ইনসাইড গ্রাউন্ড

পাণ্ডবদের ছাড়াই চ্যাম্পিয়ন হওয়াটা বেশি আনন্দের: নাফিসা কামাল


প্রকাশ: 20/02/2022


Thumbnail

বাংলাদেশের ক্রিকেটে পঞ্চপাণ্ডব নামে খ্যাত মাশরাফি বিন মর্তুজা, সাকিব আল হাসান, তামিম ইকবাল, মাহমুদউল্লাহ রিয়াদ ও মুশফিকুর রহিম। দেশের বড় এই পাঁচ তারকা ক্রিকেটারকে ক্রিকেটপ্রেমীদের আগ্রহ সবসময় একটু বেশি থাকে।

দেশের সবচেয়ে বড় ক্রিকেট লিগ বাংলাদেশ প্রিমিয়ার লিগেও (বিপিএল)  এই পাণ্ডবদের দলে ভেড়াতে ফ্র্যাঞ্চাইজিদের কাড়াকাড়ি লাগে। কিন্তু সদ্য শেষ হওয়া বিপিএলে পঞ্চপাণ্ডবদের নিয়ে খুব একটা কাড়াকাড়ি হয়নি। 

পঞ্চপাণ্ডবের কোন সদস্য ছাড়াই অষ্টম আসরে দল সাজিয়ে ছিলো কুমিল্লা ভিক্টোরিয়ান্স। বিপিএলে তৃতীয় শিরোপা জয়ও করেছে দলটি। গতকাল শিরোপা জয়ের পর  কুমিল্লা ভিক্টোরিয়ান্সের কর্ণধার নাফিসা কামাল জানিয়েছেন, আগামী মৌসুমেও পঞ্চপাণ্ডব ছাড়াই দল সাজাবেন তারা।

নাফিসা কামাল বলেন, `আমরা চেয়েছিলাম তরুণ একটা দল গড়তে। আমাদের দলে কিন্তু কোন পাণ্ডব ছিল না। এক দলে তিনজন পাণ্ডব ছিল (মিনিস্টার ঢাকায়), রানার্সআপ দলেও একজন ছিল। ফলে এত পাণ্ডবদের ছাড়াই চ্যাম্পিয়ন হওয়াটা আমাদের জন্য বেশি আনন্দের।’


প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭