ইনসাইড পলিটিক্স

ছাত্রলীগের দুই পক্ষের কর্মসূচি, প্রশাসনের ১৪৪ ধারা জারি


প্রকাশ: 05/08/2022


Thumbnail

বরগুনায় একই স্থানে দোয়া অনুষ্ঠানের আয়োজন করেছে জেলা ছাত্রলীগের দুই গ্রুপ। এতে যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে ১৪৪ ধারা জারি করেছে জেলা প্রশাসন। 

শুক্রবার (৫ আগস্ট) বরগুনা সরকারি কলেজ এলাকায় সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ ঘোষণা করে ১৪৪ ধারা জারি করে জেলা প্রশাসন।

বরগুনার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শুভ্রা দাস স্বাক্ষরিত এক আদেশে এই  নিষেধাজ্ঞা জারি করা হয়। বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আহম্মদ বিষয়টি নিশ্চিত করেছেন।
 
জানা যায়, বরগুনা ছাত্রলীগের নবগঠিত কমিটির সভাপতি রেজাউল কবির রেজা এবং সাধারণ সম্পাদক পদে তৌশিকুর রহমান ইমরানের নেতৃত্বে আজ (শুক্রবার) বিকেল ৪টায় বরগুনা সরকারি কলেজ মসজিদে দোয়া অনুষ্ঠান আয়োজন করা হয়। অন্যদিকে বরগুনা জেলা ছাত্রলীগের সভাপতি পদ বঞ্চিত ছাত্রলীগের নতুন কমিটির সিনিয়র সহ-সভাপতি সবুজ মোল্লার নেতৃত্বে একই স্থানে বিকেল ৫টায় বরগুনা সরকারি কলেজে দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আহম্মেদ বলেন, বরগুনা জেলা প্রশাসক কার্যালয় সরকারি কলেজ এলাকায় দুপুর  ২টা থেকে সন্ধ্যা পর্যন্ত ১৪৪ ধারা জারি করা হয়েছে। যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।


প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭