ইনসাইড গ্রাউন্ড

কাইয়া-রাজার জুটিতে চাপে বাংলাদেশ


প্রকাশ: 05/08/2022


Thumbnail

৬২ রানে ৩ উইকেট তুলে নেওয়ার পর টাইগার শিবির বেশ স্বস্তিতেই ছিলো। সেই হাওয়া যেন মিলিয়ে যেতে বসেছে সিকান্দার রাজা আর ইনোসেন্ট কায়ার বড় জুটিতে।

রাজা-কায়া দুজনই তুলে নিয়েছেন সেঞ্চুরি। ৪০ ওভারের খেলা  ৪০ ওভার খেলা শেষে দুইজনেই ১০৩ রানে অপরাজিত আছেন। 

এর মাঝে ২/১ বার কিছু সুযোগ পেলেও জুটি ভাংতে সম্মেত হয়নি বোলাররা।

ইনোসেন্ট কাইয়া ও সিকান্দার রাজার দারুণ ব্যাটিংয়ে ক্রমশ লক্ষ্যের দিকে এগিয়ে চলেছে জিম্বাবুয়ে।

দুজনের জুটি শুরু হয়েছিল ৬২ রানে ৩ উইকেট পড়ে যাওয়ার পর। দুজন শতকের দেখা পেলেন একই ওভারে।

এর আগে ইনিংসের প্রথম ওভারেই উইকেটে আঘাত হানলেন কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান। কাটার মাস্টারকে কাট করতে গিয়ে স্টাম্পে বল টেনে আনলেন জিম্বাবুইয়ান অধিনায়ক রেগিস চাকাভা। ২ রান করেই ফিরলেন বোল্ড হয়ে।

এরপরের ওভারে বল হাতে নিয়ে উইকেট তুলে নিলেন শরিফুল ইসলামও। এবার তারিসাই মুসাকান্দা কভারে বল আকাশে তুলে দিয়ে হলেন মোসাদ্দেক হোসেনের সহজ ক্যাচ।

এর আগে, তামিম ইকবাল, লিটন দাস, এনামুল হক বিজয়ের পর মুশফিকুর রহিম- টপ অর্ডারের চার ব্যাটারই ফিফটি করলেন। তাতে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে ২ উইকেটেই ৩০৩ রানের বড় সংগ্রহ পেলো বাংলাদেশ।

হারারেতে টসের সময় জিম্বাবুয়ে অধিনায়ক রেগিস চাকাভা জানিয়েছেন, শুরুর দিকে উইকেটের সাহায্য পেতে পারেন বোলাররা। যে কারণে টস জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছে জিম্বাবুয়ে।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭