ইনসাইড গ্রাউন্ড

আমরা বিশ্বকাপ জিতবো বলাটা অনর্থক, বললেন স্ক্যালনি


প্রকাশ: 09/08/2022


Thumbnail

আর কিছুদিন পরেই এশিয়ার দেশ কাতারের মাঠে গড়াবে ‘গ্রেটেস্ট শো অন আর্থ’ খ্যাত ফুটবল বিশ্বকাপ।

বরাবরেরে মত বিশ্বকাপের ফেভারিটদের তালিকায় উপরের দিকেই আছে আর্জেন্টিনার নাম। এবার কি আলবিসেলেস্তেরা বিশ্বকাপ জিততে পারবে?

উত্তরটা পাওয়া যাবে যথযথ সময়ই। গত বছর কোপা আমেরিকা জিতে দারুণ ছন্দে রয়েছে আলবিসেলেস্তেরা। তবে আর্জেন্টিনা বিশ্বাকপ জিতবে এমন কথা বলাটা অনর্থক বলে মনে করছেন কোচ লিওনেল স্ক্যালোনি।

ইএসপিএনকে দেওয়া সাক্ষাৎকারে আর্জেন্টিনার কোচ বলেছেন, ‘আমি ম্যাচ বাই ম্যাচ যাই। আমরা বিশ্বকাপ জিতবো এটা বলা অনর্থক। এটা মিথ্যা, আরও অনেক দারুণ জাতীয় দল আছে। হ্যাঁ, আমরা প্রতিদ্বন্দ্বীতা করবো। এই দলটা (আর্জেন্টিনা) যেকারো সঙ্গে লড়াই করতে পারে। ’

কারা বিশ্বকাপ জিতবে এমন প্রশ্নের জবাবে স্ক্যালোনি বলেছেন, ‘১০টা দল আছে বিশ্বকাপ জেতার জন্য লড়াই করবে। যখন আপনি জিতবেন, সবকিছু সহজ হয়ে যাবে। জাতীয় দল আপনাকে অর্থনৈতিক শক্তি দেবে না, এটা আপনাকে মানুষদের দেখাবে। পত্রিকার দোকান দেখে, আপনার চাচা কিংবা চাচাতো ভাই-বোনরা খুশি হবে। ’ 

স্ক্যালোনির  মতে আর্জেন্টিনার সবচেয়ে বড় শক্তির নাম লিওনেল মেসি। ফুটবলের এই জাদুকর নিয়ে তার কোচ বলেছেন, ‘সে জাতীয় দলের জন্য নিজের ভালোবাসা দেখিয়েছে। যার প্রতিচ্ছবি তার সতীর্থদের মধ্যেও দেখা গেছে। সে জয়ের জন্য যে ক্ষুদাটা দেখায়। ’



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭