ইনসাইড গ্রাউন্ড

ঢাকা ছেড়েছে বিশ্বকাপ ট্রফি


প্রকাশ: 11/06/2022


Thumbnail

ঢাকা থেকে বিশ্বকাপের ট্রফি পূর্ব তিমুরের উদ্দেশে রওনা হয়েছে। শুক্রবার (১০ জুন) দিবাগত রাত ১২টা ২০ মিনিটে কোকাকোলার চার্টার্ড বিমানে ট্রফিটি ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে। 

বুধবার (৮ জুন) সকাল সোয়া ১১টার পর বিশ্বকাপের ট্রফি পাকিস্তান থেকে বাংলাদেশে এসেছিল। বুধ ও বৃহস্পতিবার দুই দিন বিশ্বকাপের ট্রফি বাংলাদেশে প্রদর্শিত হয়। বুধবার রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী বিশ্বকাপ ট্রফি দর্শন করেন। সেদিন রাতে হোটেল র‌্যাডিসনে নৈশভোজে দেশের বিশিষ্ট ব্যক্তিবর্গ ট্রফি দেখেছেন। 

বৃহস্পতিবার সকাল থেকে দুপুরে হোটেল র‌্যাডিসনে ট্রফির সঙ্গে ছবি তুলেছেন ৩ হাজারের বেশি আমন্ত্রিত ব্যক্তিবর্গ। এরপর ট্রফি নেওয়া হয় বনানীর আর্মি স্টেডিয়ামে। বৃষ্টির জন্য কনসার্ট শুরু হতে কিছুটা বিলম্ব হলেও ট্রফি নিয়ে আসা ফিফা লিজেন্ড ক্রিশ্চিয়ান কারেম্বু দর্শকদের জন্য ট্রফি উন্মোচন করেন। 

বাংলাদেশে এ নিয়ে তৃতীয় বার বিশ্বকাপের ট্রফি আসল। ২০০১ সালে প্রথম বাংলাদেশে এসেছিল বিশ্বকাপ ট্রফি। এরপর ২০১৩ এবং ২০২২ সালে বিশ্বের অন্যতম আকর্ষণীয় বস্তু বাংলাদেশে আসল। 


প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭