ওয়ার্ল্ড ইনসাইড

ইউক্রেনের সহযোগীতায় হেলিকপ্টার পাঠাচ্ছে যুক্তরাজ্য


প্রকাশ: 24/11/2022


Thumbnail

ইউক্রেনে প্রথমবারের মতো সামরিক হেলিকপ্টার সহায়তা পাঠাবে যুক্তরাজ্য বলে ঘোষণা দিয়েছেন ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী বেন ওয়ালেস। গার্ডিয়ানের খবরে বলা হয়েছে, ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে যুক্তরাজ্যের এই পদক্ষেপ ইউক্রেন সমর্থন বৃদ্ধিকে নির্দেশ করছে।

যুক্তরাজ্যের স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, একটি হেলিকপ্টার ইতোমধ্যে পাঠানো হয়েছে। যুক্তরাজ্য ইউক্রেনকে মোট তিনটি ‘সি কিং হেলিকপ্টার’ সরবরাহ করবে। ফেব্রুয়ারিতে রাশিয়া ইউক্রেনে আক্রমণ করার পর ‍কিয়েভে যুক্তরাজ্যের এই ধরনের সামরিক সহায়তা এই প্রথম।

নরওয়েতে পরিদর্শনকালে ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী বেন ওয়ালেস বলেন, ইউক্রেনের প্রতি আমাদের সমর্থন অপরিবর্তনীয়। এই সহায়তা রাশিয়ার কাছ থেকে মুক্ত করা অঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করবে। ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী জানান, ইউক্রেনকে অতিরিক্ত ১০ হাজার গোলা সরবরাহ করা হচ্ছে। 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭