টেক ইনসাইড

বন্ধ করা হলো টুইটারে ব্লু টিক সুবিধা


প্রকাশ: 22/11/2022


Thumbnail

এবার অর্থ খরচ করে টুইটারে ব্লু টিক সুবিধা পাওয়ার প্রক্রিয়া বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন ইলন মাস্ক। সোমবার (২১ নভেম্বর) এক ঘোষণায় তিনি এ নির্দেশনা প্রদান করেন।

এক টুইট বার্তায় মাস্ক বলেন, যতদিন পর্যন্ত উচ্চাকাঙ্ক্ষার ছন্দবেশ বন্ধ না হবে ততদিন পর্যন্ত ব্লু টিক সুবিধা বন্ধ থাকবে।

টুইটারের ব্লু টিক সুবিধা রাজনীতি, জনসম্মুখে পরিচিত ব্যক্তি, সাংবাদিকসহ বিভিন্ন মহলের ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত ছিল।

তবে টুইটারের আয় বাড়ানোর জন্য ইলন মাস্ক সম্প্রতি ব্লু টিকের জন্য অর্থ ধার্য করেন এবং এর জন্য তিনি ৮ ডলার নির্ধারণ করেন।

পুনরায় এ সুবিধা বন্ধ করার কারণ হিসেবে ভুয়া অ্যাকউন্টকে দায়ী করা হয়েছে। বলা হয়েছে ভুয়া অ্যাকাউন্ট শনাক্ত করার কাজ সম্পন্ন হলে আগামী ২৯ নভেম্বর থেকে ব্লু টিক সুবিধা পুনরায় চালু করা হবে।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭