ইনসাইড গ্রাউন্ড

অস্ট্রেলিয়া-ভারত ম্যাচে বৃষ্টির বাধা


প্রকাশ: 23/09/2022


Thumbnail

নাগপুরে আজ বাংলাদেশ সময় সন্ধ্যা ৭ টা ৩০ মিনিটে অস্ট্রেলিয়ার মুখোমুখি হওয়ার কথা ছিল ভারতের।  কিন্তু বৃষ্টির কারণে খেলাটি মাঠে গরাতে বিলম্ব হচ্ছে। মোহালিতে প্রথম ম্যাচ খেলার পর বুধবার নাগপুরে পৌছায় ভারতীয় ক্রিকেট দল। তারপর থেকেই শুরু হয়ে যায় বৃষ্টি।বৃহস্পতিবার রাতভর বৃষ্টি হওয়ার কারণে এখন পর্যন্ত মাঠে প্রচুর পরিমাণ পানি জমে রয়েছে।অন্যদিকে ম্যাচের সব টিকিট বিক্রি হয়ে গিয়েছে। বৃষ্টির কারণে ম্যাচ না হলে টাকা ফেরত দেওয়ার পরিকল্পনা রয়েছে সংস্থার।


তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে টস জিতে বোলিং করার সিদ্ধান্ত নেন অস্ট্রেলিয়ার অধিনায়ক অ্যারন ফিঞ্চ। নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ২০৮ রান করলো টিম ইন্ডিয়া। দলের হয়ে সর্বোচ্চ ৩০ বলে ৭১ রানের ইনিংস খেলেন হার্দিক পান্ডিয়া। এছাড়া কেএল রাহুল করেন ৩৫ বলে ৫৫ ও সূর্যকুমার যাদব করেন ২৫ বলে ৪৬। রান তাড়া করতে নেমে ৪ বল বাকি থাকতেই ৬ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌছে যায় অস্ট্রেলিয়া। অজিদের হয়ে সর্বোচ্চ ৩০ বলে ৬১ রানের ইনিংস খেলেন ক্যামেরন গ্রিন। এছাড়া ২১ বলে ৪৫ রান করেন ম্যাথু ওয়েড ও ২৪ বলে ৩৫ রান করেন স্টিভ স্মিথ। এই জয়ের ফলে ৩ ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে অস্ট্রেলিয়া।




প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭