ইনসাইড গ্রাউন্ড

কাতার বিশ্বকাপের ৩২ দল


প্রকাশ: 15/06/2022


Thumbnail

কাতারের রাজধানী দোহায় গত ২ এপ্রিল ২৯টি দল নিয়ে অনুষ্ঠিত হয় ২০২২ সালের ফুটবল বিশ্বকাপের গ্রুপ পর্বের ড্র। বাকি ৩ দলকে সম্ভাব্য তালিকায় রেখে এই ড্র অনুষ্ঠান সাজান হয়।

প্লে-অফ খেলে বিশ্বকাপের চূড়ান্ত পর্বে জায়গা করে নিয়েছে ওয়েলস, অস্ট্রেলিয়া আবং উত্তর আমেরিকার দেশ কোস্টারিকা। মঙ্গলবার (১৪ জুন) রাতে শেষ দল হিসেবে কাতার বিশ্বকাপের টিকিট পেয়েছে কেইলর নাভাসের কোস্টারিকা। তাদের গ্রুপ সঙ্গী সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানী ও স্পেন। 

 অস্ট্রেলিয়ার গ্রুপটা তুলনামূলক কঠিনই বলা চলে। প্লে-অফে পেরুর স্বপ্ন মাটি করে দিলেও বিশ্বকাপের গ্রুপে বর্তমান চ্যাম্পিয়ন ফ্রান্সের সাথে ডেনমার্ক ও তিউনিশিয়ার মত দল। 

ওয়েলসের সঙ্গী রাজনৈতিক পরাশক্তি যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র ও ইরান। 

শক্তির বিচারে  আর্জেনটিনা  ও ব্রাজিল তুলনামূলক সহজ প্রতিপক্ষ পেলেও বিশ্বকাপের বড় মঞ্চে যে কেউই হতে পারে তাদের পথের কাঁটা। দেখার বিষয় মেসি কি পারবেন তার একমাত্র অধরা শিরোপা ছুঁয়ে দেখতে! 

এক নজরে বিশ্বকাপের আট গ্রুপ ও ৩২ দলের নাম 

গ্রুপ এ: কাতার, নেদারল্যান্ডস, সেনেগাল ও ইকুয়েডর

গ্রুপ বি: ইংল্যান্ড, যুক্তরাষ্ট্র, ইরান ও ওয়েলস

গ্রুপ সি: আর্জেন্টিনা, মেক্সিকো, পোল্যান্ড ও সৌদি আরব

গ্রুপ ডি: ফ্রান্স, ডেনমার্ক, তিউনিসিয়া ও অস্ট্রেলিয়া

গ্রুপ ই: স্পেন, জার্মানি, জাপান ও কোস্টারিকা

গ্রুপ এফ: বেলজিয়াম, ক্রোয়েশিয়া, মরক্কো ও কানাডা

গ্রুপ জি: ব্রাজিল, সুইজারল্যান্ড, সার্বিয়া ও ক্যামেরুন

গ্রুপ এইচ: পর্তুগাল, উরুগুয়ে, দক্ষিণ কোরিয়া ও ঘানা



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭