ইনসাইড গ্রাউন্ড

ফিফা দ্য বেস্ট: কে জিতলেন কোন পুরস্কার


প্রকাশ: 18/01/2022


Thumbnail

ফিফা দ্য বেস্ট পুরস্কার দেওয়ার অনুষ্ঠান শুরু হয়েছে বাংলাদেশ সময় সোমবার (১৭ জানুয়ারি) দিবাগত রাত ১২ টায়।

ছেলেদের সেরা গোলকিপার হয়েছেন মেন্দি

চেলসির সেনেগালিজ গোলকিপার এদুয়ার্দ মেন্দির হাতে উঠেছে সেরা গোলকিপারের পুরষ্কার। গত মৌসুমে চেলসিকে চ্যাম্পিয়নস লিগ জেতানোর পেছনে বড় ভূমিকা ছিল এই গোলকিপারের। চ্যাম্পিয়নস লিগে ১৭ ম্যাচের মধ্যে ১৩ ম্যাচেই কোনো গোল খাননি মেন্দি। মেন্দির পুরস্কার ঘোষণা করেছেন কিংবদন্তি গোলকিপার পিটার স্মাইকেল। বায়ার্ন মিউনিখের গোলকিপার ম্যানুয়েল নয়্যার আর পিএসজির ইউরোজয়ী গোলকিপার জিয়ানলুইজি দোন্নারুম্মাকে হারিয়ে এ পুরস্কার জিতেছেন তিনি।

পুসকাস অ্যাওয়ার্ড জিতলেন আর্জেন্টাইন তারকা লামেলা

বছরের সবচেয়ে দৃষ্টিনন্দন গোল ‘পুসকাস অ্যাওয়ার্ড’ জিতলেন সেভিয়ার আর্জেন্টাইন উইঙ্গার এরিক লামেলা। তবে যে গোলের জন্য জিতেছেন, তখন ইংলিশ ক্লাব টটেনহামে খেলতেন এই উইঙ্গার। আর্সেনালের বিপক্ষে র‍্যাবোনা শতে অসাধারণ গোল করেছিলেন, সেটাই এনে দিল পুসকাস। পুরস্কার দেওয়ার জন্য মঞ্চে ডাকা হয়েছিল ম্যানচেস্টার সিটি ও বার্সেলোনার সাবেক আইভরিয়ান মিডফিল্ডার ইয়ায়া তুরে কে। 

ফিফা ফেয়ার প্লে পুরস্কার জিতল ডেনমার্ক

দৃশ্যটা হয়তো কোনো দিনই কেউ ভুলতে পারবে না। গত জুনে ইউরোয় ডেনমার্ক-ফিনল্যান্ড ম্যাচ। হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মাঠেই মুখ থুবড়ে পড়ে যান ডেনিশ প্লেমেকার ক্রিস্টিয়ান এরিকসেন। ফুটবল দুনিয়ার জন্য সেই মুহূর্ত ছিল অভাবনীয় উৎকণ্ঠার। ডেনমার্ক অধিনায়ক সিমোন কায়ের এবং অন্যরা তৎক্ষণাৎ ছুটে গিয়ে এরিকসেনকে প্রাথমিক চিকিৎসা না দিলে কী হতো কে জানে!

মাঠের বাইরে থেকে চিকিৎসাদল দ্রুত গিয়ে এরিকসেনকে সিপিআর (বুকে চাপ দিয়ে কৃত্রিমভাবে শ্বাসপ্রশ্বাস চালু রাখা) দেয়। এই তৎপর চিকিৎসাসেবার কারণে সে যাত্রায় প্রাণে বেঁচে যান এরিকসেন। ডেনিশ তারকার প্রাণ বাঁচাতে সেদিন যাঁরা খুব দ্রুত সাড়া দিয়েছিলেন, তাঁদের পুরস্কৃত করল ফিফা। ফেয়ার প্লে অ্যাওয়ার্ড দেওয়ার মাধ্যমে।

নারী দলের সেরা কোচ হলেন এমা হেয়েস

২০২১ সালের নারী দলগুলোর সেরা কোচ হিসেবে নির্বাচিত হয়েছেন চেলসির নারী দলের কোচ এমা হেয়েস। বার্সেলোনার নারী কোচ লুইস কোর্তেস আর নেদারল্যান্ডস নারী জাতীয় দলের সাবেক কোচ, ইংল্যান্ড নারী জাতীয় দলের বর্তমান কোচ সারা উইগম্যানকে হারিয়ে এ পুরস্কার জিতেছেন তিনি।  

ছেলেদের দলের সেরা কোচ হলেন টুখেল

চেলসিকে চ্যাম্পিয়নস লিগ জেতানোর পুরস্কার পেলেন জার্মান কোচ টমাস টুখেল। ম্যানচেস্টার সিটির পেপ গার্দিওলা আর ইতালি জাতীয় দলের কোচ রবার্তো মানচিনিকে হারিয়ে ছেলেদের দলের সেরা কোচের পুরস্কার উঠেছে টুখেলের হাতে। পুরস্কার ঘোষণা করার জন্য উপস্থিত ছিলেন আর্সেনালের সাবেক কিংবদন্তি কোচ আর্সেন ওয়েঙ্গার।

ফিফা ফ্যান অ্যাওয়ার্ড পেল ডেনমার্ক আর ফিনল্যান্ডের সমর্থকেরা

জীবনের মূল্য যে ফুটবলের চেয়েও বেশি, সেটা ওদিন বুঝিয়েছিল ডেনমার্ক আর ফিনল্যান্ডের দর্শকেরা। দেখতে এসেছিলেন ইউরোর খেলা, হুট করে সবাইকে আতঙ্কে ভাসিয়ে মাটিতে লুটিয়ে পড়েন ডেনিশ মিডফিল্ডার ক্রিস্টিয়ান এরিকসেন। এরিকসেনের জীবন সংশয়ে থাকার সেই মূহুর্তগুলোতে অনন্যসাধারণ এক উদাহরণ সৃষ্টি করে মাঠে আসা দুই দলের সমর্থক। ইন্টার মিলানের সাবেক এই মিডফিল্ডারের নাম ধরে 'এরিকসেন', 'এরিকসেন' ধ্বনিতে মুখরিত করে তোলেন পুরো স্টেডিয়াম। সেটার পুরস্কারই আজ ফিফা দিল এই দুই দলের সমর্থককে, ফিফা ফ্যান অ্যাওয়ার্ড দেওয়ার মাধ্যমে।

মেয়েদের ফিফা ফিফপ্রো সেরা একাদশ ঘোষণা

গোলকিপার - এন্ডলার
রক্ষণভাগ - ব্রোঞ্জ, ব্রাইট, রেনার্ড, এরিকসন
মাঝমাঠ - বানিনি, লয়েড, বোনাসেরা
আক্রমণভাগ - মার্তা, মরগান, মিয়েডেমা

চমকপ্রদভাবে এবারের ফিফা বেস্ট পুরস্কারের লড়াইতে থাকা শীর্ষ তিন নারী তারকা জেনিফার এর্মোসো, স্যাম কের ও অ্যালেক্সিয়া পুতেয়াসের কেউই নেই একাদশে।

ছেলেদের ফিফা ফিফপ্রো সেরা একাদশ ঘোষণা

গোলকিপার - জিয়ানলুইজি দোন্নারুম্মা
রক্ষণভাগ - ডেভিড আলাবা, রুবেন দিয়াস, লিওনার্দো বোনুচ্চি
মাঝমাঠ - জর্জিনিও, এনগোলো কান্তে, কেভিন ডি ব্রুইনা
আক্রমণভাগ - লিওনেল মেসি, ক্রিস্টিয়ানো রোনালদো, আর্লিং হরলান্ড, রবার্ট লেভান্ডভস্কি

এবারের ফিফা বেস্ট পুরস্কারের লড়াইতে থাকা লিভারপুলের মোহাম্মদ সালাহ নেই এই একাদশে।

মেয়েদের বর্ষসেরা তারকা হলেন বার্সেলোনার অ্যালেক্সিয়া পুতেয়াস

এবার নারীদের ব্যালন ডি’অর জিতেছেন আলেক্সিস পুতেয়াস। ফিফা বেস্টের ক্ষেত্রেও তাঁর ব্যতিক্রম হলো না। বার্সেলোনাকে ট্রেবল জেতানোর পুরস্কার পেলেন এই তারকা। পুরস্কার জয়ের পথে হারিয়েছেন সতীর্থ জেনিফার এর্মোসো ও চেলসির স্যাম কের কে। পুরস্কার ঘোষণা করেছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো।

ছেলেদের বর্ষসেরা তারকা হলেন রবার্ট লেভান্ডভস্কি

লিওনেল মেসি আর মোহাম্মদ সালাহকে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো ফিফা বর্ষসেরা খেলোয়াড় হলেন বায়ার্ন মিউনিখের পোলিশ স্ট্রাইকার রবার্ট লেভান্ডভস্কি।

আন্তর্জাতিক ফুটবলে সর্বোচ্চ গোল করার পুরস্কার পেলেন রোনালদো

জাতীয় দলের হয়ে এবার ক্রিস্টিয়ানো রোনালদোর শিরোপা নেই, তবে রেকর্ড আছে। ইউরোতে রোনালদো ৫ গোল করেছেন, তবে তাঁর দল বাদ পড়েছে টুর্নামেন্টের শেষ ষোলোতে। ওই পাঁচ গোলে আন্তর্জাতিক ফুটবলে ইরানের আলী দাইয়ির গড়া ১০৯ গোলের রেকর্ড ছুঁয়েছিলেন, এরপর সেপ্টেম্বরে সেটিকে পেরিয়ে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন রোনালদো। পর্তুগালের জার্সিতে তাঁর নামের পাশে এখন জ্বলজ্বল করে ১১৫ গোল!

সে কীর্তির জন্য বিশেষ পুরস্কার পেলেন আজ রোনালদো, ফিফার তরফ থেকে।


প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭