লিভিং ইনসাইড

বেঙ্গল ট্রেকার্সের আরাফাত-আসাদ জুটির কাং ইয়াৎসে ২ জয়


প্রকাশ: 20/09/2022


Thumbnail

বেঙ্গল ট্রেকার্স এর দল নেতা আরাফাত হোসেন ২০৫০০ ফিট (৬২৫০ মিটার) কাং ইয়াৎসে ২ পর্বতটি সফলতার সঙ্গে আরোহণ করেছেন। চলতি বছরের ১৮ই আগষ্ট লাদাখের হেমিস ন্যাশনাল পার্কে অবস্থিত কাং-ইয়াৎসে-২ পাহাড়টির চূড়ায় সামিট করেন তিনি। এর আগে বাংলাদেশের শীর্ষ পাহাড় সমূহ এবং নেপালের  বিভিন্ন ট্রেইলে ৪৫০০ মিটার উচ্চতায় উঠেছেন।

এই অভিযানে তার আরোহণ সঙ্গী আসাদুজ্জামান মিশন হিমালয়া ২০১৯ এর বিজয়ী হিসেবে ইয়ালা পিক (উচ্চতা ১৮১২৬ফিট) ও রেনক পিক (উচ্চতা ১৬৫০০ফিট) সফল ভাবে আরোহন করেছেন। 

আরাফাত হোসেন তার পাহাড় জয় প্রসঙ্গে বলেন, 'আমরা কলকাতা, দিল্লি, মানালি হয়ে ১০ তারিখ লেহ যাই। ১২ তারিখ থেকে এই অভিযান শুরু হয় এবং সারা ক্যাম্পে পৌঁছাই। এরপর পর্যায় ক্রমে ওমলুং, থাংগুসে হয়ে ১৬ তারিখ বেইস ক্যাম্পে পৌঁছাই আমরা।‘’ 


তিনি আরও বলেন, ‘’পরদিন অর্থাৎ ১৭ তারিখ রাত ১১টায় দুই দলে ভাগ হয়ে আমাদের সামিট মার্চ শুরু হয়। ৫০৪৮ মিটার বেস ক্যাম্প থেকে ৬২৫০মিটার উচ্চতায় যাওয়া লক্ষ্য ছিলো আমাদের। রাতে প্রতিকূল আবহাওয়া, হাড়কাঁপানো ঠান্ডা ও অক্সিজেনের স্বল্পতা জোনে প্রায় ১১০০ মিটারের বেশী দীর্ঘ আহরণ করতে সময় লেগে যায় প্রায় ঘন্টা দশেক। সবশেষে  ১৮ই আগস্ট আমাদের অন্তিম লক্ষ্যে সকাল ৯টায় আমরা সামিটে পৌছাই। সেখানে আমরা জিপিএস রিডিং নিয়ে উচ্চতা পায় ৬২৫৩ মিটার।‘’

তিনি বলেন, 'আমরা চূড়া থেকে দেখতে পাই কাং ইয়াৎসে ১, ৩, ৪, জোংগোসহ আরও নাম না জানা পাহাড়চূড়া যা কিনা সবই ৬০০০ মিটার এর বেশী উচ্চতার। সাথে ছিলো অপরুপ মারখা উপত্যকা।' 

সামিট শেষে ১৯ তারিখ লেহ তে ফিরে আসার পর দিল্লি থেকে বিমান যোগে বাংলাদেশ ফিরে আসেন বলে জানান তারা।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭