ইনসাইড বাংলাদেশ

বেনাপোলে ১ লক্ষ ৭০ হাজার ডলারসহ ২ যাত্রী আটক


প্রকাশ: 23/09/2022


Thumbnail

ভারত থেকে বাংলাদেশে প্রবেশের সময় ১ লক্ষ ৭০ হাজার ইউএস ডলারসহ ২ যাত্রীকে আটক করেছে বেনাপোল কাস্টমস শুল্ক গোয়েন্দারা।

শুক্রবার (২৩ সেপ্টেম্বর) বিকালে বেনাপোল চেকপোস্ট তল্লাশি চালিয়ে তাদেরকে আটক করা হয়।

আটককৃতরা হলেন- মুন্সিগঞ্জের পাঁচগাও গ্রামের আমজাদ হোসেনের ছেলে জসিম ঢালী (৪২) ও কমলাঘাট গ্রামের শাহ আলমের ছেলে সাগর হোসেন।

শুল্ক গোয়েন্দার সহকারী পরিচালক মনিরুজ্জামান চৌধুরী জানান, ভারত থেকে বাংলাদেশে বিপুল পরিমাণে বৈদেশিক মুদ্রা পাচার হবে এমন গোপন সংবাদ ছিল। পরে কাস্টমস সদস্যরা নিরাপত্তা জোরদার করে। এ সময় কাস্টমসের শুল্ক গোয়েন্দার সদস্যরা তল্লাশি কেন্দ্রে অভিযান চালান। এ সময় জসিম ও সাগরকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাদের নিকট বহনকৃত বিদেশি মুদ্রার কথা অস্বীকার করেন। পরবর্তীতে ব্যাপক জিজ্ঞাসাবাদসহ যাত্রীগণকে চ্যালেঞ্জ করে তাদের শরীর এবং সাথে থাকা ২টি ট্রলিব্যাগ তল্লাশি করে ১ লাখ ৭০ হাজার ইউএস ডলার ও দুটি মোবাইল উদ্ধার করা হয়। জব্দকৃত মুদ্রার বাংলাদেশি মূল্য প্রায় ১ কোটি ৮০ লাখ টাকা।

উদ্ধারকৃত মার্কিন ডলার বেনাপোলের শুল্ক গুদামে জমা দেয়া হয় এবং আটককৃত দুই যাত্রীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে জানা যায়।


প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭