ওয়ার্ল্ড ইনসাইড

খাদ্যশস্য নিয়ে ইউক্রেন ছাড়লো আরও ৩ জাহাজ


প্রকাশ: 05/08/2022


Thumbnail

জাতিসংঘের চুক্তির আওতায় খাদ্যশস্য নিয়ে আরও তিনটি জাহার ইউক্রেনের বন্দর ত্যাগ করেছে বলে জানিয়েছে আল জাজিরা।

আল জাজিরার খবরে বলা হয়েছে, জাহাজ তিনটি চোরনোমস্ক ও ওডেসা বন্দর দিয়ে পরীক্ষা-নিরীক্ষার জন্য তুরস্কের বন্দরের দিকে গেছে। তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় এই তথ্য নিশ্চিত করেছে।

ইউক্রেনের অবকাঠামো বিষয়ক মন্ত্রীও এই তথ্য নিশ্চিত করে বলেছেন, জাহাজটি কৃষ্ণসাগরের বন্দর ত্যাগ করেছে। ওলেকজান্ডার কুবরাকভ বলেন, পানামার পতাকাবাহী নেভিস্টার রোজেন এবং তুরস্কের পতাকাবাহী পোলারনেট বন্দর ছেড়েছে। প্রতিমাসে ইউক্রেনের বন্দর যাতে একশর বেশি জাহাজ প্রস্তুত করতে সক্ষম হয় সেটা তাদের লক্ষ্য বলে মন্তব্য করেন তিনি।

খবরে বলা হয়েছে, সর্বশেষ রওনা দেওয়া জাহাজে মোট ৫৮ হাজার শস্য রয়েছে। তুরস্ক থেকে জাহাজগুলো আয়ারল্যান্ড এবং ইংল্যান্ড যাবে।

ফেব্রুয়ারিতে রাশিয়ার সেনাবাহিনী ইউক্রেনে হামলার পর কৃষ্ণসাগরের বন্দরগুলো দিয়ে খাদ্যশস্য পরিবহন বন্ধ ছিল। গত ২২ জুলাই জাতিসংঘ ও তুরস্কের মধ্যস্থতায় শস্য পরিবহনে ঐতিহাসিক চুক্তি করে রাশিয়া-ইউক্রেন।


প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭