ইনসাইড গ্রাউন্ড

বিতর্কিত নো বলে উইকেট পেলেন না হাসান


প্রকাশ: 10/08/2022


Thumbnail

জিম্বাবুয়ের বিরুদ্ধে তৃতীয় ও শেষ ওয়ান ডে ম্যাচে ১০৫ রানের বড় জয় তুলে নিয়েছে বাংলাদেস। এরই সাথে হোয়াইটওয়াস এরালো টাইগার দল। এর আগে সিরিজের প্রথম দুই ম্যাচে বড় ব্যাবধানে হারলেও আজকের বোলিং লাইন আপের সামনে যেনো দাঁড়াতেই পারেনি স্বাগতিকরা।

কিন্তু এই ম্যাচেই ঘটে গেলো এক বিতর্কিত কান্ড। ৮৩ রানের মাথায় ব্রাড ইভান্স আউট হবার পর ক্রিজে আসেন ভিক্টর নিয়াউচি। হাসান মাহমুদের বলে সোজা ক্যাচ তুলে দেন তিনি । বল মুঠোবন্দী করলেন তামিম ইকবাল। কিন্তু উইকেট পাবার উল্লাস করার আগেই ‘নো’ বল ডাকলেন আম্পায়ার।

টিভি রিপ্লেতে দেখা যায়, বল ডেলিভারির সময় হাসান মাহমুদের পা দাগের ভেতরেই ছিল। উচ্চতায়ও কোনো সমস্যা ছিল না। ‘নো’ বল নিয়ে তাই রয়ে যায় ধোঁয়াশা।

তখন ১ রানে খেলছিলেন নিয়াউচি। তিনি আউট হলে শেষ হয়ে যেত জিম্বাবুয়ের ইনিংস। বাংলাদেশ পেতো আরো বড় ব্যবধানের জয়।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭