ইনসাইড বাংলাদেশ

বঙ্গবন্ধুর মন্ত্রীসভার যারা খুনী মোশতাকের সঙ্গে যোগ দিয়েছিল


প্রকাশ: 15/08/2022


Thumbnail

৭৫ এর ১৫ আগস্ট। বাংলাদেশের ইতিহাসে বর্বরতম দিন। জাতির পিতাকে স্বপরিবারে নির্মমভাবে হত্যা করে স্বাধীনতা বিরোধী অপশক্তি। এই হত্যাকান্ডের সঙ্গে জড়িত ছিলো দেশী-বিদেশী অপশক্তি। কিন্তু দুভাগ্যজনক হলো আওয়ামী লীগের একটি বড় অংশ এই ষড়ন্ত্রে যুক্ত ছিলো। বঙ্গবন্ধুকে হত্যার পর স্বঘোষিত রাষ্ট্রপতি হন খুনী মোশতাক। ২৩ সদস্যের মন্ত্রীসভা গঠন করেন। ঐ মন্ত্রীসভায় বঙ্গবন্ধুর প্রায় সব মন্ত্রীই যোগ দিয়েছিলেন।

১৯৭৫ সালে ২৬ জানুয়ারিতে বাকশাল গঠনের পর বঙ্গবন্ধু মন্ত্রীসভা পূর্ণ:গঠন করেন। ৩০ সদস্যের নতুন মন্ত্রীসভা গঠিত হয়। আর সেই মন্ত্রীসভায় খুনী খন্দকার মোশতাক আহমেদ ছিলেন বাণিজ্য মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে। আর এটি ছিলো আওয়ামী লীগের জন্য সবচেয়ে বড় ভয়াবহ একটি ট্র্যাজেডি। মাত্র সাতজন এই খুনী মোশতাকের সাথে হাত মেলায়নি। আর সেই সাতজন হলেন:

খুনী মোশতাকের মন্ত্রীসভায় যারা যোগ দেননি:

ক্রমিক নং

মন্ত্রীসভার সদস্যবৃন্দ

পদবী

মন্ত্রণালয়

পরিণতি

১.

সৈয়দ নজরুল ইসলাম

উপরাষ্ট্রপতি

পরিকল্পনা কমিশন

জাতির পিতাকে হত্যা করার পর গ্রেফতার হন। ৩ নভেম্বর ঢাকা কেন্দ্রীয় কারাগারে শহীদ হন।

২.

 মো: মনসুর আলী

প্রধানমন্ত্রী

 

বঙ্গঁবন্ধুকে হত্যার পর গ্রেফতার করা হয়েছিল এবং কারাগারে নির্মমভাবে হত্যা করা হয়।

৩.

এএইচ এম কামরুজ্জামান

মন্ত্রী

শিল্প মন্ত্রণালয়

জাতির পিতাকে হত্যার পর গ্রেফতার করা হয়েছিল এবং কারাগারে নির্মমভাবে হত্যা করা হয়।

৪.

আব্দুস সামাদ আজাদ

মন্ত্রী

কৃষি মন্ত্রণায়লয়

গ্রেফতার করা হয়েছিল এবং দীর্ঘদিন কারা বরণ করার পর মুক্তি পান।

৫.

ড: কামাল হোসেন

মন্ত্রী

পররাষ্ট্র মন্ত্রণায়

 সেই সময় বিদেশে অবস্থান করছিলেন। বঙ্গঁবন্ধু হত্যার প্রতিবাদ করেননি।

৬.

আবদুর রব সেরনিয়াবাত

মন্ত্রী

মৎস্য, বন, বন্যা, বিদ্যুাৎ শক্তি

৭৫ এর ১৫ই আগস্ট নির্মম ভাবে হত্যা করা হয়েছিল।

৭.

এম কোরবান আলী

মন্ত্রী

তথ্য, বেতার

জাতির পিতাকে হত্যার পর গ্রেপ্তার হন।

 

জাতির পিতার শেষ মন্ত্রীসভা। ২৬ জানুয়ারী, ১৯৭৫।  

ক্রমিক নং

মন্ত্রীসভার সদস্যবৃন্দ

পদবী

মন্ত্রণালয়

১.

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান

রাষ্ট্রপতি

 

২.

সৈয়দ নজরুল ইসলাম

উপরাষ্ট্রপতি

পরিকল্পনা কমিশন

৩.

 মো: মনসুর আলী

প্রধানমন্ত্রী

 

৪.

খন্দকার মোশতাক আহমেদ

মন্ত্রী

বাণিজ্য মন্ত্রণালয়

৫.

এএইচ এম কামরুজ্জামান

মন্ত্রী

শিল্প মন্ত্রণালয়

৬.

 মোহাম্মদ উল্লাহ

মন্ত্রী

ভূমি প্রশাসন, ভূমি সংস্কার

৭.

আব্দুস সামাদ আজাদ

মন্ত্রী

কৃষি মন্ত্রণায়লয়

৮.

অধ্যাপক ইউসুফ আলী

মন্ত্রী

শ্রম, সমাজ কল্যাণ

৯.

শ্রী ফণি ভূষণ মজুমদার

মন্ত্রী

এলজিআরডি

১০.

ড. কামাল হোসেন

মন্ত্রী

পররাষ্ট্র মন্ত্রণায়

১১.

 মো: সোহরাব হোসেন

মন্ত্রী

পূর্ত, গৃহ নির্মাণ

১২.

আব্দুল মান্নান

মন্ত্রী

স্বাস্থ্য, পরিবার পরিকল্পনা

১৩.

আব্দুর রব সেরনিয়াবাদ

মন্ত্রী

মৎস্য, বন, বন্যা, বিদ্যুাৎ শক্তি

১৪.

শ্রী মনোরঞ্জন ধর

মন্ত্রী

আইন, বিচার, সংসদ

১৫.

এড. আব্দুল মোমিন

মন্ত্রী

খাদ্য ও পুর্নাবাসন

১৬.

আসাদুজ্জামান খান

মন্ত্রী

পাট মন্ত্রণালয়

১৭.

এম কোরবান আলী

মন্ত্রী

তথ্য, বেতার

১৮.

ড: আজিজুর রহমান মল্লিক

মন্ত্রী

অর্থ মন্ত্রণালয়

১৯.

ড: মুজাফফর আহমদ চৌধুরী

মন্ত্রী

শিক্ষা, আনবিক শক্তি

২০.

বিচারপতি আবু সাইদ চৌধুরী

মন্ত্রী

বন্দর ও জাহাজ দফতর

২১.

নুরুল ইসলাম মঞ্জুর

প্রতিমন্ত্রী

 যোগাযোগ মন্ত্রণালয়

২২.

আব্দুল মোমিন তালুকদার

প্রতিমন্ত্রী

এলজিআরডি

২৩.

 দেওয়ান ফরিদ গাজী

প্রতিমন্ত্রী

বাণিজ্য, পাট, চা

২৪.

অধ্যাপক নুরুল ইসলাম চৌধুরী

প্রতিমন্ত্রী

শিল্প মন্ত্রণালয়

২৫.

তাহের উদ্দিন ঠাকুর

প্রতিমন্ত্রী

তথ্য ও বেতার

২৬.

 মোসলেম উদ্দিন খান

প্রতিমন্ত্রী

পাট মন্ত্রণায়ল

২৭.

 কে এম ওবায়দুর রহমান

প্রতিমন্ত্রী

ডাক, তার, টেলিযোগাযোগ

২৮.

ডা: ক্ষিতিশ চন্দ্র মন্ডল

প্রতিমন্ত্রী

সাহয্য ও পূর্ণবাসন

২৯.

রিয়াজ উদ্দিন আহমদ

প্রতিমন্ত্রী

বন, মৎস্য ও পশুপালন

৩০.

 সৈয়দ আলতাফ হোসেন

প্রতিমন্ত্রী

 

 

খুনী মোশতাকের মন্ত্রীসভা:  

ক্রমিক নং

মন্ত্রীসভার সদস্যবৃন্দ

পদবী

মন্ত্রণালয়

১.

খন্দকার মোশতাক আহমেদ

রাষ্ট্রপতি

 

২.

মোহাম্মদ উল্লাহ

উপরাষ্ট্রপতি

 

৩.

অধ্যাপক ইউসুফ আলী

মন্ত্রী

পরিল্পনা দফতর

৪.

শ্রী ফণি ভূষণ মজুমদার

মন্ত্রী

এলজিআরডি

৫.

মো: সোহরাব হোসেন

মন্ত্রী

পূর্ত, গৃহ নির্মাণ

৬.

আব্দুল মান্নান

মন্ত্রী

স্বাস্থ্য, পরিবার পরিকল্পনা

৭.

শ্রী মনোরঞ্জন ধর, এড

মন্ত্রী

আইন, বিচার, সংসদ

৮.

এড. আব্দুল মোমিন, এড

মন্ত্রী

কৃষি দফতর, খাদ্য

৯.

আসাদুজ্জামান খান

মন্ত্রী

বন্দর, জাহাজ চলাচল

১০.

ড: আজিজুর রহমান মল্লিক

মন্ত্রী

অর্থ মন্ত্রণালয়

১১.

ড: মুজাফফর আহমদ চৌধুরী

মন্ত্রী

শিক্ষা

১২.

বিচারপতি আবু সাইদ চৌধুরী

মন্ত্রী

পররাষ্ট্র দফতর

১৩.

শাহ মোয়াজ্জেম হোসেন

প্রতিমন্ত্রী

বিমান, পর্যটন

১৪.

তাহের উদ্দিন ঠাকুর

প্রতিমন্ত্রী

তথ্য, বেতার, শ্রম

১৫.

 কে এম ওবায়দুর রহমান

প্রতিমন্ত্রী

ডাক ও তার

১৬.

নুরুল ইসলাম মঞ্জুর

প্রতিমন্ত্রী

রেল, যোগাযোগ মন্ত্রণালয়

১৭.

দেওয়ান ফরিদ গাজী

প্রতিমন্ত্রী

বাণিজ্য, খনিজ সম্পদ

১৮.

অধ্যাপক নুরুল ইসলাম চৌধুরী

প্রতিমন্ত্রী

শিল্প মন্ত্রণালয়

১৯.

রিয়াজ উদ্দিন আহমদ

প্রতিমন্ত্রী

বন, মৎস্য ও পশু পালন

২০.

মোসলেম উদ্দিন খান হাবু মিয়া

প্রতিমন্ত্রী

পাট মন্ত্রণালয়

২১.

মোমেন উদ্দিন আহমেদ, এড

প্রতিমন্ত্রী

বন্যা, পানি, বিদ্যুৎ

২২.

ডা: ক্ষিতিশ চন্দ্র মন্ডল

প্রতিমন্ত্রী

ত্রাণ ও পূর্ণবাসন দফতর

২৩.

 সৈয়দ আলতাফ হোসেন

প্রতিমন্ত্রী

সড়ক ও যোগাযোগ



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭