ইনসাইড এডুকেশন

রাবি'র 'সি' ইউনিটের ভর্তি পরিক্ষার ফলাফল আগামীকাল


প্রকাশ: 01/08/2022


Thumbnail

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২১-২২ শিক্ষাবর্ষের ১ম বর্ষ স্নাতক (সম্মান) ও স্নাতক শ্রেণীর ভর্তি পরীক্ষার ‘সি’ ইউনিটের ফলাফল প্রকাশ করা হবে আগামীকাল (২ আগস্ট) দুপুর ১২ তায়।

সোমবার (১ আগস্ট) ভর্তি পরীক্ষা কমিটি সূত্রে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

ভর্তি পরীক্ষা কমিটি সূত্রে জানা যায়, আজ ১১টায় ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশের বিষয়ে একটা মিটিং অনুষ্ঠিত হয়েছে। মিটিংয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে, ফলাফল পুনঃপরীক্ষা করা হবে, যাতে করে ভুল ফলাফলের কারণে শিক্ষার্থীরা ক্ষতিগ্রস্ত না হয়। এজন্য, ‘সি’ ইউনিটের ফলাফল আজ প্রকাশিত হওয়ার কথা থাকলেও তা সম্ভব হচ্ছে না। তবে, আগামীকাল দুপুর ১২টায় ফলাফল প্রকাশিত হবে।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২১-২২ শিক্ষাবর্ষের ১ম বর্ষ স্নাতক (সম্মান) ও স্নাতক শ্রেণীর ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা গত ২৫ জুলাই অনুষ্ঠিত হয়। এই ইউনিটে ১৫৫৮টি আসনের বিপরীতে চূড়ান্ত আবেদন করেছিলো ৭২ হাজার ৪১০ জন ভর্তিচ্ছু। চার শিফটের এই পরীক্ষায় উপস্থিতির হার ছিলো ৮৮ শতাংশ।


প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭