ইনসাইড টক

‘মুন্সিগঞ্জে বিএনপি-পুলিশ সংঘর্ষের নেপথ্যে বিএনপির অভ্যন্তরীণ কোন্দল দায়ী’


প্রকাশ: 22/09/2022


Thumbnail

বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক ও মুন্সিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মৃণাল কান্তি দাস বলেছেন, মুন্সিগঞ্জ সদর উপজেলার মুক্তারপুরে একটি জায়গায় আকস্মিকভাবে পুলিশের ওপর বিএনপির সন্ত্রাসী বাহিনী নিষ্ঠুর বর্বরোচিত আক্রমণ করে। আমি এই ঘটনার তীব্র নিন্দা জানাই। আমি ঘটনা শুনার পরপরই হাসপাতালে যাই এবং আহত পুলিশ সদস্য এবং কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছি। রাতে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করে ঘটনার বিবরণ জেনেছি।

গতকাল বুধবার মুন্সিগঞ্জ সদর উপজেলার মুক্তারপুরে বিএনপির সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষের এই ঘটনার নিয়ে বাংলা ইনসাইডার এর সঙ্গে একান্ত আলাপচারিতায় আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক ও মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মৃণাল কান্তি দাস এসব কথা বলেছেন।

মৃণাল কান্তি দাস বলেন, মুন্সিগঞ্জে বিএনপির সঙ্গে পুলিশের যে সংঘর্ষ এর নেপথ্যে রয়েছে বিএনপির অভ্যন্তরীণ কোন্দল। এখানে বিএনপির দুটি গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব রয়েছে। একটি গ্রুপ হচ্ছে মোহাম্মদ আবদুল্লাহ যিনি বিদেশে চিকিৎসাধীন আছেন। তিনি মারাত্মকভাবে রোগে আক্রান্ত। আরেকজন কামরুজ্জামান রতন। এখন আব্দুল্লাহ সাহেবের অনুপস্থিতিতে রতন গ্রুপটি এগিয়ে যাচ্ছিল। গতকাল মুন্সিগঞ্জের সহিংস ঘটনাটি ছিল পূর্ব পরিকল্পিত। এই সহিংস ঘটনার মধ্য দিয়ে আব্দুল্লাহ গ্রুপ জানান দিয়েছে যে, আমরা এখনো ক্রিয়াশীল রয়েছি এবং আমরাই এখনকার মূল শক্তি। তারা পুলিশের ওপর নিষ্ঠুর বর্বরোচিত হামলা করে মিডিয়ার শিরোনাম হতে চেয়েছে। পাশাপাশি তারা এর মধ্যে দিয়ে তাদের কেন্দ্রীয় নেতৃত্বের নজরে এসেছে। তাদের দলের নেতা যিনি সাত সাগর তের নদীর ওপারে থাকেন তারও দৃষ্টি আকর্ষণ করার জন্য চেষ্টা করেছে এই সহিংসতার মধ্য দিয়ে।

ভোলা, নারায়ণগঞ্জ, মিরপুর এবং বনানীর ঘটনার সঙ্গে মুন্সিগঞ্জের ঘটনার কোনো মিল আছে কিনা জানতে চাইলে তিনি বলেন, এ সমস্ত ঘটনার সঙ্গে মুন্সিগঞ্জের ঘটনার প্রেক্ষাপট সম্পূর্ণ রূপে ভিন্ন। মুন্সিগঞ্জের সহিংস ঘটনার সময় ঘটনাস্থলে আওয়ামী লীগের একটি কাক পক্ষীও ছিল না। বিএনপি তারা মিছিল-সমাবেশ করার সময় আকস্মিকভাবে পুলিশের ওপর আক্রমণ করেছে।

আওয়ামী লীগের এই কেন্দ্রীয় নেতা আরও বলেন, সহিংস ঘটনার বিষয়ে বিএনপির অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। তারা শান্তিপূর্ণ গণতান্ত্রিক পরিবেশকে নস্যাৎ করার জন্য পুরনো কায়দায় লিপ্ত হয়েছে। আমি মনে করি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা জনগণের জানমালের নিরাপত্তার বিধান পালন করবে সেটাই তাদের সংবিধান স্বীকৃত দায়িত্ব। জনগণের জানমালের নিরাপত্তার দায়িত্ব পালন করতে গেলে বিএনপি যদি ক্ষতিগ্রস্ত হয় তাহলে আমি বলব বিএনপি মিথ্যাচার করছে। এলাকার সমস্ত ভিডিও ফুটেজ দেখলে দেখা যায় যে, সেখানে অনেক কম সংখ্যক পুলিশ সদস্য ছিল। বিএনপি  নেতাদের সাথে পুলিশের কথা হয়েছে। তারা শান্তিপূর্ণ সমাবেশ করবে। কিন্তু বিএনপি কর্মীরা আকস্মিকভাবে   পুলিশের ওপর চড়াও হয়। পুলিশ নিজেদের আত্মরক্ষা করতে নদীতে নেমেছে কিন্তু বিএনপির নেতাকর্মীরা নদীতে পর্যন্ত  ইট-পাটকেল নিক্ষেপ করেছে। আমি পুলিশের কাছ থেকে এটাও জানতে পেরেছি যে, নদীতে অবস্থান করা পুলিশের ওপরও তারা ককটেল মেরেছে। গতকালের ঘটনাস্থলে আওয়ামী লীগের কোনো নেতাকর্মী ধারের কাছেও ছিল না। ঘটনাস্থলে এককভাবে শুধুমাত্র বিএনপির নেতাকর্মীদের অবস্থান ছিল। বিএনপি ইচ্ছাকৃতভাবে গণমাধ্যমের শিরোনাম হওয়ার জন্যে এবং তারেকের দৃষ্টি আকর্ষণের জন্য গতকাল মুন্সিগঞ্জে এই ঘটনাটি ঘটিয়েছে।

তিনি আরও বলেন, বিএনপি কোনো গণতান্ত্রিক আন্দোলনে বিশ্বাস করে না। তারা বিশ্বাস করে সহিংস করে যেনতেনভাবে ক্ষমতায় এসে রাষ্ট্রীয় সম্পদ লুট করে বিত্তশালী হবে। যাদের এই মন মানসিকতা তারা কিভাবে আন্দোলন করবে। তারা গণতন্ত্রে বিশ্বাস করে না, উন্নয়নে বিশ্বাস করে না। তারা বিশ্বাস করে যেনতেনভাবে ক্ষমতায় এসে সম্পদ লুট করবে এবং কর্মীদেরও সেই সুযোগ করে দেবে।


প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭