ইনসাইড গ্রাউন্ড

ম্যাচসেরা হলেন আফিফ, সিরিজসেরা রাজা


প্রকাশ: 10/08/2022


Thumbnail

জিম্বাবুয়ের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজে হোয়াইটওয়াশ লজ্জা এড়ানোর ম্যাচে ব্যাটিংটা অন্য দুই ওয়ানডের চেয়ে কিছুটা খারাপই হয়েছে বাংলাদেশের। লড়াকু পুঁজি আদৌ পাওয়া হবে কিনা এমন দোলাচালে সেই শঙ্কা কাটিয়ে দেন তরুণ আফিফ হোসেন।

দারুণ ইনিংস খেলে বাংলাদেশকে ২৫৬ রানের পুঁজি এনে দেওয়ার পেছনে মূল কারিগর ছিলেন এই তরুণ ব্যাটার। ১২৪ রানে বাংলাদেশের যখন ৪ উইকেট হারায় তখন ক্রিজে আসেন বাঁহাতি এই ব্যাটার। বাকি সময়টাই তিনিই দলকে এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব পালন করেছেন।

৮১ বলে ৬ বাউন্ডারি আর ২ ছক্কায় ৮৫ রানের ঝকঝকে ইনিংস খেলে শেষ পর্যন্ত অপরাজিত থাকেন আফিফ। দারুণ ব্যাটিংয়ের সুবাদে তৃতীয় ওয়ানডের ম্যাচসেরার পুরস্কারটিও উঠেছে তারই হাতে।

এদিকে আগের দুই ওয়ানডেতে বাংলাদেশকে বলতে গেলে একাই হারিয়ে দেওয়া সিকান্দার রাজা জিতেছেন সিরিজসেরার পুরস্কার। সিরিজে ২৫২ রানের সঙ্গে বল হাতে ৫ উইকেট নিয়েছেন জিম্বাবুইয়ান এই অলরাউন্ডার।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭