কালার ইনসাইড

শাখা-সিঁদুর-আলতায় প্রথমবার দেবী দুর্গাকে বরণ করলেন মিম


প্রকাশ: 02/10/2022


Thumbnail

শুরু হয়েছে হিন্দু ধর্মালম্বীদের বড় উৎসব দূর্গাপূজা। আজ মহা সপ্তমী। মণ্ডপে মণ্ডপে চলছে পূজার আয়োজন। বিয়ের পর এটিই চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিমের প্রথম দূর্গাপূজা। দেবী দূর্গাকে বরণ করতে সাদা জামদানি পরে শাখা-সিঁদুর-আলতায় সেজেছেন তিনি।

রোববার (২ অক্টোবর) ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে পূজার সাজে বেশ কিছু ছবি পোস্ট করেছেন মিম। কাশবন ও দূর্গা মণ্ডপে তোলা ছবিগুলো নেটিজেনদের নজরে এসেছে। তারা নায়িকার অপরূপ লুকে মুগ্ধ, মন্তব্যের ঘরে এমনটাই জানিয়েছেন।



সাদামাটা শাড়িটির সঙ্গে উৎসবের জমকালো ভাব আনতে লাল রঙের গর্জিয়াস ব্লাউজ বেছে নিয়েছেন অভিনেত্রী। অসাধারণ ডিটেইলিং করা আছে ডিপ নেকের এই ব্লাউজে। এই ব্লাউজের পিঠজুড়ে রঙের দারুণ কারুকাজের দেবী দুর্গার অবয়ব। হাতায় আর পেছনে রয়েছে কড়ির কাজ। জরি, বুটি, স্টোন দিয়ে সাজানো হয়েছে পুরো ব্লাউজ। যা সাদা জামদানির সঙ্গে কন্ট্রাস্ট সৃষ্টি করতে সফল হয়েছে। 

গয়না হিসেবে গলায় বড় লেকলেস জড়িয়েছেন মিম। কানে পরেছেন ঝুমকা। সোনালি রঙা গয়না, ব্লাউজের কাজের সঙ্গে মেলবন্ধন তৈরি করেছে। হাতে শাঁখা-পলার পাশাপাশি সোনার বালাও পরেছেন তিনি। 

এদিকে সপ্তমীর শুভেচ্ছা জানিয়ে মিম লিখেছেন, শুভ মহা সপ্তমী। এবারের পূজা আমার জন্যে এক অন্যরকম অনুভূতি। শাখা, সিঁদুর, জামদানি শাড়ী,আলতা পরানো হাতে প্রথমবার বরণ করলাম দেবী দূর্গাকে!



তিনি আরও লেখেন, শরতের কাশফুল আর নিজের নতুন সাজ সবকিছুতেই কেমন যেন একটা স্নিগ্ধতা! আশা করি, সবার পুজো এ রকম সুন্দর কাটবে। 

উল্লেখ্য, পরাণ সিনেমা দিয়ে নিজের জাত চিনিয়েছেন মিম। এদিকে চলতি মাসে মুক্তির অপেক্ষায় আছে নির্মাতা রায়হান রাফির 'দামাল' ছবিটি। 


প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭