ইনসাইড গ্রাউন্ড

পরিবর্তন হতে পারে কাতার বিশ্বকাপের সময়সূচি


প্রকাশ: 10/08/2022


Thumbnail

আর ১০০ দিনের মতো বাকি আছে কাতার বিশ্বকাপ শুরু হতে। তবে এবারই প্রথম নিয়ম ভেঙে বিশ্বকাপ আয়োজিত হচ্ছে জুন-জুলাই মাসের বাইরে। এরই মাঝে খবর শোনা যাচ্ছে, আবারও বিশ্বকাপের সূচি বদলে দিতে যাচ্ছে ফিফা।

আর্জেন্টাইন সংবাদ মাধ্যম দিয়ারিও ওলের বরাত ধরে স্প্যানিশ ক্রীড়াদৈনিক মার্কা জানিয়েছে, আসন্ন বিশ্বকাপের সূচি পরবর্তনের ব্যাপারে জোরেশোরেই চিন্তাভাবনা করছে ফিফা। নতুন সূচি অনুসারে কাতার বিশ্বকাপ শুরুর তারিখ এগিয়ে আসতে পারে ১ দিন। অর্থাৎ বর্তমান সূচি অনুযায়ী বিশ্বকাপ শুরু হওয়ার কথা ২১ নভেম্বর।

স্বাগতিক কাতার ও ইকুয়েডরের মধ্যকার উদ্বোধনি ম্যাচটা নতুন একদিন এগিয়ে ২০ নভেম্বর আনার কথা ভাবা হচ্ছে ফুটবলের সর্বোচ্চ সংস্থায়।

কেন এগিয়ে আনা হচ্ছে কাতারের ম্যাচের সূচি? বর্তমান সূচিতে কাতারের সেই ম্যাচের আগে আছে আরও দুটো ম্যাচ। প্রথম ম্যাচে খেলার কথা নেদারল্যান্ডস আর সেনেগালের, এরপর ইংল্যান্ড মুখোমুখি হবে ইরানের। এরপরই খেলার কথা কাতারের।

তবে ২০০৬ সাল থেকে চলে আসা ‘ঐতিহ্য’ হচ্ছে, বিশ্বকাপের প্রথম ম্যাচটা খেলে আয়োজক দল। মার্কা জানাচ্ছে, সেই ঐতিহ্য ধরে রাখতেই মূলত কাতারের ম্যাচের সূচি বদলে দিতে চাইছে ফিফা।

নতুন প্রস্তাবিত সূচি অনুসারে কাতারের সেই ম্যাচটি ২০ নভেম্বর ইউরোপীয় সময় দুপুর ২টা, বাংলাদেশ সময়ে সন্ধ্যা ৬টায় ম্যাচটি মাঠে গড়াবে। আর নেদারল্যান্ডস-সেনেগালের ম্যাচটা মাঠে গড়াবে ২১ নভেম্বর বাংলাদেশ সময় বিকাল ৩টায়।

ওলে জানাচ্ছে, এই পরিবর্তন অনুমোদন পেতে ফিফা কাউন্সিল ব্যুরোর ভোটে সংখ্যাগরিষ্ঠতা পেতে হবে। এই ব্যুরো ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো আর ছয়টি মহাদেশীয় সংস্থার প্রধানকে নিয়ে গঠিত হবে।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭