ইনসাইড গ্রাউন্ড

সলিডারিটি গেমসের ফাইনালে দুই জিমন্যাস্ট


প্রকাশ: 11/08/2022


Thumbnail

তুরস্কের কোনিয়ায় চলতি ইসলামী সলিডারিটি গেমসের ফাইনালে নিজেদের নাম লিখিয়েছেন বাংলাদেশের দুই জিমন্যাস্ট আলী কাদের হক ও আবু সাইদ রাফি। ভল্টিং টেবিল প্রতিযোগিতায় আলী কাদের হক ১২. ৯৫০ পয়েন্ট এবং আবু সাইদ রাফি ১২.১৭৫ পয়েন্ট পেয়ে ফাইনাল নিশ্চিত করেছেন।

অংশগ্রহণকারী ১২ দলের মধ্যে সৌদি আরব, কাতার, ইয়েমেন, জর্ডান, আলজেরিয়া ও পাকিস্তানকে পেছনে ফেলে ৬ষ্ঠ স্থান অধিকার করেছে বাংলাদেশ। ইন্ডিভিজুয়াল অল অ্যারাউন্ডে ২৮ জনের মধ্যে ১৪তম হয়েছেন আবু সাঈদ রাফি।

এদিকে, ফ্লোর এক্সারসাইজ ইভেন্টে পায়ে চোট লাগার কারণে সবগুলো ইভেন্ট খেলতে পারেনি শিশির আহমেদ। টিম চ্যাম্পিয়নশিপের জন্য রিংস প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন।

স্থানীয় সময় সন্ধ্যা ৬.২৬ মিনিটে ভল্টিং টেবিলের ফাইনালে খেলবেন বাংলাদেশের দুই জিমন্যাস্ট আলী কাদের হক ও আবু সাইদ রাফি।

অ্যাথলেটিকসের ১০০ মিটারের ফাইনালে উঠলেও আর পেরে উঠেননি ইমরানুর রহমান। পুরুষ টেবিল টেবিল দল কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিয়েছেন। জিমন্যাস্টিকসের ফাইনালে দুইজন ওঠায় বাংলাদেশ এই ইভেন্ট থেকে পদক প্রত্যাশা করছে।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭