ইনসাইড গ্রাউন্ড

লাল-সবুজের বাংলাদেশ দলের হ্যাট্রিক জয়


প্রকাশ: 22/09/2022


Thumbnail

দীর্ঘ সাড়ে তিন বছরপর ফুটবল মাঠে আবারো মুখোমুখী বাংলাদেশ-কম্বোডিয়া। সর্বশেষ এই দুই দলের দেখা হয়েছিল ২০১৯ সালে। সেই ম্যাচে জয় পেয়েছিল বাংলাদেশ। আজ (২২ সেপ্টেম্বর) দেশের মানুষ যখন নারী ফুটবলারদের নিয়ে ব্যাস্ত সেখানে বাংলাদেশের জাতীয় দলের জামাল ভুইয়ারা তখন কম্বোডিয়ার বিপক্ষে মাঠে নামার জন্য অপেক্ষায়।

বাংলাদেশ সময় সন্ধ্যা টায় ম্যাচটি শুরু হয়।আজকের এই প্রীতি ম্যাচটিতে বাংলাদেশ - গোলে জয় পায় কম্বোডিয়ার বিপক্ষে। বাংলাদেশের হয়ে জয় সুচক গোলটি পায় রাকিব হোসেন।

কম্বোডিয়ার বিপক্ষে মাঠে নামার পরেই ২৪ মিনিটের মাথায় এগিয়ে যায় লাল সবুজের জামাল ভুইয়া বাহিনী। সময় ডান প্রান্ত থেকে মতিন মিয়ার পাস ধরে আড়াআড়ি শটে বল জালে জড়ান রাকিব।এর পর প্রথমআর্ধে আর কোন আক্রমণে যেতে পারেনি দুই দলই।

দ্বিতীয়আর্ধে বেশ কয়েকবার আক্রমণে দিয়েছিলো লাল-সবুজ বাহিনী কিন্তু তাতে লক্ষভেদ করতে পারেনি বাংলাদেশ দল। খেলা চলাকালীন সময়ে কোন প্রতিরোধ গড়ে তুলতে পারেনি কম্বোডিয়া। এর ফলে কম্বোডিয়ার বিপক্ষে - গোলে জয় পায় বাংলাদেশ।

কম্বোডিয়ার বিপক্ষে বাংলাদেশ এর আগে মোট চার ম্যাচে মুখোমুখি হয়েছিল। যেখানে জামালদের তিন জয়ের বিপরীতে একটিও হার নেই। ২০০৬ সালে এএফসি চ্যালেঞ্জ কাপে - গোলে জয় পায় বাংলাদেশ। ২০০৭ সালে পরেরবার দেখায় - গোলে ড্র হয় ম্যাচটি। পরের দুটি ম্যাচই লাল-সবুজরা জিতে - গোলের ব্যবধানে। আজকের ম্যাচটি নিয়ে কম্বোডিয়ার বিপক্ষে হ্যাট্রিক জয় পেল বাংলাদেশ।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭