কালার ইনসাইড

আইজ্যাক নিউটন রূপে হাজির হচ্ছেন মোশাররফ করিম


প্রকাশ: 08/04/2022


Thumbnail

ছোট ও বড় পর্দার দর্শকপ্রিয় অভিনেতা মোশাররফ করিম।পর্দায় নানা মাত্রিক চরিত্রে হাজির হয়েছেন এই অভিনেতা। চরিত্রের প্রয়োজনে নিজেকে নানাভাবে যাচাই করেছেন। এবার আইজ্যাক নিউটন রূপে হাজির হলেন তিনি।

পরিচালক আশরাফুজ্জামান নির্মাণ করছেন ওয়েব সিরিজ ‘আইজ্যাক লিটন’। এটি রচনাও করেছেন এই নির্মাতা। সিরিজটির একটি পোস্টার প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা। আর তাতে নিউটন রূপে দেখা যায় মোশাররফ করিমকে। গোল ফ্রেমের চশমা পরে আপেল হাতে গবেষণা করছেন তিনি। তার পাশে রয়েছেন অর্চিতা স্পর্শিয়া।

এই সিরিজে মোশাররফ করিমের চরিত্রের নাম আইজ্যাক লিটন। যদিও নিউটনের সূত্র গল্পে প্রয়োগ করেছেন নির্মাতা। সিরিজটির বিষয়ে আশরাফুজ্জামান বলেন, স্রোতের বিপরীতে হাঁটা মানুষের গল্প এটা। মূলত বিনোদনের জন্যই তৈরি করা হচ্ছে। আগামী ঈদুল ফিতরে মুক্তি পাবে এটি।

জানা যায়, গত ফেব্রুয়ারি মাসে সিরিজটির শুটিং শুরু হয়। এটি বিঞ্জ অ্যাপে মুক্তি পাবে।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭