ইনসাইড গ্রাউন্ড

পাকিস্তানকে হারিয়ে থাইল্যান্ডের বড় চমক


প্রকাশ: 06/10/2022


Thumbnail

আগের ম্যাচে বাংলাদেশকে নাকানিচুবানি খাওয়ানো পাকিস্তানকে হারালো থাইল্যান্ড। এবারের নারী এশিয়া কাপের প্রথম চমক দেখিয়ে টুর্নামেন্টে তাদের প্রথম জয় তুলে নিলো থাই মেয়েরা। 

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে উত্তেজনাকর ম্যাচে এক বল হাতে রেখে ৪ উইকেটে জিতেছে থাইল্যান্ড। 

লো স্কোরিং ম্যাচে  দিনের শুরুতে ব্যাট করতে নেমে ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে মাত্র ১১৬ রান তুলতে সক্ষম হয় পাকিস্তান। পাকিস্তানের পক্ষে একমাত্র অর্ধশতক হাকান দলীয় ওপেনার সিদরা আমীন। রানআউট হয়ে ফেরার আগে ৬৪ বলে ৫৬ রান করেন এই ওপেনার। থাইল্যান্ডের বোলারদের মধ্যে সবচেয়ে সফল সরনাইন তিপোচ। ৪ ওভারে ২০ রান দিয়ে ২টি উইকেট নেন এই অফস্পিনার।

১১৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা ভালোই সামাল দেন থাইল্যান্ডের দুই ওপেনার। নাথাকান ছানথামের ৫১ বলে ৬১ রানের লড়াকু ইনিংসের উপর ভর করে জয়ের বন্দরে পৌঁছে যান থাইল্যান্ড নারী দল। পাকিস্তানের পক্ষে কাইনাত ইমতিয়াজ ৩টি ও তুবা হাসান ২টি করে উইকেট নেন।


প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭