ইনসাইডার এক্সক্লুসিভ

বিদায় নিচ্ছেন আহমদ কায়কাউস


প্রকাশ: 07/08/2022


Thumbnail

প্রধানমন্ত্রীর মুখ্যসচিব আহমদ কায়কাউস ওয়াশিংটনে যাচ্ছেন। ওয়াশিংটনে বিশ্বব্যাংকের বিকল্প নির্বাহী পরিচালক হিসেবে তার যোগদান নিশ্চিত হয়েছে। বিশ্বব্যাংকের বিকল্প নির্বাহী হিসেবে বর্তমানে দায়িত্ব পালন করছেন সাবেক মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম। শফিউল আলম এর মেয়াদ শেষ হচ্ছে আগামী ১৮ অক্টোবর। এর পরপরই আহমদ কায়কাউস সেখানে যোগ দেবেন বলে জানা গেছে। ২০১৯ সালের ১৯ অক্টোবর বিশ্বব্যাংকের বিকল্প নির্বাহী পরিচালক হিসেবে তৎকালীন মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম যোগদান করেছিলেন। তার মেয়াদ ছিল তিন বছরের জন্য। এ বছর ১৮ অক্টোবর তার মেয়াদ শেষ হয়ে যাচ্ছে। সরকার বিশ্বব্যাংকের বিকল্প নির্বাহী পরিচালক হিসেবে ড. আহমদ কায়কাউসকে মনোনীত করেছে বলে সরকারের দায়িত্বশীল একাধিক সূত্র নিশ্চিত করেছে। ড. আহমদ কায়কাউস বর্তমানে চুক্তিভিত্তিক নিয়োগে আছেন। আগামী বছরের ১ জানুয়ারি তার চুক্তির মেয়াদ শেষ হওয়ার কথা। এর মধ্যে তাকে আবার তিন বছরের জন্য বিশ্বব্যাংকের বিকল্প নির্বাহী পরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। 

যখন দেশে নানামুখী সংকটের কথা বলা হচ্ছে, সেই সময় ড. আহমদ কায়কাউস প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। বিশেষ করে তার পরিচ্ছন্ন ইমেজ এবং দক্ষতার জন্য তিনি বিভিন্ন মহলে প্রশংসিত হয়েছিলেন। তাছাড়া ড. আহমদ কায়কাউস প্রধানমন্ত্রীর মুখ্যসচিব হিসেবে দায়িত্ব পালনের পর প্রধানমন্ত্রীর কার্যালয়ে পেশাদারিত্ব এবং শৃঙ্খলা ফিরিয়ে আনার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। এরকম সময়ে আহমদ কায়কাউসের ওয়াশিংটনে পদায়ন নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অনেকে মনে করছেন যে, এই সংকটকালীন সময়ে প্রধানমন্ত্রীর কার্যালয়েই তাকে বেশি দরকার ছিল। তবে সরকারের পক্ষ থেকে বলা হয়েছে যে, এটি একটি স্বাভাবিক নিয়োগ প্রক্রিয়া। সবকিছু ঠিকঠাক থাকলে অক্টোবরের শেষ সপ্তাহে বা নভেম্বরের প্রথম দিকে ড. আহমদ কায়কাউস ওয়াশিংটনে যাবেন বলে জানা গেছে। তবে এখন পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি ড. আহমদ কায়কাউস চলে গেলে প্রধানমন্ত্রীর মুখ্যসচিব কে হবেন। 


প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭