ইনসাইড গ্রাউন্ড

বাতিল হলো চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচ


প্রকাশ: 12/05/2022


Thumbnail

বাতিল করে দেওয়া হলো চিরপ্রতিদ্বন্দ্বী দুই প্রতিবেশী আর্জেন্টিনা ও ব্রাজিলের একটি প্রীতি ম্যাচ। জুনের ১১ তারিখ অস্ট্রেলিয়ায় হওয়ার কথা ছিল ম্যাচটি। 

বুধবার (১১ মে) ম্যাচটি বাতিলের কথা জানায় ব্রাজিল ফুটবল ফেডারেশন। 

ব্রাজিলিয়ান ফুটবল অ্যাসোসিয়েশনের ক্রীড়া সমন্বয়ক জুনিনহো পাওলিস্তা জানান, বিশ্বকাপের জন্য প্রস্তুতির অংশ হিসেবে খেলাটির পরিকল্পনা করা হয়েছিল। তবে আর্জেন্টিনার পক্ষ থেকে ম্যাচটি বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়। 

তবে আর্জেন্টিনার ফুটবল ফেডারেশন বিষয়টি নিয়ে প্রকাশ্যে কোনো মন্তব্য করেনি।

বিশ্বকাপ প্রস্তুতির অংশ হিসেবে ব্রাজিলের ২ জুন দক্ষিণ কোরিয়া, ৬ জুন জাপান ও ১১ জুন আর্জেন্টিনার বিপক্ষে তিনটি প্রস্তুতি ম্যাচ খেলার কথা ছিলো। তবে আর্জেন্টিনা এখন ম্যাচটি বাতিল করায় এর পরিবর্তে দেশটি আফ্রিকান কোন প্রতিপক্ষকে বাতিল হওয়া ম্যাচটি খেলার জন্য সন্ধান করছে।  


প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭