ওয়ার্ল্ড ইনসাইড

এশিয়ার শীর্ষ অর্থনৈতিক কেন্দ্র সিঙ্গাপুর


প্রকাশ: 23/09/2022


Thumbnail

হংকংকে ছাড়িয়ে এশিয়ার শীর্ষ অর্থনৈতিক ও বিশ্ববাণিজ্যের তৃতীয় কেন্দ্র হয়ে উঠেছে সিঙ্গাপুর। এই তালিকায় নিউইয়র্ক এবং লন্ডন যথাক্রমে প্রথম ও দ্বিতীয় স্থানে রয়েছে।

গ্লোবাল ফিনান্সিয়াল সেন্টার ইনডেক্সের (জিএফসিআই) তালিকায় হংকং করোনা মহামারি ও বিদেশ ভ্রমণে বিধিনিষেধের কারণে এবার চতুর্থ স্থানে রয়েছে। এই তালিকায় সান ফ্রান্সিসকো শীর্ষ পাঁচের মধ্যে জায়গা করে নিয়েছে।

জিরো কোভিড নীতির কারণে বিশ্বের অন্যান্য শহরের চেয়ে বেশি কড়া বিধিনিষেধ সত্ত্বেও চীনের সাংহাই, বেইজিং এবং শেনজেন শহর জিএফসিআই-এর শীর্ষ ১০-এ অবস্থান বজায় রেখেছে।

প্যারিস শীর্ষ ১০ এ ফিরে এসেছে, যেখানে টোকিও ১৬তম স্থানে রয়েছে। সিডনি ১০ম স্থান থেকে লাফিয়ে ১৩ নম্বরে উঠে এসেছে। দুবাই ও আবুধাবি মধ্যপ্রাচ্যে সর্বোচ্চ রাজত্ব করছে। যথাক্রমে ১৭ তম এবং ৩২ তম স্থানে রয়েছে শহর দুটি।

ইউক্রেনের যুদ্ধের ফলে রাশিয়ার আর্থিক কেন্দ্রগুলো ক্ষতিগ্রস্থ হয় এবং মস্কো ২২তম স্থান থেকে ৭৩-এ এবং সেন্ট পিটার্সবার্গ ১৭তম স্থান ১১৪-তে নেমে এসেছে।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭