ইনসাইড গ্রাউন্ড

৪ ফিফটিতে জিম্বাবুয়েকে বড় লক্ষ্য দিল টাইগাররা


প্রকাশ: 05/08/2022


Thumbnail

শেষ ৩ ওভারে উঠেছে ২২ রান। শুরুর মতো শেষটাও জিম্বাবুইয়ান বোলাররা একটু আঁটসাঁটই করেছেন। তবে বাংলাদেশ ঠিকই পেরিয়ে গেছে ৩০০ রান। তামিম ইকবাল, লিটন দাস, এনামুল হকের পর অর্ধশতক পেয়েছেন মুশফিকুর রহিম। ৪৯ বলে ৫২ রান করে অপরাজিত ছিলেন তিনি, মাহমুদউল্লাহ খেলেছেন ১২ বলে ২০ রানের ক্যামিও। ৫০ ওভারে ২ উইকেট হারিয়ে ৩০৩ রান করেছে বাংলাদেশ। এ নিয়ে জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডেতে সপ্তম বারের মতো ৩০০ পেরোল বাংলাদেশ। মুশফিক ও মাহমুদউল্লাহর জুটিতে ২৫ বলে উঠেছে ৩৬ রান। 

টসে হেরে ব্যাটিংয়ে নেমে তামিম ইকবাল ও লিটন দাস শুরুটা করেছিলেন সতর্ক। তবে উইকেট হারাননি তাঁরা। দুজনের ১১৯ রানের উদ্বোধনী জুটি বাংলাদেশকে এনে দেয় শক্ত ভিত। প্রথম বাংলাদেশি হিসেবে ৮ হাজার রান করার পর তামিম ফিরলেও এনামুলকে নিয়ে লিটন যোগ করেন মাত্র ৪৫ বলে ৫২ রান। 

শুরুতে তুলনামূলক ধীরগতির ছিলেন লিটনই। তবে ফিফটির পরপরই গতি বাড়ান, ৫০ পেরোনোর পর মাত্র ১৪ বলে করেন ৩১ রান। শতকের পথে এগোতে থাকা লিটনকে উঠে যেতে হয় হ্যামস্ট্রিংয়ের চোটে। এ ম্যাচে আর ব্যাটিংয়ে নামতে পারেননি বাংলাদেশ ওপেনার, তাঁর ভবিষ্যত জানা যাবে স্ক্যানের পর। 

লিটনকে ওই সময়ে হারালেও বাংলাদেশের সমস্যা হয়নি খুব একটা। তিন বছর পর দলে ফেরা এনামুল হক ও মুশফিকুর রহিম যোগ করেন মাত্র ৭৬ বলে ৯৬ রান। এনামুল পুরো ইনিংসই খেলেন প্রায় একই গতিতে, শেষ পর্যন্ত ১১৭.৭৪ স্ট্রাইক রেটে ব্যাটিং করেন তিনি। 

হারারে স্পোর্টস ক্লাবে যে উইকেটে খেলা হচ্ছে, সেটি মাঠের একেবারে কোণায়। ফলে একদিকে স্কয়ারের বাউন্ডারি বেশ ছোট। বাংলাদেশি ব্যাটসম্যানরা সেটি কাজে লাগিয়েছেন, আবার তামিমকে ফিরতেও হয়েছে ওদিকে খেলতে গিয়েই।

লিটনের মতো চোট পেয়ে মাঠ ছেড়েছেন জিম্বাবুয়ের রায়ান বার্লও, ১.১ ওভার বোলিং করেই। তুলনামূলক অনভিজ্ঞ বোলিং আক্রমণের সঙ্গে বার্লের চোট ও পিচ্ছিল ফিল্ডিং ভুগিয়েছে স্বাগতিকদের।


প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭