ইনসাইড গ্রাউন্ড

দুই-এক ম্যাচ হেরেছি বলে আমরা খারাপ দল না: এবাদত


প্রকাশ: 06/08/2022


Thumbnail

শরিফুল ইসলামের ইনজুরিতে পরায় ওয়ান ডে দলে ডাক পেয়েছেন পেসার এবাদত হোসেন। টেস্ট দলে নিয়মিত হলেও সীমিত ওভারের ক্রিকেটে এখনও অভিষেক তার। জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ওয়ানডেতে ৫ উইকেটে হেরেছে বাংলাদেশ। এর ফলে সিরিজে ১-০ ব্যবধানে পিছিয়ে গেছে টাইগাররা।

শেষ দুই ম্যাচ জিতে টাইগাররা সিরিজ জিতবে বলে আশাবাদী এবাদত। দলে ডাক পাওয়ার পর শনিবার মিরপুরে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি বলেন, 'আলহামদুলিল্লাহ, প্রথমেই আল্লাহর কাছে শোকরিয়া জানাই। ওয়ানডেতে মাঝে ডাক পাওয়াটা একটু সারপ্রাইজিং। খুশি অনেক। যদি ওইখানে সুযোগ পাই সেটা কাজে লাগানোর চেষ্টা করবো।'

গত কয়েক বছর ধরেই ওয়ানডে তে দারুণ ক্রিকেট খেলছে বাংলাদেশ। ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ জিতেছে টাইগাররা। এরপর সাউথ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজের মাটিতেও সিরিজ জিতে আসে তারা। জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ওয়ানডেতে হারায় বাংলাদেশ খারাপ দল হয়ে যায়নি বলে মনে করেন তিনি।

এবাদত বলেন, 'অবশ্যই না। ওয়ানডে দল হিসেবে আমরা খুবই ভালো খেলি। দু-একটা ম্যাচ যদি খারাপ হয় আপনার কাছে কি মনে হয় আমরা দল হিসেবে খারাপ? আমরা আলহামদুলিল্লাহ দল হিসেবে যথেষ্ট ভালো। পরবর্তী দুটি ম্যাচ আছে, দুটি ম্যাচ জিততে পারলে সিরিজ আমাদের।'



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭