ইনসাইড গ্রাউন্ড

নারী বিশ্বকাপে সপ্তমবারের মতো চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া


প্রকাশ: 03/04/2022


Thumbnail

নারী বিশ্বকাপে সপ্তমবারের মতো চ্যাম্পিয়ন হয়েছে অস্ট্রেলিয়া। অজিদের দেওয়া ৩৫৭ রান তাড়া করতে নেমে ২৮৫ রানেই থামে ইংল্যান্ডের ইনিংস। ফলে ইংল্যান্ডকে ৭১ রানে হারিয়ে তারা এই শিরোপার স্বাদ পায়। 

বড় টার্গেট তাড়া করতে নেমে শুরুতেই ড্যানি ওয়াটের উইকেট হারায় ইংল্যান্ড। এরপর দলের দুই উইকেট পরার পর ব্যাটিংয়ে নামেন ন্যাট সাইভার। একপ্রান্ত আগলে রেখে দলকে এগিয়ে নিতে থাকেন ন্যাট। তবে তার সাথে কেউ ভালো জুটি করতে পারছিলেন না। অস্ট্রেলিয়ার বোলাররা নিয়মিত উইকেট নিতে থাকায় বিপদে পড়ে ইংল্যান্ড। 

কিন্তু ন্যাটের ঝড়ো ব্যাটিংয়ে আশা টিকে ছিল শেষ পর্যন্ত। তবে তিনি একা দলকে জেতাতে পারেননি। শেষ পর্যন্ত ৭১ রানের বড় ব্যবধানে হারে ইংল্যান্ড। অস্ট্রেলিয়ার হয়ে তিনটি করে উইকেট পান আলানা কিং ও  জেস জোনাসেন। 

এর আগে টসে জিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে বোলিং নেওয়াটা যে কত ভুল ছিল তা প্রমাণ পায় ইংল্যান্ড। ইনিংসের শুরু থেকেই মারমুখী হয়ে খেলতে থাকেন অস্ট্রেলিয়ার দুই ওপেনার অ্যালিসা হিলি ও রাচেল হেইনস। তাদের প্রথম জুটি থেকেই আসে ১৬০ রান। এরপর রাচেল ৬৮ রানে করে ফিরে গেলেও অন্য প্রান্তে ঝড়ো ব্যাটিং করতে থাকেন হিলি। তার সাথে সঙ্গী হন বেথ মুনি। তবে বেথও আউট হন ৬২ রানে। বেথ ও হিলির জুটি থেকে আসে ১৫৭ রান। 

অ্যালিসা হিলি যখন ১৭০ রানে ফিরে যান তখন স্কোর বোর্ডে তিন শতাধিক রান জমা পড়ে। অন্য ব্যাটাররা পরে নেমে তেমন কিছু করতে না পারলেও বড় সংগ্রহ নিয়েই ইনিংস বিরতিতে যায় অস্ট্রেলিয়া।

নারী ও পুরুষ দুই ক্রিকেট বিশ্বকাপের ফাইনালে এর আগ পর্যন্ত সর্বোচ্চ রানের ইনিংস ছিল ১৪৯, যা অ্যাডাম গিলক্রিস্ট খেলেছিলেন ২০০৭ বিশ্বকাপের ফাইনালে, শ্রীলঙ্কার বিপক্ষে। ১৭০ রানের এই ইনিংসের পথে অ্যালিসা ভেঙে দেন স্যার ভিভিয়ান রিচার্ডস, রিকি পন্টিংদের রেকর্ডও। 

আজকের এই ইনিংস দিয়ে নারী বিশ্বকাপ ইতিহাসে এক টুর্নামেন্টে সর্বোচ্চ রানের রেকর্ডটাও নিজের করে নেন অ্যালিসা। বর্তমান টুর্নামেন্টে তিনি ৯ ম্যাচে করেছেন ৫০৯ রান। আগের রেকর্ডটা ছিল ১৯৯৭ সালের, সে বছর নিউজিল্যান্ডের ব্যাটার ডেবি হকলি।

এখানেও শেষ নয়, নারী বিশ্বকাপের ইতিহাসে অ্যালিসাই এক, যিনি সেমিফাইনালের পর ফাইনালেও সেঞ্চুরি হাঁকান। এর আগে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সেমিফাইনালে ১০৭ বলে ১৭টি চার ও ১ ছক্কায় ১২৯ রান করেন। এরপর আজকের সেঞ্চুরির ফলে বিশ্বকাপের সেমিফাইনাল ও ফাইনালে পিঠোপিঠি সেঞ্চুরি করা একমাত্র নারী ব্যাটার হয়ে রইলেন তিনিই।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭