ইনসাইড গ্রাউন্ড

তামিম ও মুস্তাফিজের পর এবার টি-টেন লিগে আফিফ


প্রকাশ: 22/09/2022


Thumbnail

আসন্ন টি-টেন লিগের ষষ্ঠ আসরের পর্দা উঠবে আগামী ২৩ নভেম্বর। এবারের আসরে মোট ছয়টি দল অংশগ্রহন করবে। তাই এই ছয়টি দলের দল গোছানো নিয়ে চলছে নানারকম আয়োজন। দলে খেলোয়ার কিনার লক্ষে একে একে খেলোয়ারদের নাম উঠছে প্লেয়ার ড্রাফটে।

ইতিমধ্যেই প্লেয়ার ড্রাফটে নাম উঠেছে বাংলাদেশ দলের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল এবং কাটার মাস্টার মুস্তাফিজুর রহমানের। বাংলাদেশ থেকে টি-টেন লিগে সর্বপ্রথম জায়গা করে নিয়েছে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। টি-টেন লিগের দল বাংলা টাইগারস সাকিবকে নিয়ে রেখেছে সবার আগে। শুধু তাই নয়, দলটির আইকন প্লেয়ার হিসেবেও থাকবেন তিনি।

তামিম মুস্তাফিজের পর এবার টি-টেন লিগের প্লেয়ার ড্রাফটে নাম উঠেছে আফিফ হোসেনের। টি-টেন লিগে এর আগেও খেলেছে আফিফ হোসেন। তখন তার দল ছিল বাংলা টাইগার্স। সব কিছু ঠিক থাকলে ২৬ সেপ্টেম্বর খেলোয়াড়দের নিলাম অনুষ্ঠিত হবে।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭