ওয়ার্ল্ড ইনসাইড

ভারতে দুই মন্ত্রীর পদত্যাগ


প্রকাশ: 07/07/2022


Thumbnail

ভারতের কেন্দ্রীয় লংখ্যালঘুবিষয়ক মন্ত্রী, বিজেপি নেতা মুখতার আব্বাস নাকভি ও ইস্পাতমন্ত্রী আরপিসি সিং পদত্যাগ করেছেন । বুধবার তারা পদত্যাগপত্র জমা দেন। পদত্যাগের আগে থেকেই অবশ্য আলোচনায় ছিলেন ৬৪ বছর বয়সী আব্বাস নাকভি। তাকে ভারতের পরবর্তী উপরাষ্ট্রপতি প্রার্থী হিসেবে বিজেপি মনোনীত করতে পারে বলে গুঞ্জন আছে।

আজ বৃহস্পতিবার রাজ্যসভায় তাদের মেয়াদ শেষ হচ্ছে। বুধবার সকালে শেষবারের মতো মন্ত্রিসভার বৈঠকে অংশ নেন পদত্যাগপত্র জমা দেওয়া দুই মন্ত্রী। তখন তাদের প্রশংসা করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

এদিকে মন্ত্রীর পদ থেকে পদত্যাগের আগে তিনি বিজেপির সর্বভারতীয় প্রেসিডেন্ট জে পি নাড্ডার সঙ্গে দেখা করেন। এতে করে ওই গুঞ্জন ঘিরে আলোচনা আরও জোরালো হয়েছে।

নাকভিকে ঘিরে গুঞ্জন যদি সত্যি হয়, তাহলে ভারতের দ্বিতীয় সর্বোচ্চ সাংবিধানিক পদে সংখ্যালঘুদের কোনো প্রতিনিধিকে বসানোর সিদ্ধান্ত নিয়েছে বিজেপি। উপরাষ্ট্রপতি হিসেবে এম ভেঙ্কাইয়া নাইডুর মেয়াদ ১০ আগস্ট শেষ হবে। ১৯ জুলাই এ পদে মনোনয়নের শেষ তারিখ। আর আগামী ৬ আগস্ট নির্বাচন অনুষ্ঠিত হবে।


সূত্র: এনডিটিভি 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭