ইনসাইড গ্রাউন্ড

ফিফা-উয়েফা থেকে বহিষ্কৃত রাশিয়া


প্রকাশ: 01/03/2022


Thumbnail

ইউক্রেনে রুশ আগ্রাসনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিল ফিফা ও উয়েফা। এক বিবৃতিতে ফিফা এবং উয়েফার সব ধরনের প্রতিযোগিতা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিষিদ্ধ করা হয়েছে রাশিয়ার জাতীয় দল, প্রতিনিধি দল এবং ক্লাবগুলোকে। এর আগে আন্তর্জাতিক অলিম্পিক কমিটি (আইওসি) ক্রীড়া সংস্থাগুলোকে পরামর্শ দিয়েছে রাশিয়ান ও বেলারুশিয়ান অ্যাথলেটদের আন্তর্জাতিক প্রতিযোগিতা থেকে নিষিদ্ধ করার। এর মধ্য দিয়ে এ বছর কাতার বিশ্বকাপেও নিষিদ্ধ হলো রাশিয়া।

আন্তর্জাতিক অলিম্পিক কমিটি (আইওসি) রাশিয়ান ও বেলারুশের অ্যাথলেটদের নিষিদ্ধ করার ডাক দেওয়ার পর এ সিদ্ধান্ত নিল ফিফা ও উয়েফা। অর্থাৎ, চলতি মাসে কাতার বিশ্বকাপের প্লে অফ ম্যাচ খেলতে পারবে না রাশিয়ার ছেলেদের জাতীয় দল। এছাড়া জুলাইয়ে ইউরোর মূল পর্বেও খেলতে পারবে না মেয়েদের দল। 

ফিফা ও উয়েফার যৌথ বিবৃতিতে বলা হয়েছে, ফিফা ও উয়েফা আজ সিদ্ধান্ত নিয়েছে রাশিয়ার যেকোনো দল, সেটা জাতীয় দল কিংবা ক্লাব পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ফিফা ও উয়েফার প্রতিযোগিতায় নিষিদ্ধ থাকবে।

বিশ্বকাপ বাছাইয়ে প্লে-অফের মতো গুরুত্বপূর্ণ ম্যাচেও রাশিয়ার মুখোমুখি হতে এর আগে অস্বীকৃতি জানায় পোল্যান্ড। প্লে-অফের একই পথে থাকা অন্য দুই দল চেক প্রজাতন্ত্র ও সুইডেনও খেলতে আপত্তি জানিয়েছে রাশিয়ার সঙ্গে। 

ফিফা কাল জানিয়েছিল, ‘রাশিয়া’ নাম নিয়ে পুতিনের দেশ কোনো আন্তর্জাতিক ফুটবল ম্যাচে মাঠে নামতে পারবে না। তাদের খেলতে হবে ‘ফুটবল ইউনিয়ন অব রাশিয়া’ নামে। কিন্তু পোল্যান্ড ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি সেজারে কুলেজা এই সিদ্ধান্ত ‘পুরোপুরি অগ্রহণযোগ্য’ বলে প্রতিবাদ জানিয়ে বলেন, ‘দলের নাম যাই হোক না কেন’ পোল্যান্ড প্লে অফ ম্যাচে খেলবে না।

এরপর আজ নেওয়া নতুন সিদ্ধান্তে রাশিয়াকে ফুটবল থেকেই নিষিদ্ধ করল ফিফা, ফুটবল পুরোপুরি সংহত এখন, ইউক্রেনে ক্ষতিগ্রস্ত সবার পাশেই আছে। দুই (ফিফা ও উয়েফা) সভাপতিই আশা করছেন পরিস্থিতির উন্নয়ন ঘটবে এবং ফুটবল আবারও ঐক্য ও সংহতির প্রতীক হয়ে উঠবে।


প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭