেদের নতুন হরর থ্রিলার 'একটি খোলা জানালা'

প্রকাশ: ০২:৩৫ পিএম, ০১ জুলাই, ২০২৪


Thumbnail

নির্মাতা ভিকি জাহেদ আবারও থ্রিলার গল্প নিয়ে হাজির হচ্ছেন। তবে এবার নাটক, সিরিজ বা ওয়েবফিল্ম নয়, থ্রিলারের সঙ্গে হরর যুক্ত করে তিনি নির্মাণ করেছেন একটি স্বল্পদৈর্ঘ্য সিনেমা, যার নাম ‘একটি খোলা জানালা’।

এই সিনেমার প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন তাসনিয়া ফারিণ ও সালহা খানম নাদিয়া। দুই অভিনেত্রীই নার্সের চরিত্রে অভিনয় করেছেন। সম্প্রতি সিনেমার টিজার ও পোস্টার প্রকাশ পেয়েছে। এক পোস্টারে ফারিণকে নার্সের পোশাকে, হাতে স্টেথোস্কোপ নিয়ে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে থাকতে দেখা গেছে। আরেক পোস্টারে নাদিয়াকে ইনজেকশনের সিরিঞ্জ হাতে হাসিমুখে, চোখে পানি নিয়ে দেখা গেছে। অন্য একটি পোস্টারে দুজনকে একসঙ্গে দেখা গেছে, যেখানে ফারিণ ঠোঁটে আঙুল দিয়ে চুপ থাকার ইশারা করছেন এবং নাদিয়া সিরিঞ্জ হাতে দাঁড়িয়ে আছেন।

২৮ সেকেন্ডের টিজারেও রহস্যের আভাস পাওয়া যায়। রাতে প্রচণ্ড বৃষ্টির সঙ্গে বজ্রপাত, কেউ একজন ইজি চেয়ারে বসে দুলছেন এবং হাতের আঙুল নাড়ানোর চেষ্টা করছেন। টিজার শেয়ার করে ক্যাপশনে লেখা হয়েছে, ‘অশরীরী সেই রাতে কী হয়েছিল সবার সঙ্গে?’

ভিকি জাহেদ জানিয়েছেন, “এটা দেশের বাইরের একটি গল্প, যা বাংলাদেশের প্রেক্ষাপটে এনে চিত্রনাট্য তৈরি করা হয়েছে। দুজন নার্সের এক রাতে ঘটে যাওয়া অদ্ভুত ঘটনা নিয়ে এই গল্প। নারীকেন্দ্রিক গল্পে সব সময় যে রকম চ্যালেঞ্জিং চরিত্র তুলে ধরি, এটাও তেমন। ভিন্ন কিছু করার চেষ্টা থেকেই এই গল্পটি তৈরি করা।”

তিনি আরও জানান, ‘একটি খোলা জানালা’ স্বল্পদৈর্ঘ্য সিনেমাটি প্রায় ৫০ মিনিট দীর্ঘ এবং জুলাই মাসের প্রথম সপ্তাহে ওটিটি প্ল্যাটফর্ম বিঞ্জে মুক্তি পাবে।


থ্রিলার   বিঞ্জ   ভিকি জাহেদ   তাসনিয়া ফারিণ   সালহা খানম নাদিয়া  


মন্তব্য করুন


কালার ইনসাইড

ক্যানসারে আক্রান্ত অভিনেত্রী হিনা খান

প্রকাশ: ০২:৫০ পিএম, ৩০ জুন, ২০২৪


Thumbnail

ক্যানসারে আক্রান্ত হয়েছেন ভারতের জনপ্রিয় মডেল-অভিনেত্রী হিনা খান। সম্প্রতি তার ব্রেস্ট ক্যানসার (স্তন ক্যানসার) শনাক্ত হয়েছে। 

শুক্রবার (২৮ জুন) সব জল্পনা শেষে এ অভিনেত্রী ইনস্টাগ্রামে এক স্টোরি শেয়ার করে ক্যাপশানে লিখেছেন, গত কয়েক দিন ধরেই নানা জল্পনা চলছে আমাকে নিয়ে। আমার সকল অনুরাগীদের কিছু গুরুত্বপূর্ণ খবর জানাব। আমার স্তন ক্যানসার ধরা পড়েছে, তৃতীয় পর্যায়ে রয়েছে। সব প্রতিবন্ধকতা পেরিয়েই বলছি আমি ঠিক আছি।

ক্যাপশনের শেষের ভাষ্য, আমি দৃঢ় প্রতিজ্ঞ এই অসুখ থেকে সুস্থ হয়ে উঠব। সমস্ত প্রয়োজনীয় পদক্ষেপ করা হচ্ছে। আমি সকলকে অনুরোধ করছি এই পরিস্থিতিতে যেন আমার ব্যক্তিগত গোপনীয়তার দিকটা অক্ষুণ্ণ থাকে। আমি সকলকে জানাচ্ছি, এই পরিস্থিতিতে আমার পরিবার-পরিজন ও ভালোবাসার মানুষেরা আমার পাশে আছেন।

গত এপ্রিল মাস থেকে এতটাই অসুস্থ ছিলেন যে খেতেও পারছিলেন না হিনা। চলতি বছরে রোজা পালন করতে গিয়েও অসুস্থ হয়ে পড়েছিলেন হিনা। মুসলিম তারকারা কাজের সব ব্যস্ততাকে দূরে রেখে নিষ্ঠা করে রমজান পালন করেন। হিনা খানও সেই তালিকা থেকে মোটেই বাদ যাননি।

খালি পেটে ভক্তি সহকারে রোজা পালন করেছিলেন হিনা। কিন্তু তার মাঝেই মাঝেই হঠাৎ অসুস্থ হয়ে পড়েন এ অভিনেত্রী। খালি পেটে গ্যাস্ট্রোসোফাগাল রিফ্লাক্সে ভুগছেন অভিনেত্রী হিনা খান। ইনস্টাগ্রামে নিজেই সেই খবর সকলকে জানিয়েছিলেন।

কিছু সিনেমায় কাজ করলেও ছোট পর্দার অভিনেত্রী হিসাবেই সকলেই কাছে পরিচিত হিনা খান। ‘ইয়ে রিসতা ক্যায়া কহেলাতা হ্যায়’ সিরিয়ালে অভিনয়ের মাধ্যমেই দর্শকের কাছে জনপ্রিয়তা অর্জন করেছেন।

এরপর কসৌটি জিন্দেগী কি, নাগিন ৫- এর মতো ধারাবাহিকে কাজ করেছেন। রিয়্যালিটি শো বিগ বস, ফিয়ার ফ্যাক্টর খতরো কে খিলাড়ি সিজন ৮ ও ১৩, ইন্ডিয়ান আইডলেও অংশ নিয়েছিলেন। স্পেশ্যাল অ্যাপিয়ারেন্স বা অতিথি শিল্পী হিসাবে একাধিক ধারাবাহিকে দেখা গিয়েছে হিনাকে।


ক্যানসার   অভিনেত্রী   হিনা খান  


মন্তব্য করুন


বিজ্ঞাপন