ইনসাইড বাংলাদেশ

বাম জোটের হরতালে রাজধানীতে যানজট


প্রকাশ: 28/03/2022


Thumbnail

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে বাম গণতান্ত্রিক জোটের অর্ধদিবস দিবস হরতাল চলছে। সোমবার (২৮ মার্চ) সকাল ৬টা থেকে পল্টন এলাকাসহ রাজধানীর বিভিন্ন মোড়ে অবস্থান নিয়েছেন গণতান্ত্রিক বাম জোটের নেতাকর্মীরা। হরতাল চললেও পূর্ব ঘোষিত অনুযায়ী রাজধানীতে যানবাহন চলছে। 

হরতালে সমর্থনে বাম গণতান্ত্রিক জোটের শরিক দল সিপিবি, বাসদ, গণসংহতি আন্দোলন, বিপ্লবী ওয়ার্কাস পার্টির নেতাকর্মীরা বিভিন্ন মোড় অবস্থান নেওয়ার কারণে কিছু কিছু সড়কে তৈরি হয়েছে যানজট। মতিঝিল, গুলিস্তান, বিজয়নগর,পল্টন, শাহবাগ ঘুরে এ যানজট দেখা গেছে। 

পল্টনমোড়ে সকাল থেকেই অফিসগামী ও বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীদের যানবাহনের জন্য অপেক্ষা করতে দেখা যায়।

বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা তানভীর আলম বলেন, হরতালটা যুক্তি। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি দাম নিয়ন্ত্রণে দাবিতে হরতাল ডেকেছে বাম দল। কিন্তু আমাদের অফিস যেতে হবে আমরা চাকরিজীবী মানুষ। মধ্যবিত্ত মানুষ আছে মহা ঝামেলা না পারি বলতে না পারি সইতে।

বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান ছাত্রী আফিফা আক্তার বলেন, আমি কলেজ যাওয়ার জন্য মৎস্যভবনে অপেক্ষা করছি। শুনেছি আজকে নাকি হরতাল। ২০ মিনিট যাবত বাসের জন্য অপেক্ষা করছি আমার কলেজে যাওয়ার বাস পাচ্ছিনা। আর কিছুক্ষণ অপেক্ষা করবো বাস না পেলে বাসায় চলে যাবো।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭