ওয়ার্ল্ড ইনসাইড

জো বাইডেনের সঙ্গে একান্ত আলাপে প্রধানমন্ত্রী শেখ হাসিনা


প্রকাশ: 22/09/2022


Thumbnail

জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৭তম অধিবেশনে অংশগ্রহণের জন্য নিউ ইয়র্কে আগত রাষ্ট্র ও সরকারপ্রধানদের আমন্ত্রণ জানিয়ে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এক নৈশভোজের আয়োজন করেন। গতকাল বুধবার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যায় আমেরিকার মিউজিয়াম অব ন্যাচারাল হিস্ট্রিতে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেও সেই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়।  অনুষ্ঠানে যোগদান করেন তিনি। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং তাঁর পত্নী জিল বাইডেন অনুষ্ঠানে শেখ হাসিনাকে উষ্ণ অভ্যর্থনা জানান। সেখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে জো বাইডেন ও তার পত্নী জিল বাইডেন ছবি তুলেন।

এসময় মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার একান্ত বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে দ্বিপাক্ষিক বিভিন্ন বিষয়ে আলাপ-আলোচনা করা হয়। এসময় মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে বাংলাদেশ সফরের জন্য আমন্ত্রণ জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।


প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭