ইনসাইড গ্রাউন্ড

জয় নিয়ে একটি লেখা বদলে দেয় রাজার ভাবনা


প্রকাশ: 06/08/2022


Thumbnail

গতকাল বাংলাদেশের বিরুদ্ধে প্রথম ওয়ান ডে ম্যাচে ইনিংসের মাঝেই চোটে কাবু হয়েছিলেন। কিন্তু বারবার শুশ্রুষা নিয়ে ব্যাটিং চালিয়ে গেলেন জিম্বাবুইয়ান ব্যাটার সিকান্দার রাজা। ১৩৫ রানের দারুণ ইনিংস খেলে দলকে জিতিয়েই তবে থামলেন।

দীর্ঘ ৯ বছর আর ১৯ ম্যাচ পর ওয়ানডেতে বাংলাদেশকে হারানোর সুযোগটা কিছুতেই হাতছাড়া করতে চাননি রাজা। জানান, ম্যাচের আগে একটি লেখা পড়েই তার মনোভাবনা বদলে গিয়েছিল। মনে মনে পণ করেছিলেন, এবার জিততেই হবে।

রাজা বলেন, ‘আপনারা জানেন, আমি এমন একজন মানুষ যে কিনা পরিসংখ্যান দেখতে পছন্দ করি। গতকাল একটি পরিসংখ্যান চোখে পড়ে। আমি একটি আর্টিকেল পড়ছিলাম, যেখানে বলা হয়েছে সম্ভবত বাংলাদেশের বিপক্ষে আমরা ২০ ম্যাচ (প্রকৃতপক্ষে ১৯ ম্যাচ) জয় পাইনি। আমি এটা দেখলাম। মনে হচ্ছিল যদি ম্যাচটা জিততে পারি দারুণ হবে।’

৩০৪ রানের বড় লক্ষ্য তাড়া করে জিততে পারবেন, ইনিংস বিরতির সময়ও কি এমনটা ভেবেছিলেন? রাজা জানালেন, তার বিশ্বাস ছিল ৩ ওভার হাতে রেখেই জিততে পারবেন।

জিম্বাবুইয়ান এই অলরাউন্ডার বলেন, ‘আমরা চেঞ্জিং রুমে একসাথে হলাম। ব্যাটারদের একসঙ্গে দাঁড় করিয়ে বললাম, ইনশাআল্লাহ আমরা এই ম্যাচটা তিন ওভার রেখেই জিতব।’



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭