ইনসাইড পলিটিক্স

ফেনীতে আওয়ামী লীগ-বিএনপি সংঘর্ষে আহত ১০


প্রকাশ: 12/08/2022


Thumbnail

ফেনীতে আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে সংঘর্ষের ঘটনায় ১০ জন আহত হয়েছেন। নিত্যপণ্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদে জেলা বিএনপির বিক্ষোভ মিছিলকে কেন্দ্র করে এ সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসময় পুলিশে ২৫ রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনায় পথচারীসহ উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার দুপর সাড়ে ৩ টার দিকে শহরের ইসলাম রোড থেকে ফেনী জেলা বিএনপির একটি বিক্ষোভ মিছিল বের হয়ে ট্রাংক রোডস্থ জিরো পয়েন্টের দিকে আসছিলো। এসময় মিছিলটি জিরো পয়েন্ট এলাকায় পৌঁছালে ছাত্রলীগ ও যুবলীগ নেতাকর্মীরা তাদের ধাওয়া করে। একপর্যায় সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়। পরে পুলিশ ফাঁকা গুলি ও রাবার বুলেট নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনায় উভয় পক্ষের ১০ জন আহত হয়েছে।


প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭