ইনসাইড গ্রাউন্ড

সরাসরি নয়, অনলাইনে জার্সি বিক্রি করতে চায় বিসিবি


প্রকাশ: 02/10/2022


Thumbnail

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে অনলাইনে জার্সি বিক্রি করতে চায় বিসিবি। বিসিবির ক্রিকেট অপারেশান্সের চেয়ারম্যান জালাল ইউনুস এ কথা জানান। তবে এখনো কাউকে বিক্রির অনুমতি দেয় হয়নি বলেও জানিয়েছেন এ বিসিবি কর্তা।

এ প্রসঙ্গে জালাল ইউনুস বলেন, 'বিশ্বকাপের জার্সি নিয়ে আগে আমরা চেষ্টা করেছিলাম। এখন আমাদের মাথায় আছে অনলাইনে বিক্রি করা যায় কিনা আমাদের ওয়েবসাইটের মাধ্যমে। আমরা এটা চেষ্টা করছি। কিছু আনুষ্ঠানিকতা আছে। খুব সম্ভবত আমরা ওয়েবসাইটের মাধ্যমে করবো। সেটাই চেষ্টা করছি। কিন্তু কাউকে আমরা বিক্রির অনুমতি দেইনি।'

গত শুক্রবার সাকিব-সোহানদের জার্সি উন্মোচন করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এবারের জার্সি উন্মোচনে অবশ্য কোনো আনুষ্ঠানিকতা ছিল না। বিসিবি তাদের অফিসিয়াল ফেসবুক পেজে একটি ভিডিও প্রকাশের মাধ্যমে বিশ্বকাপের জার্সি উন্মোচন করা হয়।

 অস্ট্রেলিয়া বিশ্বকাপের জার্সিতে এবার বাংলাদেশের ঐতিহ্য তুলে ধরার চেষ্টা করা হয়েছে। যেখানে দেশের গৌরব জামদানি, সুন্দরবন এবং রয়েল বেঙ্গল টাইগারকে নিদারুণভাবে ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে। 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭