ইনসাইড গ্রাউন্ড

কম্বোডিয়া ও নেপালে প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ


প্রকাশ: 10/08/2022


Thumbnail

সেপ্টেম্বর উইন্ডোতে কম্বোডিয়া ও নেপালের বিরুদ্ধে দু’টি ফিফা প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ। এর আগে বেশ কয়েকটি দেশের সঙ্গে যোগাযোগ করেছিল বাফুফে।

কম্বোডিয়া তাদের দেশে তিন দলীয় একটি সিরিজ খেলতে একটি বিকল্প প্রস্তাব দিয়েছিল। অন্য দলটি ছিল জাপান অনূর্ধ্ব-২৩।

কিন্তু জাপানের বিপক্ষে খেলতে না চাওয়ায় কম্বোডিয়ার প্রস্তাবে রাজী হয়নি বাফুফে। শেষে কম্বোডিয়ার বিপক্ষে একটি ম্যাচ খেলার সিদ্ধান্ত চূড়ান্ত করেছে তারা।

আগামী ২২ সেপ্টেম্বর কম্বোডিয়াতে হবে বাংলাদেশের প্রথম প্রীতি ম্যাচটি। দ্বিতীয় ম্যাচটি বাংলাদেশ খেলবে নেপালের বিপক্ষে ২৭ সেপ্টেম্বর। এই ম্যাচটিও বাংলাদেশ খেলবে প্রতিপক্ষের মাঠে।

এই প্রীতি ম্যাচ দুটির জন্য বাংলাদেশ প্রস্তুতি শুরু করছে এ মাসেই। বুধবার বাফুফের ন্যাশনাল টিমস কমিটির জরুরি সভায় ২৬ আগস্ট জাতীয় দলের আবাসিক ক্যাম্প শুরুর সিদ্ধান্ত হয়েছে।

অ্যাসাইনমেন্ট না থাকায় জাতীয় দলের স্প্যানিশ কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা ছুটি কাটাতে দেশে গেছেন। ক্যাম্প শুরুর ১০ দিন আগে আগামী ১৬ আগস্ট তিনি ঢাকায় আসছেন।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭