টেক ইনসাইড

এবার গুগলেও কর্মী ছাঁটাইয়ের আশঙ্কা


প্রকাশ: 23/11/2022


Thumbnail

ফেসবুক টুইটারের পর এবার কর্মী ছাঁটাই করতে চলেছে টেক জায়ান্ট গুগলের মালিকানাধীন সংস্থা অ্যালফাবেট। সংস্থার প্রায় ৬ শতাংশ কর্মী অর্থাৎ ১০ হাজার কর্মীকে ছাঁটাই করা হতে পারে বলে জানা গেছে।

প্রযুক্তি-বিষয়ক নিউজ পোর্টাল দ্য ইনফরমেশনের বরাত দিয়ে মঙ্গলবার (২২ নভেম্বর) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, কর্মীদের পারফরম্যান্সের ওপরে ভিত্তি করেই ছাঁটাই অভিযান চালানো হবে বলে সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে। অর্থাৎ যেসব কর্মীর কাজের মান আশানুরূপ নয়, তাদের সংস্থা থেকে বিদায় জানানো হবে।

তবে বিশ্বজুড়ে আর্থিক সংকটের কারণেই এই ছাঁটাই অভিযান চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সংস্থাটির ভেতরের সূত্র জানিয়েছে।

২০২৩ সালের শুরুতেই অর্থাৎ আগামী কয়েক সপ্তাহের মধ্যেই এই ছাঁটাই শুরু হতে পারে। গুগল বা অ্যালফাবেটের পক্ষ থেকে এই ছাঁটাই অভিযান সম্পর্কে এখনও আনুষ্ঠানিকভাবে কোনও তথ্য জানানো হয়নি। তবে সম্প্রতি গুগলের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সুন্দর পিচাই কর্মী ছাঁটাইয়ের ইঙ্গিত দিয়েছিলেন।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭